Advertisement
১৭ এপ্রিল ২০২৪
CPIM

ভোটের আঁতাঁত নিয়ে সিপিএমকে চিঠি এসইউসি-র

দশ বছর আগে রাজ্যের পঞ্চায়েত ভোটে সিপিএমকে হারাতে তারা তৃণমূলের সঙ্গে জোট করেছিল। এ বার সেই এসইউসি-ই সিপিএমের বিরুদ্ধে অভিযোগ আনল তৃণমূলের সঙ্গে নির্বাচনী আঁতাঁতের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০২:৩৭
Share: Save:

দশ বছর আগে রাজ্যের পঞ্চায়েত ভোটে সিপিএমকে হারাতে তারা তৃণমূলের সঙ্গে জোট করেছিল। এ বার সেই এসইউসি-ই সিপিএমের বিরুদ্ধে অভিযোগ আনল তৃণমূলের সঙ্গে নির্বাচনী আঁতাঁতের।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বুধবার বলেছিলেন, দলের রাজনৈতিক লাইন ভেঙে কোনও কর্মী দলীয় প্রতীক নিয়ে বিজেপি বা তৃণমূলের সঙ্গে নির্বাচনী জোট গড়লে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রেক্ষিতেই এসইউসি-র রাজ্য সম্পাদক সৌমেন বসু বৃহস্পতিবার সূর্যবাবুকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠে তাঁদের দলের হাতে-থাকা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সঙ্গে জোট করেছে সিপিএম। নদিয়ার পলশুণ্ডা-১ এবং পানিঘাটা পঞ্চায়েতেও এসইউসি-র বিরুদ্ধে কোথাও বিজেপি, কোথাও তৃণমূলের সঙ্গে সিপিএমের জোট হয়েছে বলে সৌমেনবাবুর অভিযোগ। মৈপীঠে অবশ্য সিপিএম-এসইউসির সম্পর্ক বহু বছর ধরেই তিক্ত। সিপিএম সূত্রের বক্তব্য, সেখানে সব আসনে এ বার তারা প্রার্থী দেয়নি। যেখানে তাঁদের প্রার্থী নেই, সেখানে দলীয় কর্মীদের এসইউসি-কে সমর্থন করতে বলা হয়েছে, এমনই জানিয়েছেন সূর্যবাবু। তবে সেখানে সিপিএম-এসইউসি’র যা সমীকরণ, তাতে এই নির্দেশিকা কত দূর কার্যকরী হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বাকি ক্ষেত্রে অবশ্য খোঁজ না নিয়ে মন্তব্য করতে চাননি সিপিএম নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

LEFT Cpim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE