Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী

একটা সময় এইচবিও মানে ছিল দারুণ-দারুণ টিভি সিরিজ। কিন্তু সে রাজ্যে থাবা বসিয়েছে নেটফ্লিক্স। তবে টেলিভিশনের এক নম্বর স্থান এত সহজে হাতছাড়া করতে রাজি নয় এইচবিও। নেটফ্লিক্সে বুঁদ হয়ে থাকার পাশাপাশি এগুলোও একবার দেখতে পারেন...

বিগ লিটল লাইজ

বিগ লিটল লাইজ

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০০:৩২
Share: Save:

একটা সময় এইচবিও মানে ছিল দারুণ-দারুণ টিভি সিরিজ। কিন্তু সে রাজ্যে থাবা বসিয়েছে নেটফ্লিক্স। তবে টেলিভিশনের এক নম্বর স্থান এত সহজে হাতছাড়া করতে রাজি নয় এইচবিও। ‘গেম অব থ্রোনস’, ‘ট্রু ডিটেকটিভ’ বা ‘ভিপ’য়ের সঙ্গে এ বছর আরও একগুচ্ছ টেলিভিশন সিরিজ আর মিনি সিরিজ আনল তারা। নেটফ্লিক্সে বুঁদ হয়ে থাকার পাশাপাশি এগুলোও একবার দেখতে পারেন...

ইয়ং পোপ

জানুয়ারিতে শুরু হওয়া এই মিনি সিরিজের একটা চমক যদি হয় কাস্টিং, তবে অন্যটা অবশ্যই পরিচালক। অস্কারজয়ী পরিচালক পাওলো সোরেন্টিনোর ‘ইয়ং পোপ’ মিনি সিরিজের মূখ্য ভূমিকায় অভিনয় করছেন জুড ল। সঙ্গে আছেন ডায়ানা কিটন। ভ্যাটিকানের অন্দরে এক তরুণ আমেরিকান পোপের ক্ষমতার লড়াই, এই মিনি সিরিজের বিষয়।

বিগ লিটল লাইজ

লিয়ানে মরিয়ার্টির বেস্ট সেলার উপন্যাস ‘বিগ লিটল লাইজ’ মিনি সিরিজ করার কথা উঠতেই উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। কথা রেখেছে এইচবিও। ফেব্রুয়ারিতে প্রিমিয়ার হওয়া সিরিজ দর্শক তো বটেই সমালোচকদেরও ভাল লেগেছে। তিন মায়ের আপাত সহজসরল জীবনে আসা ‘টুইস্ট’ দর্শকদের যে ভাল লাগবে, সেটা তো জানা কথাই ছিল।

ক্র্যাশিং

নতুন প্রিমিয়ার হওয়া সিরিজের মধ্যে এটা কমেডি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বাড়ি ছাড়তে হয় স্ট্যান্ডঅাপ কমেডিয়ান পিটকে। তার জায়গা বলতে এখন একটা কাউচ। সেই পিটের স্ট্র্যাগল ‘ক্র্যাশিং’ সিরিজের মূল বিষয়। এ বছর ফেব্রুয়ারিতে এটি প্রিমিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে এতটা জনপ্রিয় হয় যে, প্রথম সিজনের চারটে এপিসোড পেরোতে না পেরোতেই দ্বিতীয় সিজনের জন্য চুক্তি সেরে ফেলে এইচবিও।

দ্য ডিউস

প্রাক্তন ক্রাইম রিপোর্টার ডেভিড সাইমনের লেখা গল্প থেকে তৈরি করা ‘দ্য ডিউস’ নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে। জেমস ফ্রাঙ্কো অভিনীত এই ড্রামা সিরিজের বিষয়, সত্তরের দশকের নিউ ইয়র্কে বেড়ে ওঠা পর্ন ইন্ডাস্ট্রি। এইচবিও এখনও প্রিমিয়ারের দিন ঘোষণা না করলেও, শোনা যাচ্ছে সেপ্টেম্বরে দেখা যাবে।

রুম ওয়ানওফোর

কথায় আছে, একটা দরজা বন্ধ হলে, আরেকটা দরজা খুলে যায়। মার্ক আর জে ডুপলাসের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। ‘টুগেদারনেস’ বন্ধ হলেও সঙ্গে সঙ্গে আরেকটা টিভি সিরিজের বরাত পেয়ে যান দুই ভাই। ‘রুম ওয়ানওফোর’ বস্তুত এক কমেডি সিরিজ। একটা হোটেলের ১০৪ নম্বর ঘরে আসা বিভিন্ন ব্যক্তির জীবন দেখা যাবে এই সিরিজের নানা এপিসোডে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE