• Avishek
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

আইনি গিঁটে

Avishek
অভিষেক এবং সারা
  • Avishek

প্রযোজকদের সঙ্গে ঝামেলায় জড়ালেন অভিষেক কপূর। সুশান্ত সিংহ রাজপুত এবং সারা আলি খান অভিনীত ‘কেদারনাথ’-এর শুটিং নিয়ে শুরু থেকেই গন্ডগোল ছিল। তারকাদের ডেট ম্যানেজ না করতে পারার ফলে শুটিং অনেকটা পিছিয়ে দিতে হয়েছিল ছবির। এখন শোনা যাচ্ছে, শুটিংয়ের সময়েও নানা কারণে দেরি হওয়ায় ছবির বাজেট বেড়ে যায় বেশ খানিক। তার জন্য ছবির প্রযোজকরা দোষী ঠাওরেছেন অভিষেককেই। অভিষেকের বিরুদ্ধে মামলা করারই পরিকল্পনা রয়েছে তাঁদের। আসলে প্রযোজকদের কাছ থেকে ছবি সংক্রান্ত বেশ কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন অভিষেক। ছবির মুক্তির তারিখ এবং প্রচারের ফিকির নিয়েও নিজের মতামত অনুসারে এগোচ্ছিলেন তিনি। কিন্তু এখন বাজেট নিয়ে গোল বাধায় টাকা ফেরত চাইছেন প্রযোজকরা। তাঁদের দাবি, বিল না মেটালে ছবির আর কোনও কাজ অভিষেক করতে পারবেন না। এর আগেও অভিষেক বিভিন্ন প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। ‘রক অন’ করার সময় ফারহান আখতারের সঙ্গে বচসা হওয়ায় ‘রক অন টু’-তে তাঁকে আর পরিচালনার দায়িত্ব দেননি ফারহান। ‘ফিতুর’-এর সময় নিজের লুক এবং চরিত্র নিয়ে তাঁর কোনও কথা না শোনায় ছবি ছে়ড়ে দিয়েছিলেন রেখাও। সেই জায়গায় কাজ করেছিলেন তব্বু। এখন ‘কেদারনাথ’ নিয়েও ঝামেলা কত দূর গড়াবে, সেটাই দেখার।

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন