Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মহার্ঘ আজীবন সদস্যপদ, ক্লাব-সংস্কৃতি তৃণমূলে

মোহনবাগান-ইস্টবেঙ্গলে হয়। সিএবি-তে হয়। এ বার হচ্ছে তা তৃণমূলেও। সারদা-কাণ্ডে ব্যতিব্যস্ত তৃণমূল আর কোনও সংস্থার কাছ থেকে চাঁদা তুলবে না। তার বদলে ৫০ হাজার টাকার বিনিময়ে ‘লাইফ মেম্বারশিপ’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার তৃণমূলের ১৮ তম প্রতিষ্ঠা দিবসে ‘অভিনব’ সদস্যকরণ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৫ ০৩:১৪
Share: Save:

মোহনবাগান-ইস্টবেঙ্গলে হয়। সিএবি-তে হয়। এ বার হচ্ছে তা তৃণমূলেও।

সারদা-কাণ্ডে ব্যতিব্যস্ত তৃণমূল আর কোনও সংস্থার কাছ থেকে চাঁদা তুলবে না। তার বদলে ৫০ হাজার টাকার বিনিময়ে ‘লাইফ মেম্বারশিপ’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার তৃণমূলের ১৮ তম প্রতিষ্ঠা দিবসে ‘অভিনব’ সদস্যকরণ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। অভিযানের প্রথম ঘণ্টাতেই ৬০ জনকে ‘আজীবন’ সদস্যপদ দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। এখানেই শেষ নয়। আজীবন সদস্যপদ ছাড়াও ক্লাবের মতো ‘অ্যাসোসিয়েট মেম্বারশিপ’ও দেওয়া হচ্ছে। এই ধরনের সদস্যদের অবশ্য দলের তরফে ‘সহযোগী’ সদস্য বলা হয়েছে। এ ক্ষেত্রে মূল্য ৩০ হাজার টাকা। তবে আগে যেমন এক টাকা থেকে ১০০ টাকা দিয়ে ‘প্রাথমিক’ থেকে ‘সক্রিয়’ সদস্য হওয়া যেত, সেই ব্যবস্থাও চালু থাকছে। এ দিনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সদস্যপদ নবীকরণ করিয়েছেন জানিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, “আমাদের বিধায়ক এবং সাংসদরা প্রথমে সদস্যপদ নেবেন।” সদস্যকরণ অভিযান চলবে এক বছর।

দলে ‘আজীবন’ বা ‘সহযোগী’ সদস্য হওয়ার ক্ষেত্রে যোগ্যতা বিচার করবে তৃণমূলের ‘স্ক্রিনিং কমিটি’। সুব্রতবাবু সেই কমিটির চেয়ারম্যান। তিনি জানান, ‘আজীবন’ সদস্যপদ নেওয়ার জন্য ‘ইচ্ছুক প্রার্থী’কে প্যান কার্ড দিয়ে আবেদন করতে হবে। কিন্তু ‘আজীবন’ বা ‘সহযোগী’ সদস্য হওয়ার পরে কেউ যদি তৃণমূল ছেড়ে অন্য দলের সদস্য হতে চান, তা হলে কি সদস্য হওয়ার জন্য যে মোটা টাকা দিয়েছিলেন, তা ফেরত পাবেন? সুব্রতবাবুর মন্তব্য, “দল ছাড়লে আবার টাকা ফেরত কী? তাঁর তো সদস্যপদই খারিজ হয়ে যাচ্ছে!’’ দলের অন্য এক প্রবীণ নেতার বক্তব্য, “সিএবি বা অন্য ক্লাবে এমন হলে টাকা ফেরত হয় নাকি?”

কিন্তু তৃণমূল তো ক্লাব নয়, রাজনৈতিক দল! সেখানে সদস্যকরণের এই পন্থা কেন? প্রকাশ্যে এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন তৃণমূল নেতারা। তবে দলের অন্দরে নেতাদের একাংশের ব্যাখ্যা, সারদা-কাণ্ডে দলের নেতা মন্ত্রী-সাংসদদের কেউ কেউ জড়িয়ে যাওয়ার পরে নতুন করে কোনও সংস্থার থেকে চাঁদা নেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

কিন্তু দলের নানা কাজ, বিশেষত ভোটের খরচ তুলতে হবে। সে জন্যই এই অভিনব পথ বেছে নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, এই পন্থায় প্রায় ২০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সুব্রতবাবু অবশ্য বলেন, “এই রকম কোনও লক্ষ্যমাত্রার কথা আমার জানা নেই।’’ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা সংবাদমাধ্যমকে জানানোর বিষয় নয়। যাঁরা সদস্য হবেন, তাঁদের জানাব।”

তৃণমূলের এই সদস্যকরণের পন্থা নিয়ে দলের ভিতরে-বাইরে কৌতূহলের অন্ত নেই। প্রদেশ কংগ্রেস নেতা মানস ভুঁইয়া বলেন, “কোনও রাজনৈতিক দল কী ভাবে সদস্য করবে, তা সেই দলের বিচার্য বিষয়। কিন্তু কারা তৃণমূলের আজীবন বা সহযোগী সদস্য হবেন, তা নিয়ে আমাদের কৌতূহল থাকতে পারে।” মানসবাবু জানান, কংগ্রেসে আগে এক টাকা দিয়ে সদস্য হওয়া যেত। এখন অবশ্য চাঁদা বেড়ে তিন টাকা হয়েছে। তবে বিজেপি নেতা তথাগত রায়ের অভিযোগ, “সারদার থেকে পাওয়া কালো টাকা সদস্য খাতে দেখিয়ে সাদা করার জন্য যে তৃণমূল এই পন্থা নেয়নি, তা কে বলতে পারে! কিন্তু আমার প্রশ্ন, যে দলটারই জীবন সংশয়, তার আজীবন সদস্য কে হবেন?” সিপিএমে এখনও পাকা সদস্যপদের চাঁদা দু’ টাকাই।

তবে দলের সদস্যদের থেকে তারা লেভি নিয়ে থাকে।

তৃণমূলের সদস্যকরণে যে দিন এই অভিনব পন্থা চালু হয়েছে, সে দিনই দলের শাখা সংগঠন ‘সেবাদল’-এর আনুষ্ঠানিক ‘বিলুপ্তি’ ঘটিয়ে নতুন সংগঠন ‘জয় হিন্দ বাহিনী’র প্রতিষ্ঠা করা হয়েছে। ময়দানে মহাত্মা গাঁধীর মূর্তির পাদদেশে ওই বাহিনীর সমাবেশ মঞ্চে তৃণমূল সেবাদলের একদা চেয়ারম্যান অলক দাসকে বসিয়ে সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন, দলনেত্রীর ‘মস্তিষ্ক প্রসূত’ নতুন সংগঠন নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে কাজ করবে। তার আগে সংগঠনের চেয়ারম্যান গায়ক ইন্দ্রনীল সেন বলেন, “অনেক রাজনৈতিক কাজ অরাজনৈতিক ভাবে করা যায়। আমাদের সংগঠন তা-ই করবে।” নয়া সংগঠন শান্তির জন্য কাজ করবে জানাতে এ দিন সভামঞ্চ থেকে পায়রা ওড়ান তৃণমূলের রাজ্য সভাপতি। ওই সভায় তৃণমূল নেতা ও পরিষদীয় সচিব তাপস রায় জানান, জয় হিন্দ বাহিনীর প্রয়োজনে যে কোনও কাজেই তাঁকে পাওয়া যাবে। তবে তৃণমূলের এই নতুন সুভাষ-হাতিয়ার সম্পর্কে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষের কটাক্ষ, “সারদায় এত কালি ওঁদের গায়ে লেগেছে যে, এখন নেতাজির নাম ব্যবহার করে দৃষ্টি ঘোরাতে চাইছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saradha membership tmc life membership
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE