Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

বাস-ট্যাক্সি ভাড়া বৃদ্ধির পর কী বললেন যাত্রীরা

গত পাঁচ বছর ধরে জ্বালানী তেল-সহ অন্যান্য খরচ বাড়লেও রাজ্য সরকার ভাড়া বাড়াতে আগ্রহী হয়নি। সম্প্রতি কয়েক দিনে ডিজেল, পেট্রলের লাগাতার  মূল্যবৃদ্ধির জেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাস মালিক এবং কর্মচারীদের।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ২০:২৫
Share: Save:

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বাড়ছে বাস, ট্যাক্সির ভাড়া। কিন্তু যাত্রীদের প্রশ্ন, ভাড়া বাড়লে ক্ষতি নেই, যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকেও কি নজর দেবেন বাস মালিকরা? তাঁদের বক্তব্য, প্রতি বারই ভাড়া বাড়ার পর যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভুলে যান মালিকেরা।

গত পাঁচ বছর ধরে জ্বালানী তেল-সহ অন্যান্য খরচ বাড়লেও রাজ্য সরকার ভাড়া বাড়াতে আগ্রহী হয়নি। সম্প্রতি কয়েক দিনে ডিজেল, পেট্রলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাস মালিক এবং কর্মচারীদের। এক প্রকার বাধ্য হয়েই, ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে, রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছিল সংগঠনগুলি। তাদের দাবি ছিল, ভাড়া বাড়াতে হবে। না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “প্রতি স্তরে ১ টাকা করে বাসের ভাড়া বাড়ানো হবে। বাড়বে ট্যাক্সি এবং লঞ্চের ভাড়াও।”

আরও পড়ুন
বাসভাড়া বাড়ছে প্রতি স্তরে ১ টাকা, বাড়ছে ট্যাক্সিভাড়াও

যদিও বাস মালিকদের দাবি ছিল, নূন্যতম ৯ টাকা ভাড়া করতে হবে। ট্যাক্সি সংগঠনগুলিও জানিয়েছেন, তাদের কতটাকা বাড়ানো হবে এখনও জানানো হয়নি।

কী বললেন যাত্রীরা দেখুন ভিডিও...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Transportation Bus Fare Taxi Fare Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE