এর আগেও বৈশাখীকে নিয়ে শোভনকে প্রকাশ্যে সতর্ক করেছেন মমতা। ধমকেওছেন তিনি। তবে, শোভনকে কখনও তেমন ভাবেউষ্মা প্রকাশ করতে দেখা যায়নি বলেই তৃণমূল সূত্রে খবর।
ঈশানদেব চট্টোপাধ্যায়
২০ নভেম্বর, ২০১৮
Ratna Chatterjee
নিজস্ব সংবাদদাতা
রত্নাদেবীর আক্ষেপ, শোভনবাবু নিজের বিবেক মেনে কাজ করলে ভাল করতেন। অন্যের ইশারায় কাজ করে এই হাল হল তাঁর।
২১ নভেম্বর, ২০১৮
Partha Chatterjee
রবিশঙ্কর দত্ত 
উৎসবের মরসুমে রাজ্য সরকারের ছুটির ‘আধিক্য’ থেকে দফতরকে আলাদা করতে চেয়েছিলেন স্কুল শিক্ষা সচিব মনীশ জৈন। চলতি সপ্তাহে ছুটির দু’দিন অন্তত একবেলা কাজ করার পরামর্শ দিয়েছিলেন দফতরের কর্মীদের। কিন্তু জানতে পেরে সেই নির্দেশ প্রত্যাহার করিয়ে নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
২১ নভেম্বর, ২০১৮
House
নিজস্ব সংবাদদাতা
উদ্বোধনের পরের দিনই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে পিক ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ বার কঠোর ভাবে আইন প্রয়োগ করতে চাইছে তাঁর সরকার। প্রয়োজনে চালু আইন সংশোধন করা হবে। এলাকা নোংরা করলে আইনের সাহায্যেই দোষীর জরিমানা করবে প্রশাসন।
২১ নভেম্বর, ২০১৮
Congress
নিজস্ব সংবাদদাতা
রাজ্য ও জেলা নেতাদের প্রায় সকলেই যা বলেছিলেন, এ বার কংগ্রেস বিধায়কদের বৈঠকেও সেই সুর শোনা গেল। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা কোনও ভাবেই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট চান না বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সামনে জানিয়ে দিলেন দলীয় বিধায়কেরা। নিজেদের আসন জয়ের স্বার্থে কোনও কোনও দলীয় সাংসদ কেন ভিন্ সুরে কথা বলছেন, তা নিয়ে অভিযোগও শোনা গেল।
২১ নভেম্বর, ২০১৮
mamata
নিজস্ব সংবাদদাতা
পৌনে চার বছরে শিলিগুড়ি পুরসভার বকেয়া প্রায় ১৪০০ কোটি টাকা আদায়ের দাবি এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুললেন মেয়র অশোক ভট্টাচার্য। দু’জনের আলোচনায় এসেছিল শিলিগুড়ির বোর্ড ভাঙানোর ‘রাজনীতি’র কথাও।
২১ নভেম্বর, ২০১৮
BJP
নিজস্ব সংবাদদাতা:
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে চাঁদনি চক পর্যন্ত মিছিলে হাঁটেন। বিজেপির অন্য দুই বিধায়ক মনোজ টিগ্গা এবং স্বাধীন সরকার আগাগোড়া মিছিলে ছিলেন। লাঙল, টুপি, গামছা নিয়ে মিছিলে হাঁটেন কেউ কেউ।
২১ নভেম্বর, ২০১৮
sabar
সোমনাথ চক্রবর্তী 
ঝাড়গ্রামের পূর্ণাপাণি গ্রামে সাত শবরের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে জঙ্গলমহলের পাঁচ জেলার রেশন দোকানগুলির অবস্থা নিয়ে তদন্ত শুরু করছে খাদ্য দফতর। জঙ্গলমহলে যে পরিমাণ খাদ্য বিলি হচ্ছে, তা আদৌ উপভোক্তা পরিবারগুলির কাছে পৌঁছচ্ছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 
২১ নভেম্বর, ২০১৮
Kanyashree
নিজস্ব সংবাদদাতা
ভূ-ভারতের প্রশংসা কুড়িয়েছে কন্যাশ্রী প্রকল্প। পাঠ্যক্রমেও ঠাঁই হয়েছে তার। এ বার কি তার প্রচারে নামানো হচ্ছে খুদে পড়ুয়াদের? এই প্রশ্ন উঠছে শিক্ষা শিবিরে। শুরু হয়ে গিয়েছে জোরদার বিতর্কও।
২১ নভেম্বর, ২০১৮
Book
শমীক ঘোষ
কাজের বার্ষিক মূল্যায়নে ১০ নম্বরের মধ্যে বরাবর ছয় বা তার বেশি পেয়েছেন তিনি। টানা পাঁচ বছর এমন নম্বর পাওয়া সত্ত্বেও কানে কম শোনায় এক ব্যক্তিকে ‘অক্ষম’ বলে ঘোষণা করেছে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড। কেন্দ্রীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট) সোমবার বোর্ডের সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ জারি করে জানিয়েছে, ওই ব্যক্তিকে এখন কাজ থেকে সরানো যাবে না।
২১ নভেম্বর, ২০১৮
Netaji
নিজস্ব সংবাদদাতা
তিনি জীবিত না মৃত তা নিয়েই বিতর্ক চলছে সাত দশক ধরে। সেই সুভাষচন্দ্র বসুর ছবির নীচে মৃত্যুর তারিখ লিখে বিতর্কে জড়াল তৃণমূল পরিচালিত এগরা পুরসভা।  
২১ নভেম্বর, ২০১৮
Doctor
নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার এই ক্ষমা প্রার্থনার পরেও অবশ্য খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক অনিরুদ্ধ ঘোড়ই নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তাঁর বক্তব্য, “ক্ষমা তো মহানের ধর্ম। আমি মহান নই। আমার মানসিক অবস্থাও ঠিক নেই। পরে এ নিয়ে ভাবনাচিন্তা করব।’’
২১ নভেম্বর, ২০১৮
KMC
নিজস্ব সংবাদদাতা
পুরসভার বর্তমান আইনে বলা আছে কাউন্সিলর না হলে মেয়র পদে বসা যাবে না। কিন্তু মেয়র হিসেবে যাঁর কথা বিবেচনায় আসছে, তিনি কাউন্সিলর নন। নতুন সংশোধনীতে প্রস্তাব থাকবে, বাইরে থেকে যে কেউ মেয়র হতেই পারেন।
২১ নভেম্বর, ২০১৮
Mamata Banerjee
নিজস্ব সংবাদদাতা
লালগড়ের পূর্ণপানি এলাকার জঙ্গলখাস গ্রামে সাম্প্রতিক সময়ে সাত জন শবরের মৃত্যু হয়েছে। এ খবর প্রকাশ্যে আসতে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য। বিরোধীদের অভিযোগ ছিল, অনাহার এবং অপুষ্টিজনিত কারণে অসুস্থ হয়েই মারা গিয়েছেন তাঁরা।
২০ নভেম্বর, ২০১৮
cmda
প্রদীপ্তকান্তি ঘোষ 
রানার বক্তব্য, ‘‘আমি আগেও উপসচিব ছিলাম। এখনও তা-ই।’’ তাঁর কথায়, ‘‘উপসচিব এখানে যুগ্মসচিব হিসেবে কাজ করতে পারেন। আবার উপসচিব হিসেবেও কাজ করতে পারেন। যুগ্মসচিব হিসেবে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই হিসেবে কাজ করেছি।’’ 
২১ নভেম্বর, ২০১৮
Mosquito
নিজস্ব প্রতিবেদন
অমরের বড় ছেলে রাজুর দাবি, ‘‘বাবার উচ্চ রক্তচাপ ছিল। তা ছাড়া অন্য কোনও সমস্যা ছিল না। ডেঙ্গি আক্রান্ত হয়েই মৃত্যু হল তাঁর।’’ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী  বলেন, ‘‘ডায়াবেটিস এবং চেস্ট ইনফেকশন থাকলে ‘সেপটিক শক’ হয়। ওঁর ক্ষেত্রেও সেটা হয়ে  থাকতে পারে।’’
২১ নভেম্বর, ২০১৮
Mamata Banerjee
দেবাশিস ভট্টাচার্য
বৈশাখী-নির্ভরতা বাড়ার পাশাপাশি নিজেকে দিন-দিন গুটিয়ে নেওয়া, কাজ-পালানো মানসিকতা, সব কিছু মিলিয়ে শোভন এমন এক অবস্থান নিয়ে ফেলেছিলেন, যেখানে তিনি কেন আছেন, সেই প্রশ্ন উঠছিল বারবার। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায় শোভনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করছেন কেন, গুঞ্জন ছিল তা নিয়েও। 
২১ নভেম্বর, ২০১৮
Extortion
নীলোৎপল বিশ্বাস
শহরের কলেজে ফের জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠল। এ বার অভিযোগের কেন্দ্রে মধ্য কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ। কলেজ ‘ফেস্ট’-এর জন্য পড়ুয়াদের থেকে প্রকাশ্যে রসিদ কেটে তিনশো টাকা করে তোলার দৃশ্য দেখা গেল কলেজ চত্বরেই।
২১ নভেম্বর, ২০১৮
inside
নিজস্ব সংবাদদাতা
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা খবর পান, বাংলাদেশ সীমান্ত দিয়ে সাপের বিষ পাচার হয়ে ভারতে ঢুকেছে।
২০ নভেম্বর, ২০১৮
Mamata and Naidu
নিজস্ব সংবাদদাতা
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধী জোটের নেতা কে হবেন, সেই প্রশ্নে চন্দ্রবাবুকে পাশে রেখেই মমতা জানিয়ে দেন, জোটের প্রত্যেক নেতারই সেই ‘মুখ’ হওয়ার যোগ্যতা রয়েছে।
২০ নভেম্বর, ২০১৮
Assembly
নিজস্ব সংবাদদাতা
২০১৫ সালে ছিটমহল চুক্তির পরে বাংলাদেশকে ১৭ হাজার একরের কিছু বেশি জমি দেওয়া হয়। বাংলাদেশের থেকে ভারত পায় ৭১০০ একরের কিছু বেশি জমি। ছিটমহলে বসবাসকারী প্রতিটি পরিবারকে সেই জমির মালিকানা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় তার পর থেকেই।
২০ নভেম্বর, ২০১৮
Singur
নিজস্ব সংবাদদাতা
সিঙ্গুরের অধিগৃহীত জমি মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে তার পুরোটাতেই এখন চাষ হচ্ছে বলে দাবি করল রাজ্য সরকার। সেই দাবি উড়িয়ে বিরোধীদের আবার পাল্টা চ্যালেঞ্জ, যে কেউ গিয়ে দেখে আসতে পারেন সিঙ্গুরের ওই জমিতে ঠিক কেমন চাষ হচ্ছে!
২০ নভেম্বর, ২০১৮
sabar
নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রামে শবরদের ‘গণমৃত্যু’র ঘটনায় সরকারের ব্যর্থতার বিরুদ্ধেই সরব হল বিরোধীরা।
২০ নভেম্বর, ২০১৮
Kabir
দীক্ষা ভুঁইয়া ও শিবাজী দে সরকার
উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা কবীর হোসেন মণ্ডলের বিরুদ্ধে একের পর এক যুবককে কাজ দেওয়ার নাম করে বিদেশে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সেই অভিযুক্তকে গ্রেফতারও করে গোপালনগর থানা। আদালতের নির্দেশে‌ চার দিনের পুলিশি হাজতে রয়েছে অভিযুক্ত। 
২০ নভেম্বর, ২০১৮
Dilip Ghosh
নিজস্ব সংবাদদাতা
দলে অন্তর্ঘাত হচ্ছে। রথযাত্রাতেও অন্তর্ঘাত হতে পারে। সোমবার দলীয় বৈঠকে এমন আশঙ্কা প্রকাশ করলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রথযাত্রার প্রস্তুতিতে এ দিন মাহেশ্বরী ভবনে দলের জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক এবং যাত্রার দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে বৈঠক করেন দিলীপবাবু।
২০ নভেম্বর, ২০১৮
Hindu Hostel
নিজস্ব সংবাদদাতা
২০১৫-র জুলাইয়ে সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয় হস্টেল। তার ১১ মাসের মধ্যে হস্টেল ফের চালু করার কথা থাকলেও তা হয়নি। বারবার কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভেঙেছেন বলে দাবি ছাত্রদের। ঘেরাও, অবস্থান ও অনশন আন্দোলন থেকে শুরু করে হস্টেল-বিতর্কের জল বহু দূর গড়িয়েছে।
২০ নভেম্বর, ২০১৮
Para
নিজস্ব সংবাদদাতা
সোমবার পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের নামে বিভিন্ন বিরোধী পার্শ্বশিক্ষকদের সংগঠন রাস্তায় নামল। আন্দোলনকারীদের দাবি, শাসক দলের সমর্থক পার্শ্বশিক্ষকেরাও তাঁদের সঙ্গে ছিলেন। ধর্মতলায় সমাবেশ চলার সময়েই পুলিশ তাঁদের মারধর করে বলে অভিযোগ। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
২০ নভেম্বর, ২০১৮
University of calcutta
নিজস্ব সংবাদদাতা
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কয়েক মাস ধরেই বিভিন্ন প্রসঙ্গকে কেন্দ্র করে উপাচার্যের দফতরের সঙ্গে অডিট ও অ্যাকাউন্টস বিভাগের মতবিরোধ চলছে। সম্প্রতি একটি ছাপাখানার প্রাপ্য এক কোটি ৭৬ লক্ষ টাকা মেটানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে বলে কর্মী মহলের খবর।
২০ নভেম্বর, ২০১৮
jadavpur university
নিজস্ব সংবাদদাতা
উৎকর্ষের বিচারে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়কে রুসার অঙ্গ হিসেবে ১০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় এ রাজ্য থেকে আছে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়।
২০ নভেম্বর, ২০১৮
Jisan
নিজস্ব সংবাদদাতা
ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোয় ফের আহত হলেন এক মোটরবাইক চালক। ছিটকে পড়ে মাথা ফেটে যাওয়ায় মৃত্যু হল তাঁর সঙ্গী যুবকের।
২০ নভেম্বর, ২০১৮
WBCHSE
নিজস্ব সংবাদদাতা
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে-সব শিক্ষক সহযোগিতা করেননি অর্থাৎ খাতা দেখা বা পরীক্ষকের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন, তাঁদের শাস্তির সুপারিশ করে এ মাসেই বিভিন্ন স্কুল-কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন সংসদের উত্তরবঙ্গের অফিসের সহ-সচিব।
২০ নভেম্বর, ২০১৮
Weather
নিজস্ব সংবাদদাতা
কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, নভেম্বরে এমন শুকনো আবহাওয়া বিশেষ দেখা যায়নি। বরং নভেম্বরেও আর্দ্রতার পাশাপাশি বৃষ্টি হয়েছে। কখনও কখনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপের দাপটও দেখা গিয়েছে। তা হলে এ বছর এমন পরিস্থিতি কেন? এ বার আর্দ্রতা এখনই কেন এমন নিম্নমুখী? 
২০ নভেম্বর, ২০১৮
Partha
নিজস্ব সংবাদদাতা
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়া এবং শিক্ষকের অনুপাত কত, তা এখনও সরকারের জানা নেই বলে কার্যত স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
২০ নভেম্বর, ২০১৮
Surjya Kanta Mishra
নিজস্ব সংবাদদাতা
বিজেপির রথযাত্রা আসলে ‘ভোটযাত্রা’ বলে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
২০ নভেম্বর, ২০১৮
Amit Chakraborty
দয়াল সেনগুপ্ত
পুলিশ খুনের মামলা। অথচ পুলিশই তদন্ত করে ঠিকঠাক তথ্য-প্রমাণ জোগাড় করতে না-পারায় দুবরাজপুর থানার সাব ইনস্পেক্টর অমিত চক্রবর্তীর খুনের ঘটনায় সোমবার বেকসুর খালাস পেয়ে গেলেন ১৮ জন অভিযুক্ত। 
২০ নভেম্বর, ২০১৮
Partha Chatterjee
নিজস্ব সংবাদদাতা
অন্য বোর্ড অনুমোদিত স্কুল পরিচালনায় ‘নজর’ রাখতে চাইছে রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভায় এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
২০ নভেম্বর, ২০১৮
Doctor
নিজস্ব সংবাদদাতা
ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ সরকারি হাসপাতালে। ঘটনায় নাম জড়িয়েছে মহিলা তৃণমূল কর্মীর। ইস্তফাও দিয়েছেন অপমানিত চিকিৎসক। 
২০ নভেম্বর, ২০১৮
Girl
নিজস্ব সংবাদদাতা
স্থানীয় বাসিন্দা, সপ্তম শ্রেণির ছাত্র পাপন অধিকারী তখন অন্দরানফুলবাড়ি দত্তপাড়া মাধ্যমিক স্কুলের মাঠে খেলতে এসেছিল। পরে পাপন বলে, ‘‘আমি প্রথমে ক্লাসঘরের সামনে একটি ব্যাগ আর জুতো দেখতে পাই।
২০ নভেম্বর, ২০১৮
bibhas chakraborty
নিজস্ব সংবাদদাতা
এই ইস্তফা ঘিরে রাজ্যের রাজনৈতিক শিবিরে নানা জল্পনা তৈরি হয়েছে। শাসক শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ার কারণেই কি সরে দাঁড়ালেন বিভাস?
১৯ নভেম্বর, ২০১৮
Amit Chakrabarty
নিজস্ব সংবাদদাতা
ঘটনার ৮৯ দিনের মাথায় পুলিশ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। গ্রেফতার করা হয় ২১ জনকে, কিন্তু ফেরার থাকেন মূল অভিযুক্ত আলিম।
১৯ নভেম্বর, ২০১৮
আরও খবর