Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মদনের ছেলের বিয়ের খরচ নিয়ে তদন্ত

ছেলের বিয়েতে পরিবহণ মন্ত্রী মদন মিত্রের খরচ নিয়ে এর মধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। এ ব্যাপারে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মদন মিত্র ও তাঁর ঘনিষ্ঠ কয়েক জনকে। শুক্রবার তদন্তকারীরা এই বিয়ের খরচের বিস্তারিত জানতে শহরের একটি বাণিজ্যিক গোষ্ঠীর বিনোদন পার্কের কর্তাকে জিজ্ঞাসাবাদ করলেন।

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন মুকুল রায়। শুক্রবার বিমানবন্দরে ছবিটি তুলেছেন শৌভিক দে।

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন মুকুল রায়। শুক্রবার বিমানবন্দরে ছবিটি তুলেছেন শৌভিক দে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৫ ০৩:১০
Share: Save:

ছেলের বিয়েতে পরিবহণ মন্ত্রী মদন মিত্রের খরচ নিয়ে এর মধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। এ ব্যাপারে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মদন মিত্র ও তাঁর ঘনিষ্ঠ কয়েক জনকে। শুক্রবার তদন্তকারীরা এই বিয়ের খরচের বিস্তারিত জানতে শহরের একটি বাণিজ্যিক গোষ্ঠীর বিনোদন পার্কের কর্তাকে জিজ্ঞাসাবাদ করলেন।

সিবিআই সূত্রের খবর, ইএম বাইপাস সংলগ্ন ওই বিনোদন পার্কেই মন্ত্রীর বড় ছেলে স্বরূপের বৌভাতের অনুষ্ঠান হয়েছিল। বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করতে ওই গোষ্ঠীর সঙ্গে মন্ত্রীর কত টাকার চুক্তি হয়েছিল, তা জানতে চেয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, বাণিজ্যিক গোষ্ঠীর ওই কর্তার কাছে জানতে চাওয়া হয়, স্বরূপের বৌভাতে কত জন আমন্ত্রিত ছিলেন, প্রতি প্লেট খাবারে কত খরচ হয়েছিল, অনুষ্ঠানের যাবতীয় খরচ চেকে না নগদে মেটানো হয়েছিল। ঘণ্টা দেড়েক ধরে ওই কর্তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসারেরা।

শুক্রবার বিকেলে তৃণমূলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় কলকাতায় ফিরে এসেছেন। তবে তিনি যে এখনই সিবিআইয়ের তদন্তকারীদের সামনে হাজিরা দিচ্ছেন না, তা এ দিন ফের জানিয়েছেন মুকুলবাবু। এ দিন বিকেলে বিমানবন্দরে তিনি বলেন, “সিবিআইকে এড়িয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আগামী ২৮ তারিখ কিংবা তার পরে তদন্ত প্রক্রিয়ায় যোগ দেব বলে ইতিমধ্যেই তাঁদের কাছে তথ্য পাঠিয়ে দিয়েছি।” তাঁর বক্তব্য, “আমি আমার সময়সূচি মেনেই চলছি।”

গত ১৪ জানুয়ারি সিবিআইকে তিনি জানিয়েছিলেন, হাজিরা দেওয়ার জন্য আরও ১৫ দিন সময় চান। সিবিআই সূত্রের দাবি, মুকুলবাবুর ওই আবেদনের ভিত্তিতে পরের সপ্তাহে যত দ্রুত সম্ভব তাঁকে তদন্তকারীদের সামনে হাজির হতে বলে সিবিআই। পরে দিল্লি থেকে ই-মেল করে সিবিআইকে ফের জানান, তিনি আগামী ২৮ জানুয়ারি বা তার পরে তদন্তকারীদের সামনে হাজির হবেন। এ দিনও বিমানবন্দরে সেই কথাই তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madan mitra mukul roy saradha scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE