নিজস্ব সংবাদদাতা
নাগরিক বিল নিয়ে চরম অশান্তি চলছে অরুণাচলপ্রদেশে। ব্যাপক ভাঙচুরও হয়েছে গত ৪৮ ঘণ্টায়।
নিজস্ব সংবাদদাতা
মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ ওঠে।
বরুণ দে
আয়ুষ্মানের পাল্টা স্বাস্থ্যসাথী। চিঠির পাল্টা চিঠিই।
শুভাশিস ঘটক
বয়ান দিয়েছেন অন্তত ৫০ জন সাক্ষী। বর্তমান ও প্রাক্তন মিলিয়ে রাজ্যের বেশ কয়েক জন মন্ত্রীর নাম থাকছে অভিযুক্তের তালিকায়।
নিজস্ব সংবাদদাতা
আইন মেনে হিসেব-বহির্ভূত আয় ঘোষণা করার প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সেই প্রকল্পেই ব্যাঙ্কের মাধ্যমে ৩৪৫ কোটি টাকার হিসেব আয়কর দফতরে জমা দিয়েছিলেন কলকাতার এক প্রভাবশালী ব্যক্তি
নিজস্ব সংবাদদাতা
গণতন্ত্রের বৃহত্তম কর্মকাণ্ড নির্বাচনে কেউ যেন বাদ না-পড়েন। নির্বাচন কমিশনের লক্ষ্য এটাই। সেই জন্য প্রতিবন্ধী ভোটারদের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে তারা।
জগন্নাথ চট্টোপাধ্যায়
সারদা অর্থ লগ্নি সংস্থার মালিক সুদীপ্ত সেন কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার হয়েছিলেন ২০১৩ সালের এপ্রিল মাসে। সে বছর স্বল্প সঞ্চয় প্রকল্পে রাজ্যের ভাঁড়ারে পড়ে ছিল মাত্র ১২৫ কোটি টাকা
নিজস্ব সংবাদদাতা
উৎসবের মরসুমে ফি-বছর এক দফা রাস্তা সারানোর, অন্তত জোড়াতাপ্পি দেওয়ার তোড়জোড় দেখা যায়। গণতন্ত্রের সব চেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচনের মুখেও রাস্তা নিয়ে বিশেষ ভাবে তৎপর হয়েছে পূর্ত দফতর। তাদের রাস্তায় গর্ত অথবা খানাখন্দ থাকলে ইঞ্জিনিয়ারদের রেহাই নেই।
নিজস্ব সংবাদদাতা
মাঝেরহাটে সেতু ভেঙে পড়ার পরেই সারা রাজ্যের যাবতীয় সেতু পরীক্ষার উদ্যোগ শুরু হয়েছিল। এ বার পূর্ত দফতর নির্দেশ দিল,
নিজস্ব সংবাদদাতা
গৌরববাবু চিঠিতে মুখ্যমন্ত্রীর নাম করে গিয়েছেন। ফলে এ বিষয়ে আমরা সিবিআই তদন্ত দাবি করছি।
নিজস্ব সংবাদদাতা
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিকে অতিথি শিক্ষকদের বিষয়ে জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর।
নিজস্ব সংবাদদাতা
মানুষ খুন হলে খুনির মাফ নেই। কিন্তু নিহত গোলাপ কেন বিচার পায় না, সেই প্রশ্ন তুলেছিলেন গীতিকার। একই ভাবে প্রশ্ন জোরদার হচ্ছে, বাঘ মারলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। কিন্তু বাঘরোল মারলে?
তানিয়া বন্দ্যোপাধ্যায়
হাতে ওষুধ গুঁজে দিলেও ওঁদের কেউ কেউ তা জানলা দিয়ে ফেলে দেন। বারবার বললেও বিছানায় বসে মুঠো খুলে ওষুধ মুখে ঢোকান না অনেকে।
নিজস্ব সংবাদদাতা
বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বন্ধ করে সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্ট-সহ ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে জড়িতদের দ্রুত গ্রেফতার, বিচার এবং প্রতারিতদের টাকা ফেরতের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
শুভদীপ চক্রবর্তী, চক্ষু বিশেষজ্ঞ
বিমানবন্দর পুরো বরফে ঢাকা। নেমে ঠান্ডায় থরথরিয়ে কাঁপছি। বাইরে এসে দেখি এক অসাধারণ সুপুরুষ আমার নাম লেখা কাগজ ধরে দাঁড়িয়ে আছেন। পরিচয় হতে জানলাম, উনি সেলিম ভাই। আগামী ছ’দিন ওঁর গাড়িতেই ঘুরব কাশ্মীর।
নিজস্ব সংবাদদাতা
হাজারো হুঁশিয়ারি, প্রচার সত্ত্বেও গুজব-দস্যুকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
নিজস্ব সংবাদদাতা
সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জেরে ফের নিগ্রহের ঘটনা ঘটল মেদিনীপুরে। ইঞ্জিনিয়ারের পরে ‘দ্বেষপ্রেমীদের’ নিশানায় কিশোর।
নিজস্ব সংবাদদাতা
কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রদর্শন বন্ধ হলেও সর্বত্র হয়নি। পরিচালক অনীক দত্ত নিজেই তা স্বীকার করে নিলেন। কিন্তু একই সঙ্গে তাঁর বক্তব্য, লিখিত নির্দেশ না থাকা সত্ত্বেও কেন অধিকাংশ সিনেমা হল থেকে ছবিটি সরিয়ে নেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রহস্যের জট পরিষ্কার করুন।
নিজস্ব সংবাদদাতা
ভোটের আগে ‘গুজবের রাজনীতি’ চলছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব গুজব, গোলমালের নেপথ্যে বিজেপি রয়েছে বলে শুক্রবার সরাসরি আক্রমণ করলেন মমতা।
শুভ্রপ্রকাশ মণ্ডল
তিন শিশুকে নিয়ে খেজুর ও তালপাতায় ঘেরা ছোট ঝুপড়িতে শুতে গিয়েছিলেন তিন বোন। গভীর রাতে আচমকা আগুনে সেই ঝুপড়ি পুড়ে যাওয়ায় মারা গেলেন ছ’জন। বোন এবং ভাগ্নে-ভাগ্নিদের উদ্ধার করতে জ্বলন্ত ঝুপড়িতে ঢুকে আটকে পড়ে মারা গেলেন এক যুবকও।
নিজস্ব সংবাদদাতা
পুলওয়ামায় গত ১৪ তারিখের জঙ্গি হামলা হওয়ার পর থেকে এই ক’দিনে দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরিদের উপরে চড়াও হওয়া, হুমকি দেওয়া, এমনকি মারধর করার মতো ঘটনাও ঘটছে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও।
গৌতম বন্দ্যোপাধ্যায় ও প্রকাশ পাল
রাজ্যের অন্যতম আলু উৎপাদক এলাকা তারকেশ্বর। এখানকার বালিগোড়িতে শুক্রবার পরিষেবা প্রদান সভা থেকে ওই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আপনারা বেশি করে আলু খান। এ বার রাজ্যে আলু বেশি উৎপাদন হবে।
নিজস্ব সংবাদদাতা
শুক্রবার নবান্নে রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) সিদ্ধনাথ গুপ্তসাংবাদিকদের বলেন, “গুজব-কাণ্ডে এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।”
নিজস্ব সংবাদদাতা
পুলওয়ামা-কাণ্ডের পরে এ রাজ্য-সহ দেশের নানা প্রান্তে যে ভাবে ‘দেশপ্রেমের নামে’ মানুষকে হুমকি দেওয়া, মারধর ও গোলমালের ঘটনা ঘটছে, তা কড়া হাতে মোকাবিলায় প্রশাসনকে আগেই নির্দেশ দিয়েছেন মমতা।
সুনন্দ ঘোষ
হলফনামার ২৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সারা ভারত তৃণমূল কংগ্রেসের মুখপত্র মুখ্যমন্ত্রীর আঁকা বেশ কিছু ছবি প্রায় ৬.৫ কোটি টাকায় বিক্রি করেছে।
প্রদীপ্তকান্তি ঘোষ
জয়পুরে বুধবার পাক পঞ্জাবের সিয়ালকোটের বাসিন্দা শাকরুল্লাকে বেধড়ক মারধর করে অন্য বন্দিরা। ওই পাক বন্দিকে বড় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল।
নিজস্ব সংবাদদাতা
আলিমুদ্দিনে বৃহস্পতিবার চার বাম দলের বৈঠকে সমঝোতার প্রশ্নে দীর্ঘ বাক্-বিতণ্ডা হয়েছে।
নির্মল বসু
সংসারে নিত্যদিনের খরচ রয়েছে। অসুস্থ স্ত্রী এবং প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা-খরচও অনেক। দু’বছর আগে তবু ছেলে ছিল। কিন্তু জঙ্গিদের গুলি তাঁকে বাঁচতে দেয়নি।
নিজস্ব সংবাদদাতা
নিরীহ কাশ্মীরি শালওয়ালা বা ছাত্রদের উপরে আক্রমণ কোনও ভাবেই জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ হতে পারে না বলে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন।
নিজস্ব সংবাদদাতা
সমরেশই বলল— ‘অশ্রুদা কলকাতায় আসছেন, ওঁর বড় মেয়ের কাছে। বললেন, তোমার ওখানে একদিন খাব। দেবেশের সঙ্গে দেখা হবে।’
সম্রাট চন্দ ও সৌমিত্র সিকদার
ধৃতদের পরিচয়ে স্থানীয় মানুষ বিস্মিত, কারণ প্রত্যেকেই এলাকার বাসিন্দা। তাঁদের বাড়ি তাহেরপুরের নোটিফায়েড বি এবং সি ব্লকে।
নিজস্ব সংবাদদাতা
মৃত্যুর পরেই গৌরবের লেখা পুরনো একটি অভিযোগপত্র ঘুরছে বিভিন্ন মহলে।
দেবস্মিতা চট্টোপাধ্যায়
দোষী সাব্যস্ত হয়েছিলেন বুধবারই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বোলপুর আদালতের এসিজেএম অরবিন্দ মিশ্রের এজলাসে রায় ঘোষণার কথাও জানতেন অনেকে।
নিজস্ব সংবাদদাতা
সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে জানানোর পরই এই মারধর-হেনস্থা বলে দাবি দীপায়ন ধর নামে ওই সিভিল ইঞ্জিনিয়ারের।
চন্দ্রপ্রভ ভট্টাচার্য
সত্তরের দশকে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছিল, সব ধরনের সরকারি ফর্ম ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাতেও ছাপাতে হবে।
নিজস্ব সংবাদদাতা
জাল নথি দিয়ে বিশ্বভারতীতে লেকচারার পদে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে মুক্তি দেবের বিরুদ্ধে।
জগন্নাথ চট্টোপাধ্যায়
আর্থিক বছরের শেষ তিন মাস খাজনা আদায়ে জোর দিতে ব্লক ভূমিরাজস্ব আধিকারিকদের গাড়ি দেয় সরকার।
নিজস্ব সংবাদদাতা
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহে ওই দফতরের অধীনে থাকা ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বইটি প্রকাশ করেছে।
নিজস্ব সংবাদদাতা
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি শরিকদের মধ্যে ভাগাভাগি হয়। তার রেকর্ডও করাতে হয় পরের প্রজন্মের নামে।
নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার রাজ্য বিজেপির যুব মোর্চার কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠল বিভিন্ন মহলে।