শিলং থেকে ফিরেই মাসিক ক্রাইম বৈঠক ডেকে সহকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন রাজীব। লালবাজারের খবর, সিপি হিসেবে বাহিনীর ওই সদস্যদের সঙ্গে রাজীবের শেষ বৈঠক সম্ভবত এটাই।
ওই নেতার নাম ধরে ডাকাডাকি শুরু করে। অভিযোগ, তাঁকে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রিভলবার দেখিয়ে তুলে নিয়ে যায় তাঁর মেয়েকে। শুক্রবার রাত পর্যন্ত অপহৃতের খোঁজ পাওয়া যায়নি।
এ বার এমন ছবি পাল্টাতে উদ্যোগী হচ্ছেন রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনের কামরায় থাকা যাত্রী যাতে পরবর্তী স্টেশন আসার আগেই জায়গার নাম জানতে পারেন, সে জন্য ঘোষণার ব্যবস্থা চালু হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কিছু লোকালে ইতিমধ্যেই তা শুরু হয়েছে। ধাপে ধাপে সব লোকাল ট্রেনেই ওই ব্যবস্থা চালু করা হবে।
সরকারি স্তরে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করে তিন মাসের মধ্যে পরিকাঠামোগত ত্রুটি কাটিয়ে উঠতে বলা হয়েছে। কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গেও বৈঠক করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।
রাজ্যে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময়কার ‘তিক্ততা’ মাথায় রেখে সিপিএমের রাজ্য নেতারা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে প্রস্তাব দিয়েছেন, তাঁরা যেন সরাসরি শরিকদের সঙ্গেও আগাম আলোচনা করেন।
এ দিকে, ওই ইঞ্জিন বিভ্রাটের জেরে বুধবার রাত থেকেই মালদহ জেলা ও বিহারের বারসই থেকে বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় একাধিক ট্রেনকে। এমনকি এদিনও সকাল ৯টা পর্যন্ত একই চিত্র ছিল জেলার বিভিন্ন স্টেশনগুলোতে। তার জন্য চরম দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা।
উল্লেখ্য, দেশের বড় বিমানবন্দরগুলিতে কেন্দ্রীয় বিমান মন্ত্রকের ভাষায় সরকারিভাবে ‘মেজর’ বিমানবন্দর বলা হয়। বাকি, বিমানবন্দরগুলিকে ‘মাইনর’ বিমানবন্দর হিসাবে চিহ্নিত করা হয়। গত মাসের মাঝামাঝি দিল্লিতে বিমান মন্ত্রকের তরফে ওই সিদ্ধান্ত নেওয়ার পর লিখিত ভাবে এএআই-র চেয়ারম্যান গুরুপ্রসাদ মহাপাত্রকে জানিয়ে দেওয়া হয়।
সিপি গুপ্ত বলেন, ‘‘এনজেপি স্টেশন, শিলিগুড়ি জংশন এবং শিলিগুড়ি টাউন স্টেশন এ দিন ঘুরে দেখলাম। বেশ কয়েক কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি আমরা। কিন্তু তাতে জবরদখল ওঠানোর ক্ষেত্রে সাহায্য করছে না রাজ্য।’’
আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তার মধ্যেই এ বার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাদ গড়াল রাজ্য মহিলা কমিশনেও।