Advertisement
১৭ এপ্রিল ২০২৪
State News

হামলার ভয়ে জয়ীদের অন্যত্র সরাবে বিজেপি

পঞ্চায়েত ভোটের পরেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক অশান্তি থামছে না এই অভিযোগ তুলে আজ সরব হল বিজেপি। নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের উপর তৃণমূলের হামলার ঘটনা ঘিরে আক্রান্তদের সাময়িক ভাবে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০৪:০৫
Share: Save:

পঞ্চায়েত ভোটের পরেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক অশান্তি থামছে না এই অভিযোগ তুলে আজ সরব হল বিজেপি। নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের উপর তৃণমূলের হামলার ঘটনা ঘিরে আক্রান্তদের সাময়িক ভাবে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

দিল্লিতে বিজেপির সদর দফতরে বাংলার দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘জয়ী প্রার্থীদের উপরে তৃণমূল হামলা চালাচ্ছে। চাপ দিচ্ছে শাসক দলে যেতে। তাই প্রায় তিন হাজার জয়ী প্রার্থীকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেকে দিল্লিতেও এসেছেন।’’

কৈলাসের সুরেই সরব হয়েছেন মুকুল রায়। আপাতত তাঁর কাছেই আশ্রয় নিয়েছেন দিল্লিতে আসা একাধিক জেতা প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কী ভাবে হিংসার পরিবেশ তৈরি করেছিল, সে সম্পর্কে নির্বাচন কমিশনকে বিস্তারিত জানিয়েছেন তিনি। মুকুল বলেন, ‘‘একটি সিডিতে মনোনয়ন, ভোট গ্রহণ ও গণনার দিনে কী ভাবে ছাপ্পা মারা হয়েছে, তা তুলে ধরা হয়েছে।’’

আরও পড়ুন: এত গেরুয়া কেন, খোঁজ শুরু বক্সীর

মুকুলের দাবি, প্রায় রোজই রাজ্য থেকে পালিয়ে তাঁর কাছে আসছেন বিজেপির জয়ী প্রার্থীরা। এক হাতে জয়ের শংসাপত্র আর কোলে দু’বছরের মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগণার মল্লিকপুরের শ্রাবণী হালদার। ভোটে জিতেও ছেলেমেয়ে ও স্বামীর হাত ধরে পালিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Shelter TMC Dilip Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE