Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বঙ্গের জমিতে জাঁকিয়ে বসতে বৈঠকে সঙ্ঘ

রামনবমীর সাফল্যের পর পশ্চিমবঙ্গের জমিকে পাকাপাকি ভাবে গেরুয়া করে তুলতে কলকাতায় দিনভর বৈঠক করলেন আরএসএস-এর দুই শীর্ষ নেতা কৃষ্ণগোপাল এবং ভি ভাগাইয়া।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৩:৪৬
Share: Save:

রামনবমীর সাফল্যের পর পশ্চিমবঙ্গের জমিকে পাকাপাকি ভাবে গেরুয়া করে তুলতে কলকাতায় দিনভর বৈঠক করলেন আরএসএস-এর দুই শীর্ষ নেতা কৃষ্ণগোপাল এবং ভি ভাগাইয়া। ভবানীপুরের একটি বাড়িতে সোমবার সারা দিনে এ রাজ্যের সঙ্ঘ এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে পাঁচটি বৈঠক করেছেন তাঁরা। দলীয় সূত্রের খবর, ওই বৈঠকগুলির নির্যাস — তৃণমূল সরকারের ‘তোষণনীতি’র ফলে এ রাজ্যে ধর্মীয় মেরুকরণের পরিবেশ তৈরি হয়েছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে রামনবমীতে ৩০ লক্ষ মানুষের অংশগ্রহণে। এই মেরুকরণ কাজে লাগিয়ে বিজেপি-র পালে হাওয়া তৈরি করতে হবে। পঞ্চায়েত ভোট পর্বে রাজ্যের সব নেতাদের জেলায় জেলায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে।

আরএসএস-এর শীর্ষ নেতাদের সঙ্গে সোমবারের বৈঠকে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা রামলাল, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, রাজ্যের পাঁচ সাধারণ সম্পাদক এবং বাছাই করা ২২টি লোকসভা কেন্দ্রের পালক, বিস্তারক ও রাজ্যের সঙ্ঘ নেতারা যোগ দেন। দলীয় সূত্রের খবর, সেখানে সঙ্ঘ নেতৃত্ব বলেন, ভোটার তালিকার পৃষ্ঠা পিছু এক জন করে পৃষ্ঠা প্রমুখ নিয়োগ করতে হবে। এ রাজ্যে তৃণমূলের সন্ত্রাসের অবসান ঘটাতে বিজেপি-কে সাহায্য করবে গোটা সঙ্ঘ পরিবার। যে সব আইপিএস-এর বিরুদ্ধে তৃণমূলের প্রতি পক্ষপাতের অভিযোগ আছে, তাঁদের নাম কৃষ্ণগোপালকে দিয়েছেন বিজেপি নেতারা। তাঁদের আশা, আগামী কয়েক মাসে তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE