Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সম্প্রীতি-মিছিলের ডাক বিশিষ্টদের

রামনবমীকে ঘিরে রাজ্যে একটা অভূতপূর্ব উন্মাদনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জেরে হিংসা ছড়িয়েছে। স্বাধীনতার পর থেকে এই রকম পরিস্থিতি বাংলায় দেখা যায়নি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০২:৪৭
Share: Save:

রামনবমী-উত্তর পশ্চিমবঙ্গে সম্প্রীতি রক্ষায় উদ্যোগী হলেন বিশিষ্ট জনেরা। তাঁদের মতে, রামনবমীকে ঘিরে রাজ্যে একটা অভূতপূর্ব উন্মাদনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জেরে হিংসা ছড়িয়েছে। স্বাধীনতার পর থেকে এই রকম পরিস্থিতি বাংলায় দেখা যায়নি। শাসক দলের নেতারাও যে ভাবে রামনবমী পালনে অংশগ্রহণ করেছেন, তা দেখে রাজ্যের বহু মানুষ শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে সম্প্রীতির পরিবেশ রক্ষা করার জন্য সব শান্তিপ্রিয় মানুষের তৎপর হওয়া উচিত বলে মনে করেন শঙ্খ ঘোষ, পবিত্র সরকার, নবনীতা দেব সেন, বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, অশোক গঙ্গোপাধ্যায় প্রমুখ বিশিষ্টরা। মানুষের উদ্দেশে এই আহ্বান জানাতে আগামী রবিবার ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করবেন তাঁরা।

গেরুয়া শিবিরের বিশিষ্ট জনেরা অবশ্য সোমবার ধর্মতলা থেকে যোগাযোগ ভবনের কাছে সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তি পর্যন্ত মিছিল করেন রামনবমীর শোভাযাত্রায় হামলার প্রতিবাদে। বিভিন্ন পেশার সফল মানুষজন ওই মিছিলে হাঁটেন। পাশাপাশি ম্যাটাডোরে করেও লোক আনা হয়। ওই মিছিলের পরে বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলের নেতা শচীন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘পুলিশ আমাদের সহযোগিতা করেছে। পুলিশকে ধন্যবাদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE