• Aamir khan
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

আমিরের সহ-প্রযোজনায়

Aamir khan
আমির খান।
  • Aamir khan

গুলশনকুমারের বায়োপিক ‘মোগুল’-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে এখন। শোনা যাচ্ছে, ছবির প্রযোজনার কাজে গুলশনের ছেলে ভূষণকুমারের সঙ্গে যোগ দেবেন আমির খানও। তবে মিস্টার পারফেকশনিস্ট প্রথমেই চান, চিত্রনাট্য যতটা লেখা হয়েছে, সেটা বেশ খানিকটা বদলে ফেলতে।

চিত্রনাট্যকার সুভাষ কপূরকে তিনি নির্দেশ দিয়েছেন, গুলশনকুমারের সঙ্গে অপরাধ জগতের যোগাযোগের কথা সম্পূর্ণ বাদ দিতে। আমিরের মতে, গুলশনের সাফল্যের দিকে মনোযোগ দিলেই বরং বায়োপিকটি সফল হওয়ার সম্ভাবনা থাকবে।

প্রথম জীবনে গুলশন ফলের রস বিক্রেতা ছিলেন। সেই জায়গা থেকে ক্রমশ তাঁর উত্থান এবং বৃহত্তম মিউজিক কোম্পানির মালিক হয়ে ওঠার গল্পটাই দর্শকের কাছে অনুপ্রেরণা খুঁজে পাওয়ার কারণ হবে বলে মনে করেন আমির। সেখানে অপরাধ জগতের দিকটা যত পারা যায় কম রাখতে হবে, এমনই শর্ত তাঁর। ভূষণও মেনে নিয়েছেন আমিরের মতামত। হাজার হোক, মিস্টার পারফেকশনিস্ট বক্স অফিসের কথা খেয়াল রেখেই যে সিদ্ধান্তে পৌঁছন, সে কথা তো তিনিও জানেন!

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন