Advertisement
২৪ এপ্রিল ২০২৪
State News

হাসিনার সম্মানে নৈশভোজ রাজভবনে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রাজভবনে বিশেষ নৈশভোজের আয়োজন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শুক্রবার রাতে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র-সহ বিশিষ্টজনদের।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নিজস্ব চিত্র

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ২২:৩৭
Share: Save:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রাজভবনে বিশেষ নৈশভোজের আয়োজন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শুক্রবার রাতে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র-সহ বিশিষ্টজনদের।

এ দিনের নৈশভোজের মেনুতে ছিল পটলের চপ, মাংসের চপ, কুমড়োপোড়া রসা, চিতল মাছের মুইঠ্যা, মোচার ঘন্ট, ঢাকাই মাংস, ছানার ডালনা, চচ্চড়ি, ঝিঙে-আলু পোস্ত, কাঁঠাল কোফ্তা, ভাজা মুগের ডাল, ঝুরঝুরে আলুভাজা, মিষ্টি দই, রাজভোগ, সীতাভোগ এবং সন্দেশ।

এ দিন রাতে কলকাতার এক পাঁচতারা হোটেলে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার সকালে তাঁর আসানসোলে যাওয়ার কথা। সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাম্মানিক ডি লিট দেওয়া হবে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, শনিবার হাসিনা আসানসোল থেকে কলকাতায় ফিরে নেতাজি ভবনে যাবেন। সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এর পর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: শান্তিনিকেতনের মঞ্চ মেলালো মোদী-হাসিনা-কেশরী-মমতাকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE