নিজস্ব সংবাদদাতা
এখনও পর্যন্ত প্রথমা বটব্যাল নামের নিখোঁজ ওই তরুণীর খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ
নিজস্ব সংবাদদাতা
বাংলা থেকে শুরু হয়েছিল। তার পরেও ইংরেজি, ইতিহাসের প্রশ্নপত্র পাচার আটকানো যায়নি। এ বার ভূগোল। ফের এক বার পর্ষদের নজর এড়িয়ে পরীক্ষাকেন্দ্র থেকে পাচার হয়ে গেল প্রশ্নপত্র!
নিজস্ব সংবাদদাতা
পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত বাঙালি দুই সিআরপিএফ জওয়ানের দেহ পৌঁছল কলকাতায়।
নিজস্ব সংবাদদাতা
তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম চক্রী জালে পড়ল।
নিজস্ব সংবাদদাতা
বিদায় বেলায় রাজ্য জুড়ে কয়েক দিন শীতের আমেজ বজায় থাকবে।
নুরুল আবসার ও কল্লোল প্রামাণিক
বৃহস্পতিবার রাত থেকেই বাড়িটা ভীষণ থমথমে। সারা রাত টিভি চলেছে। মা-ঠাকুমা সে দিকেই তাকিয়ে ছিল। কী দেখছিল কে জানে!
নুরুল আবসার
চ্যানেলে চ্যানেলে পুলওয়ামার জঙ্গি-হানার খবর। শক্ত চোয়ালে শিখাদেবী বললেন, ‘‘মনে হচ্ছে আমরাও সীমান্তে যাই। শত্রুদের গুঁড়িয়ে দিয়ে আসি।’’
নিজস্ব প্রতিবেদন
জলপাইগুড়ি জেলায় বাংলাদেশ সীমান্ত রয়েছে ১২০ কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া নেই ১৭ কিলোমিটার মতো এলাকায়। দক্ষিণ বেরুবাড়ি, নগর বেরুবাড়ি এলাকায় রয়েছে কাঁটাতারহীন ওই সীমান্ত।
শিবাজী দে সরকার
শিলং থেকে ফিরেই মাসিক ক্রাইম বৈঠক ডেকে সহকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন রাজীব। লালবাজারের খবর, সিপি হিসেবে বাহিনীর ওই সদস্যদের সঙ্গে রাজীবের শেষ বৈঠক সম্ভবত এটাই।
নিজস্ব সংবাদদাতা
সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন। কিন্তু তাদেরই কপালে জুটল না মন্ত্রকের বরাত! সেই বরাত পেয়েছে এক মার্কিন অস্ত্র নির্মাতা সংস্থা।
অর্ঘ্য ঘোষ
ওই নেতার নাম ধরে ডাকাডাকি শুরু করে। অভিযোগ, তাঁকে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রিভলবার দেখিয়ে তুলে নিয়ে যায় তাঁর মেয়েকে। শুক্রবার রাত পর্যন্ত অপহৃতের খোঁজ পাওয়া যায়নি।
শুভাশিস ঘটক
এ বার এমন ছবি পাল্টাতে উদ্যোগী হচ্ছেন রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনের কামরায় থাকা যাত্রী যাতে পরবর্তী স্টেশন আসার আগেই জায়গার নাম জানতে পারেন, সে জন্য ঘোষণার ব্যবস্থা চালু হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কিছু লোকালে ইতিমধ্যেই তা শুরু হয়েছে। ধাপে ধাপে সব লোকাল ট্রেনেই ওই ব্যবস্থা চালু করা হবে।
নিজস্ব সংবাদদাতা
স্কুলের পাশেই আমবাগান। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শুরুর একটু আগে থেকেই সেখানে বেশ কয়েক জনের ভিড় দেখা যাচ্ছিল।
বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও প্রধান অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারী এখনও অধরা।
নিজস্ব সংবাদদাতা
বর্তমান পরিস্থিতিতে ঝুঁকির কথা মাথায় রেখে বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের দেহরক্ষীদের নতুন করে তাঁদের দায়িত্ব সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন সিনিয়র পুলিশকর্তারা।
নিজস্ব সংবাদদাতা
কখনও মাধ্যমিকে পরপর তিন দিন প্রশ্ন বেরিয়ে গিয়েছিল কি না, শিক্ষা শিবির মনে করতে পারছে না।
সৌরভ দত্ত
সরকারি স্তরে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করে তিন মাসের মধ্যে পরিকাঠামোগত ত্রুটি কাটিয়ে উঠতে বলা হয়েছে। কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গেও বৈঠক করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।
নিজস্ব সংবাদদাতা
সিআইডি এই মামলায় চার্জশিট দিয়ে দিয়েছে। বেশিরভাগ অভিযুক্ত গ্রেফতার হয়েছে। বাকিরা আত্মসমর্পণ করেছে।
নিজস্ব সংবাদদাতা
মর্মে বৃহস্পতিবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর নির্দেশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন।
দেবমাল্য বাগচী
শুক্রবার সকালে সবংয়ের মশাগ্রামে বাড়ির বারান্দায় ছেলের ছবিতে চোখ রেখে বসেছিলেন কনকলতা মাইতি।
নিজস্ব সংবাদদাতা
শুক্রবার দুপুরে ছেলের কথা বলতে গিয়ে অঝোরে কাঁদতে শুরু করেছিলেন ঝর্নাদেবী।
জগন্নাথ চট্টোপাধ্যায়
ওই রাজ্যে লগ্নি সংস্থার কিছু মামলার বিচার পর্ব সেই আদালতেই চলছে বলে জানিয়েছে সিবিআই।
নুরুল আবসার
বৃহস্পতিবার পুলওয়ামায় জঙ্গি হানার নিহত সিআরপিএফ জওয়ানদের মধ্যে রয়েছেন পিয়ালের বাবা, বাউড়িয়ার চককাশী রাজবংশীপাড়ার বাসিন্দা বাবলু সাঁতরা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে তৃণমূলের হাঁসখালি ব্লক সভাপতি দুলাল বিশ্বাস খুনের ঘটনাতেও অভিযোগ দায়ের হয়েছিল নির্মলের নামে।
নিজস্ব সংবাদদাতা
বাম পরিচালিত পুরবোর্ডের বকেয়া পাওনা আদায়ের দাবিতে আগামী ১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।
নিজস্ব সংবাদদাতা
কংগ্রেসের অন্দরে নানা প্রশ্ন, বিতর্কের জেরে আপাতত স্থগিত থাকল লক্ষ্মণ শেঠের কংগ্রেসে যোগদান।
নিজস্ব সংবাদদাতা
জামিনে পেলেও ফের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় কার্যত ধরা ছোঁয়ার বাইরে বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি শংকর চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা
কাশ্মীরের পুলওয়ামায় গাড়িবোমা হামলার প্রতিবাদে এবং নিহত সেনা জওয়ানদের স্মরণে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করল রাজনৈতিক দলগুলি।
সন্দীপন চক্রবর্তী
রাজ্যে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময়কার ‘তিক্ততা’ মাথায় রেখে সিপিএমের রাজ্য নেতারা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে প্রস্তাব দিয়েছেন, তাঁরা যেন সরাসরি শরিকদের সঙ্গেও আগাম আলোচনা করেন।
নিজস্ব সংবাদদাতা
লোকসভা ভোটের প্রার্থী বাছাই করতে আগামী মঙ্গলবার রাজারহাটের একটি অভিজাত হোটেলে বৈঠকে বসবে বিজেপি।
নিজস্ব সংবাদদাতা
শুক্রবার শান্তিনিকেতনের বনিয়াদে প্রতীচী ট্রাস্ট আয়োজিত ‘স্বাস্থ্য পরিচর্যার উন্নতিতে স্বাস্থ্য ও শিক্ষা কর্মীদের ভূমিকা’ বিষয়ক দুদিনের আলোচনা সভার শেষ দিনে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মাণ ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্যবাবু।
নিজস্ব সংবাদদাতা
এলাকায় একটা সময়ে সুপ্রভাতবাবু প্রভাবশালী সিপিএম নেতা হিসাবে পরিচিত ছিলেন। লাভপুর জোনাল কমিটির প্রাক্তন সদস্য ছিলেন তিনি।
নিজস্ব সংবাদদাতা
বাংলা, ইংরেজির প্রশ্নপত্র পাচার হওয়ার পর আসরে নেমেছিলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তার পরেও সেই একই হাল। প্রশ্ন পাচার আটকানো গেল না।
নিজস্ব সংবাদদাতা
পরিবারের লোকজন তখনও চিন্তায়। কেন ফোনে পাওয়া যাচ্ছে না? সেই সময়েই টিভি পর্দায় ভেসে ওঠে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিকনভয়ে ফিদায়েঁ হামলা চালিয়েছে জঙ্গিরা।
নিজস্ব সংবাদদাতা
ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন বাবলু। অভাবের মধ্যে টিকে থাকার লড়াই শুরু সেই থেকে।
নিজস্ব সংবাদদাতা
এ দিকে, ওই ইঞ্জিন বিভ্রাটের জেরে বুধবার রাত থেকেই মালদহ জেলা ও বিহারের বারসই থেকে বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় একাধিক ট্রেনকে। এমনকি এদিনও সকাল ৯টা পর্যন্ত একই চিত্র ছিল জেলার বিভিন্ন স্টেশনগুলোতে। তার জন্য চরম দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা।
নিজস্ব সংবাদদাতা
বুধবার রাতেই কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ দিন ধৃতকে আলিপুরদুয়ারে নিয়ে এসে আদালতে তোলা হয়।
কৌশিক চৌধুরী
উল্লেখ্য, দেশের বড় বিমানবন্দরগুলিতে কেন্দ্রীয় বিমান মন্ত্রকের ভাষায় সরকারিভাবে ‘মেজর’ বিমানবন্দর বলা হয়। বাকি, বিমানবন্দরগুলিকে ‘মাইনর’ বিমানবন্দর হিসাবে চিহ্নিত করা হয়। গত মাসের মাঝামাঝি দিল্লিতে বিমান মন্ত্রকের তরফে ওই সিদ্ধান্ত নেওয়ার পর লিখিত ভাবে এএআই-র চেয়ারম্যান গুরুপ্রসাদ মহাপাত্রকে জানিয়ে দেওয়া হয়।
নিজস্ব সংবাদদাতা
সিপি গুপ্ত বলেন, ‘‘এনজেপি স্টেশন, শিলিগুড়ি জংশন এবং শিলিগুড়ি টাউন স্টেশন এ দিন ঘুরে দেখলাম। বেশ কয়েক কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি আমরা। কিন্তু তাতে জবরদখল ওঠানোর ক্ষেত্রে সাহায্য করছে না রাজ্য।’’
নিজস্ব সংবাদদাতা
ষোড়শ লোকসভার শেষ দিন ছিল বুধবার। আর বৃহস্পতিবার ফেসবুকে নিজের ‘পথের পাঁচালী’ লিখলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ সন্ধ্যা রায়।