Advertisement
২০ এপ্রিল ২০২৪

মুখোশের আড়ালে নতুন মুখ

ধারাবাহিক ‘মুখোশের আড়ালে’ থেকে বিদায় নিয়েছেন প্রধান চরিত্র ঝিনুক ওরফে শর্মিষ্ঠা আচার্য।

এমিলা-কৌশাম্বী

এমিলা-কৌশাম্বী

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

ধারাবাহিক ‘মুখোশের আড়ালে’ থেকে বিদায় নিয়েছেন প্রধান চরিত্র ঝিনুক ওরফে শর্মিষ্ঠা আচার্য। না, প্রযোজকের সঙ্গে কোনও বিবাদ নয়, ধারাবাহিকের গল্পের মোড় ঘুরে যাওয়াই এর কারণ। গল্প বলছে, ঝিনুক অনেক বাধা পেরিয়ে জায়গা করে নিয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। একটি অপারেশনে গিয়ে সে সাংঘাতিক ভাবে আহত হয়। গ্রামবাসীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাওনের চেষ্টায় ঝিনুক প্রাণে বেঁচে যায়। কিন্তু তার সব স্মৃতি হারিয়ে যায়। এমনকী সে ভুলে গিয়েছে নিজের নামটাও! শাওন তার নতুন নাম দেয় দিশানী। ঝিনুকের মুখে প্লাস্টিক সার্জারি হয়। তাতে তার চেহারা একেবারেই বদলে যায়। নতুন ঝিনুক ওরফে দিশানীর চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী চক্রবর্তী। তিনি এর আগে ‘দিরাগমন’ ও ‘রাধা’ ধারাবাহিকে অভিনয় করেছেন। শাওনের চরিত্রে দেখা যাবে এমিলা সাধুখাঁকে। এমিলা ‘রাধা’ সিরিয়ালে রাধার চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengali serial Mukhosher Arale
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE