Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আমিরের সহ-প্রযোজনায়

মিস্টার পারফেকশনিস্ট প্রথমেই চান, চিত্রনাট্য যতটা লেখা হয়েছে, সেটা বেশ খানিকটা বদলে ফেলতে

আমির খান।

আমির খান।

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ০০:৫৮
Share: Save:

গুলশনকুমারের বায়োপিক ‘মোগুল’-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে এখন। শোনা যাচ্ছে, ছবির প্রযোজনার কাজে গুলশনের ছেলে ভূষণকুমারের সঙ্গে যোগ দেবেন আমির খানও। তবে মিস্টার পারফেকশনিস্ট প্রথমেই চান, চিত্রনাট্য যতটা লেখা হয়েছে, সেটা বেশ খানিকটা বদলে ফেলতে।

চিত্রনাট্যকার সুভাষ কপূরকে তিনি নির্দেশ দিয়েছেন, গুলশনকুমারের সঙ্গে অপরাধ জগতের যোগাযোগের কথা সম্পূর্ণ বাদ দিতে। আমিরের মতে, গুলশনের সাফল্যের দিকে মনোযোগ দিলেই বরং বায়োপিকটি সফল হওয়ার সম্ভাবনা থাকবে।

প্রথম জীবনে গুলশন ফলের রস বিক্রেতা ছিলেন। সেই জায়গা থেকে ক্রমশ তাঁর উত্থান এবং বৃহত্তম মিউজিক কোম্পানির মালিক হয়ে ওঠার গল্পটাই দর্শকের কাছে অনুপ্রেরণা খুঁজে পাওয়ার কারণ হবে বলে মনে করেন আমির। সেখানে অপরাধ জগতের দিকটা যত পারা যায় কম রাখতে হবে, এমনই শর্ত তাঁর। ভূষণও মেনে নিয়েছেন আমিরের মতামত। হাজার হোক, মিস্টার পারফেকশনিস্ট বক্স অফিসের কথা খেয়াল রেখেই যে সিদ্ধান্তে পৌঁছন, সে কথা তো তিনিও জানেন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aamir khan Gulshan Kumar আমির খান
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE