Advertisement
২৩ এপ্রিল ২০২৪
The Red Fort

সিমেন্ট সংস্থার হাতে লাল কেল্লা, ডাক বিক্ষোভের

সরকারই পাঁচ বছরের জন্য ২৫ কোটি টাকায় লাল কেল্লার রক্ষণাবেক্ষণের ভার সিমেন্ট সংস্থা ডালমিয়া গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে। এই তথ্যকে সামনে রেখেই লাল কেল্লা ‘লিজ’ দেওয়ার প্রতিবাদে নামল বাম শরিক ফরওয়ার্ড ব্লক।

লাল কেল্লা ‘লিজ’ দেওয়ার প্রতিবাদে নামল বাম শরিক ফরওয়ার্ড ব্লক।

লাল কেল্লা ‘লিজ’ দেওয়ার প্রতিবাদে নামল বাম শরিক ফরওয়ার্ড ব্লক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০১৮ ০৩:৩১
Share: Save:

কেন্দ্রীয় সরকার গত সাড়ে তিন বছরে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসংযোগ ও প্রচার খাতে ব্যয় করেছে ৩৭৭৫ কোটি টাকা। অথচ সেই সরকারই পাঁচ বছরের জন্য ২৫ কোটি টাকায় লাল কেল্লার রক্ষণাবেক্ষণের ভার সিমেন্ট সংস্থা ডালমিয়া গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে। এই তথ্যকে সামনে রেখেই লাল কেল্লা ‘লিজ’ দেওয়ার প্রতিবাদে নামল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর বিচার যে হেতু লাল কেল্লায় হয়েছিল, তাই এই প্রশ্নে তাদের আবেগও বেশি। কেন্দ্রকে ওই সিমেন্ট সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করতে হবে, এই দাবিতে লাল কেল্লার সামনেই ধর্না-অবস্থান করবে তারা। দেশ জুড়েও ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস রবিবার বলেন, ‘‘আজ লাল কেল্লা, কাল তাজ মহল, পরশু দেশের সংসদ ভবনটাও বেসরকারি হাতে দিয়ে দেবে এই সরকার! এই প্রবণতার তীব্র প্রতিবাদ দরকার।’’

ফ ব-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির তিন দিনের বৈঠক ছিল কলকাতায়। ঠিক হয়েছে, আগামী ১২-১৬ ডিসেম্বর কলকাতায় দলের ১৮তম পার্টি কংগ্রেস বসবে। রাজ্য সম্মেলনের পর্ব চলবে অক্টোবর-নভেম্বরে। বিজেপির বিরুদ্ধে বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মঞ্চ চাইলেও লোকসভা ভোটের আগে কোন রাজ্যে কী পরিস্থিতি, তা নিয়ে রাজ্যগুলিকে ১৫ জুনের মধ্যে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্বকে মত জানাতে বলা হয়েছে। এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের চেহারায় ‘মাথা হেঁট হয়ে গিয়েছে’ বলে মন্তব্য করে দেবব্রতবাবু জানিয়েছেন, তাঁদের রাজনৈতিক ও সাংগঠনিক ত্রুটি আলোচনা হবে ২৫-২৭ মে রাজ্য কমিটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE