Advertisement
২০ এপ্রিল ২০২৪
weather news

মেঘ থমথমে কলকাতার আকাশ, ঝড়বৃষ্টি হতে পারে

এ দিন সকাল থেকে মেঘলা থাকার জন্য তাপমাত্রাও সে ভাবে বা়ড়েনি। গরমের দাপটও ছিল অনেক কম।

মুখ ভার আকাশের। ছবি: সুদীপ্ত ভৌমিক।

মুখ ভার আকাশের। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ১৬:৫৫
Share: Save:

বিকেল নামতে না নামতেই মেঘে ঢেকে গিয়েছে কলকাতার আকাশ। প্রকৃতি কেমন ঠান্ডা। সঙ্গে প্রায় আঁধার কালো আকাশ।

যে কোনও সময়ে বৃষ্টি নামতে পারে। পরিস্থিতি এমনই। পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া মেঘের দাপটে ঝড়বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর হাওয়া অফিস। রে়ডার চিত্র বিশ্লেষণ করে তারা জানিয়েছে, মেদিনীপুর ও ওডিশা লাগোয়া এলাকার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। বিকেলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। সেই মেঘ বয়ে আসতে পারে কলকাতা এবং লাগোয়া জেলাগুলির দিকেও।

বস্তুত এ দিন সকাল থেকে মেঘলা থাকার জন্য তাপমাত্রাও সে ভাবে বা়ড়েনি। গরমের দাপটও ছিল অনেক কম। এ দিন সন্ধ্যার পর হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

আরও পড়ুন: ঝড়বৃষ্টির দুপুরে বসে গেল ফরাক্কা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE