Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ব্যোমকেশের শ্যুটিং ফ্লোরে আনন্দ প্লাস

শুরু হয়ে গিয়েছে অঞ্জন দত্তর নতুন ব্যোমকেশ বক্সীর শ্যুটিং। দেশপ্রিয় পার্কের ‘তালগুড়’ বা়ড়িতে ছবির লোকেশন। অঞ্জন এবার গোটা কলকাতা জুড়ে শ্যুট করবেন। তাঁর আগের ছবিগুলোর চেয়ে ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’-এর ক্যানভাস অনেক বড়।

যিশু, সুমন্ত্র, দেবদূত ও স্বস্তিকা

যিশু, সুমন্ত্র, দেবদূত ও স্বস্তিকা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০০:৩৭
Share: Save:

শুরু হয়ে গিয়েছে অঞ্জন দত্তর নতুন ব্যোমকেশ বক্সীর শ্যুটিং। দেশপ্রিয় পার্কের ‘তালগুড়’ বা়ড়িতে ছবির লোকেশন। অঞ্জন এবার গোটা কলকাতা জুড়ে শ্যুট করবেন। তাঁর আগের ছবিগুলোর চেয়ে ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’-এর ক্যানভাস অনেক বড়।

শ্যুটিংয়ে যিশু সেনগুপ্ত ছিলেন। এটা তাঁর তৃতীয় ব্যোমকেশ। সত্যান্বেষীর ম্যানারিজমে তিনি আগের চেয়েও চোস্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘অগ্নিবাণ’ আর ‘উপসংহার’ নিয়ে ছবিটা করছেন অঞ্জন।

‘অগ্নিবাণ’ গল্পের দেবকুমারের চরিত্রটা করছেন সুমন্ত্র মুখোপাধ্যায়। তার স্ত্রী মালতীর চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়। ডাক্তার রুদ্রের চরিত্রটা করছেন দেবদূত ঘোষ। এঁরা সকলেই প্রথম দিনের শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন।

অঞ্জন ছবির জন্য পুরনো কলকাতাকে রিক্রিয়েট করবেন। টেরিটিবাজার, বেন্টিঙ্ক স্ট্রিট এলাকাকে পুনর্নির্মাণ করছেন। ষাট-সত্তরের দশকের কলকাতাকে পরদায় তুলে আনতে চান পরিচালক। ‘‘ছবির পরিধি অনেকটা বাড়িয়েছি। যে কারণে এপ্রিল তো বটেই, মে মাস পর্যন্ত আমার শ্যুটিং চলবে,’’ বললেন অঞ্জন দত্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE