Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পুলিশে চাকরি পেলেন অমিতাভ মালিকের স্ত্রী

পুলিশে চাকরি পেলেন নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের স্ত্রী, বিউটি মালিক। মাস দুয়েক আগে দার্জিলিংয়ে বিমল গুরুঙ্গকে ধরতে অভিযানে গিয়ে তাকদা-র জঙ্গল এলাকায় গুলিতে মৃত্যু হয় ওই অফিসারের। তার পরেই বিউটি জানিয়েছিলেন, ‘‘আমি স্বামীর মতো অফিসার হয়ে গুরুঙ্গকে ধরতে চাই, এই হত্যার প্রতিশোধ নিতে চাই।’’

মেডিক্যাল পরীক্ষার পরে বিউটি মালিক। নিজস্ব চিত্র।

মেডিক্যাল পরীক্ষার পরে বিউটি মালিক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০৩:৪৫
Share: Save:

পুলিশে চাকরি পেলেন নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের স্ত্রী, বিউটি মালিক। মাস দুয়েক আগে দার্জিলিংয়ে বিমল গুরুঙ্গকে ধরতে অভিযানে গিয়ে তাকদা-র জঙ্গল এলাকায় গুলিতে মৃত্যু হয় ওই অফিসারের। তার পরেই বিউটি জানিয়েছিলেন, ‘‘আমি স্বামীর মতো অফিসার হয়ে গুরুঙ্গকে ধরতে চাই, এই হত্যার প্রতিশোধ নিতে চাই।’’

আরও পড়ুন: লগ্নির লক্ষ্মীলাভে ভরসা সম্প্রীতিও

অমিতাভর মৃত্যুর পরে বিউটিকে পুলিশ চাকরি দেওয়ার জন্য সরকারি ভাবে নাড়াচাড়া শুরু হয় তখনই। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় বিউটিকেও। বিউটি এখন বারাসতে রয়েছেন, তাঁর বাপের বাড়িতে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারকে সরকারি ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, বিউটির বাড়ির কাছাকাছি কোনও এলাকায় যেন চাকরির ব্যবস্থা করা হয়। প্রশাসনিক সূত্রের খবর, বিউটির বাড়ির কাছেই ময়না এলাকার থানায় লোয়ার ডিভিশন ক্লার্কের পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নির্দেশ পাওয়া মাত্রই আমরা সব রকমের বিভাগীয় পদ্ধতি শুরু করে দিয়েছি। বিউটি যত দ্রুত কাজে যোগ দিতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।’’

পুলিশ সূত্রের খবর, চাকরির পাকাপাকি অর্ডার আসামাত্রই আজ, সোমবার সকালেই পুলিশ সুপারের দফতরে ডেকে পাঠানো হয় বিউটিকে। সমস্ত শংসাপত্রও সঙ্গে আনতে বলা হয়। বিউটি আসার পরে তাঁকে দিয়ে প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করানো হয়, প্রয়োজনীয় নথিপত্র প্রত্যয়িত করানো এবং যাচাই করার কাজও সারা হয়।

এর পর বিউটির মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে পাঠানো হয় উত্তর ২৪ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাঘবেশ মজুমদার নিজে পরীক্ষার তদারকি করেন। সূত্রের খবর, সব ঠিক থাকলে তাড়াতাড়িই কাজে যোগ দেবেন বিউটি।

এ দিন বিউটি বলেন, ‘‘হঠাৎ খবর পেয়েছি, খুবই ব্যস্ততায় কাটল আজ সারা দিন। পদ্ধতিগত কাজকর্ম শেষ হলে চাকরিতে যোগ দিতে পারব। তখনই যা বলার বলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE