Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কটকটি ঘোষ

সিরিয়ালের বরাবরের জনপ্রিয় স্টার। আজ তো মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় তাঁর নাম করে। অথচ নিউ এজ বাংলা ছবির ইন বক্সে কখনও নেই। যেন স্প্যাম। ছোট চোখ। বোঁচা নাক। না কি অন্য রহস্য? চান্দ্রেয়ী ঘোষ মন উজাড় করে দিলেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের কাছেসিরিয়ালের বরাবরের জনপ্রিয় স্টার। আজ তো মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় তাঁর নাম করে। অথচ নিউ এজ বাংলা ছবির ইন বক্সে কখনও নেই। যেন স্প্যাম। ছোট চোখ। বোঁচা নাক। না কি অন্য রহস্য? চান্দ্রেয়ী ঘোষ মন উজাড় করে দিলেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে

ছবি: সুব্রত কুমার মণ্ডল

ছবি: সুব্রত কুমার মণ্ডল

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০০:০৩
Share: Save:

খাওয়া ছাড়া আড্ডা মারতে পারেন না। দু’-তিন রকমের পাফ, মাফিন অর্ডার করলেন। দিনে ছ’বার ভরপেট খেয়ে নিজেকে মেনটেন করেন। বললেন— “কোনও দিন জল ভরা চোখে শশা, টমেটো খেয়ে থাকতে হয়নি। আমি মোটা, কিন্তু এমন পোশাক পরি আঠারো বছর ধরে কেউ আমাকে ধরতে পারেননি।”

• আঠারো বছর ধরে ইন্ডাস্ট্রিতে। অথচ ‘দোসর’-এর পরে আর কোনও বাংলা ছবি মনে পড়ছে না…

কেন আমি তো সকলের ‘কটকটি’। সেটা কি ভুলে যাচ্ছেন?

• একটা কথা বলুন তো ‘দোসর’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করলেন। শেষ কবে প্রসেনজিৎকে ফোন করেছিলেন?

(মাথা নিচু করে) না, ফোন করা হয়নি। আসলে এগুলো পারি না।

• আপনি নাকি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চান। অথচ প্রসেনজিৎকে একটা ফোন করতে পারেন না…

দেখুন, আমার চাওয়া-পাওয়াগুলো খুব পরিষ্কার। আমি পিআর করতে পারি না। পার্টি যেতে চাই না। প্রোডিউসারদের ফোন করতে চাই না।

• দিনের অর্ধেক সময় আপনার ফোন বন্ধ থাকে! আপনি প্রফেশনাল বলে মনে করেন নিজেকে?

হ্যাঁ করি। আমি যখন কাজ করি তখন সেটার মধ্যে ডুবে যাই। আমার কাছের মানুষরা জানেন আমি তখন ফোন বা এসএমএস করি না। আসলে আমি খুব মুডি। (খুব হেেস) তার-কাটাও। আপনি হয়তো ঠিকই বলেছেন ফোন না ধরা, পিআর না করা, এগুলোই চান্দ্রেয়ীর সম্পর্কে ইন্ডাস্ট্রি বলে। কিন্তু তার সঙ্গে এটাও বলে যে, আমি যে কাজটা করি সেখানে হান্ড্রেড পার্সেন্টের চেয়েও বেশি দিতে চেষ্টা করি। কাজের বাইরে অনেক কিছু করলে আমি ভাল থাকি। বুটিক করছি, সেখানে ক্রিয়েট করছি।

• হঠাৎ ডকুমেন্টারি করলেন?

আমি ভীষণ বেণুদির ভক্ত। ওই রকম গ্ল্যামারাস একজন মহিলা অথচ কী অহঙ্কারহীন। ওঁকে নিয়ে তথ্যচিত্র করেছি। এর বেশি কিছু বলছি না।

• তা হলে পরিচালনা নিয়ে ভাবছেন?

দেখি, আপাতত এতেই বেশ আছি। এই তো ফুকেত যাব। অনেক অনেক খাব, ঘুরব।

• সন্তুষ্ট থাকবেন, তবু মানবেন না যে আপনার যা পাওয়া উচিত ছিল খামখেয়ালের জন্য আপনি তা পাননি..

শুনুন, ক্লাস নাইনে যখন পড়ি তখন ‘সানন্দা’য় প্রথম মডেলিং করি। তার পর ‘সানন্দা’-র তিলোত্তমা ফোর্থ হই। শখে অভিনয় করতে আসিনি। অভিনয় আমার রুটি-রুজি ছিল। সেখানে বছরে জাস্ট একটা ভাল ছবি করে, পরের বছর আবার কবে ভাল চরিত্রটা পাব সেই অপেক্ষাটা আমি অ্যাফোর্ড করতে পারিনি। সিরিয়ালে ডাক পেয়েছি, কাজ করেছি।

• আপনি তো অনেক কমার্শিয়াল ছবিতে কাজের অফার পেয়েও করেননি...

হ্যাঁ, করিনি। এবং পরে সেই ছবিগুলো সুপারহিটও হয়েছে দেখেছি। তখন লোকে বলেছিল মডেলিং করে। অভিনয় পারবে না। বেশির ভাগই ভাবত আমায় জামাকাপড় পরিয়ে দিয়ে কোথাও একটা প্রজেক্ট করলেই হবে। কিন্তু সেই চরিত্রগুলো আমি করতে চাইনি। এও শুনেছি আমার বোঁচা নাক, ছোট চোখ। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আমার কোনও জায়গা কোনও দিন হবে না। আজ পর্যন্ত আমাকে বাধ্য হয়ে কোনও বোকা বোকা চরিত্রে অভিনয় করতে হয়নি। আমি খুব লাকি। ছবি না করে গিটার শিখেছি।

• গিটার শিখেছেন, গানের গলা এত ভাল, অথচ গান গাইলেন না।

ঋতুদা খুব পছন্দ করত আমার গান। ইচ্ছে করেনি গাইতে। সবাইকে সব করতে হবে? আর ‘কটকটি’ করে যে সম্মান, ভালবাসা পেয়েছি তা জাস্ট কয়েকটা ছবি করে কখনও পেতাম না। কলকাতা, কলকাতার প্রত্যন্ত অঞ্চলে চল্লিশ হাজার লোক সার দিয়ে দাঁড়িয়ে থাকে কটকটিকে দেখবে বলে। মায়েরা কটকটি আসছে বলে ঘরে ঘরে বাচ্চাদের ঘুম পাড়ায়। আর কী চাই? আর ছবির ডাক পেলে ছবি করি তো। এই তো ‘কুহেলি’ করলাম।

• ‘কুহেলি’তে চরিত্রটা কী?

খুব ইন্টারেস্টিং। ট্যারো কার্ড রিডার-এর চরিত্র। তাকে ঘিরেই সব রহস্য।

• আপনার মধ্যে একটা রহস্য আছে। শুনেছি, আপনি উইচক্র্যাফ্টিং করেন!

উইচক্র্যাফ্ট কথাটা ভুল। কথাটা ‘উইকা’। এই পথে চলে জীবনের মানে খুঁজে পেয়েছি। ‘উইকা’ বলতে অধিকাংশ লোক ব্ল্যাক ম্যাজিক বোঝে। হোয়াইট ম্যাজিক বলে যে কিছু এক্সিস্ট করে সেটা জানে না। এই হোয়াইট ম্যাজিক দিয়েই ভাল কাজ করা যায়। ভাল থাকা যায়। হিল করা যায়। আমি ভীষণ ডেস্টিনিতে বিশ্বাস করি কিন্তু। দেখুন, আমার হাতেও পাথর আছে।

• এই পাথর, ভাগ্য, উইকা…আপনি কি আসল জীবনেও কটকটি?

(উত্তেজিত) দেখুন, আমি রক্ত দেখলে আজও ভিরমি খাই। তাই কটকটির মতো হিংস্র নই। কিন্তু কটকটি কাজের ক্ষেত্রে খুব ফোকাসড। আমিও তাই। কটকটি যদি রেগে যায় তা হলে খুব সাংঘাতিক, আমিও তাই। (খুব হেসে) তবে কটকটি অনেক ক্ষতি করে, আমি সেটা করিনি কোনও দিন।

• প্রেমের ক্ষেত্রে কতখানি ফোকাসড?

এখন প্রেমটা ফোকাসে নেই। তবে কথা দিচ্ছি আমার জীবনে আবার প্রেম আসবেই। এ রকমই হয়। এক সময় কোনও প্রেম নেই। আরেক সময় চারদিক থেকে প্রেম আসছে।

• এত প্রেম সামলান কী করে?

আমার মধ্যে যে ফিলিংসটা হয় সেটা আমি মুখের ওপর বলে দিই। প্রায়োরিটি অনুযায়ী প্রেম ঠিক করি।

• আচ্ছা বলুন তো আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা কী?

কেন! আমি সিঙ্গল।

• আপনার নাকি বিয়ে হয়েছিল, পরে ডিভোর্স হয়ে যায়?

এটা রটেছিল। মাকে এসে অনেকেই বলেছে চান্দ্রেয়ী নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এটা মিথ্যে। আশা করি এ বার লোকের আমাকে নিয়ে কনফিউশন দূর হবে। তবে আজ একটা কথা বলে দিই। বলব?

• বলুন না...

চিরকাল লোকে আমার পিছনে ছুরি মেরে গেছে। পিঠটা দাগে দাগে ভর্তি।

• কেন এত ছুরি মেরেছে?

আমি প্রত্যেক বার মানুষকে বিশ্বাস করেছি আর ঠকেছি। কিন্তু আজও বিশ্বাস করব, ভুল করব। দেখি না, চিরকাল তো এক রকম হবে না। একদিন না একদিন আসবে, কেউ ছুরি না মেরে এক গ্লাস জল মুখের সামনে ধরবে। (রহস্যের হাসি)

• পেলেন কি জল খাওয়ানোর লোক?

ড্রপারে কয়েক জন খাইয়েছিল। গ্লাস এখনও পাইনি। (প্রচণ্ড হাসি)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chandrayee Ghosh Interview Ananda Plus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE