Advertisement
১৬ এপ্রিল ২০২৪

স্টারস্ট্রাক হই না

বিয়ের আগে আনন্দ প্লাসের মুখোমুখি অভিনেতা সুমিত ব্যাসবিয়ের আগে আনন্দ প্লাসের মুখোমুখি অভিনেতা সুমিত ব্যাস।

মধুমন্তী পৈত চৌধুরী
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ০৭:১৬
Share: Save:

প্র: ‘বীরে দি ওয়েডিং’-এর পরে লাইমলাইট কেমন উপভোগ করছেন?

উ: খুব ভাল রেসপন্স। প্রত্যাশা ছাপিয়ে দর্শকের ভালবাসা পেয়েছি। ওই ছবির পরে অনেক স্ক্রিপ্টও পড়ছি। খুব শিগগিরি কয়েকটা ফাইনাল করব।

প্র: মনে হয়নি, ওই ছবিতে আপনাকে যথাযোগ্য ব্যবহার করা হয়নি?

উ: প্রথম থেকেই জানতাম, এটা একটা মহিলাকেন্দ্রিক ছবি। স্ক্রিনস্পেস সম্পর্কেও আমার স্পষ্ট ধারণা ছিল। এডিটিংয়ের পরে আমার কোনও দৃশ্য বাদ দেওয়া হয়নি। চারটে মেয়ে চরিত্রের মতো আমার চরিত্রটাও গুরুত্বপূর্ণ ছিল। আমি একটা কমার্শিয়াল ছবি করতেই চাইছিলাম। তাই ছবিটা নিয়ে আমি খুব খুশি।

প্র: চিত্রনাট্য, সংলাপও আপনি লেখেন। অভিনেতা সত্তার সঙ্গে লেখক সত্তার কোনও বিরোধ নেই?

উ: ব্যাপারটা তেমন নয়। আসলে ‘ট্রিপলিং’ এখনও অবধি একটা শো যেটা আমি লিখেছি, অভিনয়ও করেছি। সাধারণত যে শোয়ের স্ক্রিপ্ট আমি লিখি, সেখানে অভিনয় করি না। যেমন, ‘লাভ পার স্কোয়্যার ফুট’, ‘ব্যাং বাজা বারাত’। তবে ক্যামেরার সামনে যখন দাঁড়াই, তখন নিজের লেখা না অন্যের লেখা, তা নিয়ে মাথা ঘামাই না। বরং নিজে লেখালিখি করি বলে অন্যের স্ক্রিপ্ট পড়ে লেখকের চাহিদা বুঝতে পারি। ডায়লগের টাইমিং বুঝতে পারি। সেটা আমাকে সাহায্যই করে।

প্র: টেলিভিশন, ওয়েব, সিনেমা— সব মাধ্যমেই কাজ করে ফেলেছেন...

উ: শুরু করেছিলাম থিয়েটার দিয়ে। ১৭ বছর বয়স থেকে করছি। থিয়েটার এখনও চলছে। তবে থিয়েটার থেকে তেমন টাকা পাওয়া যায় না। তাই টেলিভিশনে কাজ করার প্রধান তাগিদ ছিল টাকা রোজগার করা। ২০০৩-০৪ সালে দূরদর্শনে প্রথম শো করি। তার পর আরও কিছু করেছি। কিন্তু টিভিতে কী চরিত্র করছি, কেরিয়ারে কী হচ্ছে, তা নিয়ে আমার ভাবনাচিন্তা ছিল না।

প্র: ছবি করার কথা কখন ভাবলেন?

উ: ২০০৯-১০ নাগাদ আমার একটা টিভি শো খুব জনপ্রিয় হয়। তখন আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। টিভি থেকে ভালই টাকা পাচ্ছিলাম। তবে ছবি করার ইচ্ছে ছিল। তাই টিভি ছাড়লাম। ‘ইংলিশ ভিংলিশ’, ‘ঔরঙ্গজেব’— এই ছবিগুলোয় ছোট চরিত্র করলাম।

প্র: ‘বীরে দি..’র আগেই ওয়েব শোর দৌলতে আপনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন...

উ: তখন টিভিএফ নতুন নতুন কাজ শুরু করেছে। আমি ওদের অন্যতম প্রতিষ্ঠাতা নিধি বিস্তকে চিনতাম। ওর সঙ্গে কাজ করব যখন বলি, ও বলেছিল, ‘‘অনেক সিনিয়র তুমি। নিশ্চয়ই অনেক টাকা চাইবে (হাসি)। বলেছিলাম, বিনা পারিশ্রমিকে করব। সত্যিই ওই শোগুলো ফেনোমেনাল হিট হয়েছিল।

প্র: নবাগত হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনও বাধার মুখে পড়েছেন?

উ: যত বেশি সংখ্যক মানুষ চিনবেন, তত বেশি ইন্ডাস্ট্রি আমাকে গুরুত্ব দেবে। সেটা সব ইন্ডাস্ট্রিতেই এক। দর্শকও অচেনা ফরাসি অভিনেতার চেয়ে ব্র্যাড পিট বা টম ক্রুজ়ের ছবি দেখতে বেশি পছন্দ করেন। এই অঙ্কটা আমি জীবনে একটু দেরিতে বুঝেছি। আর বাকি পাঁচ জনের চেয়ে অভিনেতা হিসেবে কতটা নতুনত্ব দিতে পারছি, সেই লক্ষ্যে অবিচল থাকা উচিত। সেটাও আমি একটু দেরি করে বুঝেছি।

প্র: সামনেই আপনার বিয়ে। প্রস্তুতি কেমন চলছে?

উ: জম্মুতে ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হবে। বিগ ফ্যাট ওয়েডিং একেবারে পছন্দ করি না।

প্র: শুনেছি, আপনি ভাবেননি একতা (কউল) আপনার বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন?

উ: আসলে ছবিতে ওকে যেমন দেখতে, তার চেয়ে ও অনেক বেশি সুন্দরী (হাসতে হাসতে বললেন, এটা আমার কথা নয়। অন্যরা ওর সম্পর্কে এটাই বলে)। আমি ওর চেয়ে চার বছরের বড়। এলিজেবল ব্যাচেলর বলতে যা বোঝায়, আমি একেবারেই তা নই। তাই আমি ভাবিনি, আমার মতো কাউকে ওর পছন্দ হবে। উপরন্তু আমি কোনও ব্যবসায়ী পরিবারের ছেলে নই, যাদের তিনটে গাড়ি, দুটো জেট আছে। আমি সিনেমা করি, যেটা খুব অনিশ্চিত পেশা। তাই ও যখন নিজের পছন্দের কথা বলেছিল, আমি বেশ সারপ্রাইজ়ড হয়েছিলাম।

প্র: রণবীর সিংহের সঙ্গে কেরিয়ার বদলে নিতে চেয়েছেন?

উ: একটা র‌্যাপিড ফায়ারে এটা বলেছিলাম। আসলে রণবীরের যা ব্যক্তিত্ব, আমি ঠিক তার উল্টো। তাই আমি ওকে হিংসে করি। ওকে দেখলেই মনে হয়, ওর মতো চরিত্র কবে করব? এতটা এনার্জি লোকের কী ভাবে হয়? ওর সঙ্গে অল্প সময়ের জন্য দেখাও হয়েছিল। ওর ওই এনার্জি শুধু লোক দেখানো নয়। আমি চাই, ও এমন চরিত্র করুক, যাতে ওর এনার্জি কাজে লাগবে।

প্র: এমন কোনও অভিনেতা আছেন যাঁর সঙ্গে কাজ করতে চান?

উ: অনেকেই আছেন। তবে আমি স্টারস্ট্রাক হই না। হয়তো আমার ইগো এত বেশি যে, আমি নিজেকেই বড় স্টার মনে করি (হাসি)। তবে এমন কাজ করব যেন লোকে আমার সঙ্গে কাজ করতে চাইবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Exclusive Interview Sumeet Vyas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE