Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অনুরাধা আর নয়, সই সংগ্রহ প্রেসিডেন্সিতে

সায়নের অভিযোগ, এই চার বছরে একের পর এক শিক্ষক প্রেসিডেন্সি ছেড়ে গিয়েছেন। বিভিন্ন বিভাগে আসন ফাঁকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১৬:৪৯
Share: Save:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসেবে অনুরাধা লোহিয়াকে যাতে আর কোনও ভাবেই মনোনীত করা না-হয়, তার জন্য পড়ুয়াদের একাংশ আচার্য-রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চান। এ বিষয়ে তাঁরা সহপাঠীদের সই সংগ্রহ করেছেন। ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্টস কনসলিডেশনের পক্ষে সায়ন চক্রবর্তী সোমবার বলেন, ‘‘গত চার বছরে উপাচার্য প্রেসিডেন্সিকে যে-জায়গায় নিয়ে গিয়েছেন, তাতে আমরা চাই না, উনি আবার উপাচার্য হয়ে আসুন।’’

সায়নের অভিযোগ, এই চার বছরে একের পর এক শিক্ষক প্রেসিডেন্সি ছেড়ে গিয়েছেন। বিভিন্ন বিভাগে আসন ফাঁকা। বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোস্কোপ চুরি যাচ্ছে। ১ মে উপাচার্য-পদে অনুরাধাদেবীর মেয়াদ শেষ হচ্ছে। নতুন উপাচার্য খোঁজার জন্য ইতিমধ্যেই কমিটি গড়া হয়েছে। সরকার কিন্তু পরবর্তী উপাচার্য হিসেবে অনুরাধাদেবীকেই চাইছে বলে বিকাশ ভবন সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anuradha Loh Presidency University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE