• Joya Ahsan
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

বিরসার ছবিতে জয়া

Joya Ahsan
জয়া এহসান। —নিজস্ব চিত্র।
  • Joya Ahsan

Advertisement

জল্পনার অবসান। বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবিতে অভিনয় করছেন জয়া আহসান। প্রথমে এই চরিত্রটি করার কথা ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের। তবে চরিত্রে তেমন জোর নেই বলে সরে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। তাঁর বক্তব্য ছিল, ছবির চিত্রনাট্য দুর্বল। আর চরিত্রটাও তাঁর পছন্দের নয়। তার পর ওই চরিত্রে অভিনয়ের জন্য অনেকের নামই শোনা গিয়েছে। কখনও রাইমা সেন, কখনও বা তনুশ্রী। মঙ্গলবার শুরু হয় ছবির শুটিং। ছবির অন্য অভিনেত্রীদের সঙ্গে জয়ার ছবি দিয়ে একটি পোস্ট ভাইরাল হওয়ার পরেই শুরু হয়ে যায় জল্পনা। পরে তাতে সিলমোহর দেন পরিচালক। বিরসার সঙ্গে প্রথম কাজ নিয়ে উৎসাহী জয়াও।

বিরসার কথায়, ‘‘চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। স্বস্তিকার সঙ্গে কথা হওয়ার পরে ওই চরিত্রটা বহু বার রিওয়র্ক করি। তখনও কাউকে কাস্ট করার কথা ভাবিনি। চরিত্র ফাইনাল হওয়ার পরে প্রথমে শ্রীকান্তদা (মোহতা) জয়াকে ছবির প্রস্তাব দেন। তার পর আমার সঙ্গে কথা হয় জয়ার।’’

ছবির সংগীত নির্দেশনার দায়িত্বে আছেন প্রীতম। টুইট করে পুরো টিমকে শুভেচ্ছা জানান তিনি। তা নিয়ে উচ্ছ্বসিত পরিচালক।

সবাই যা পড়ছেন

Advertisement

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন