• Mahesh-Tota
  • নিজস্ব প্রতিবেদন
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

টোটার প্রশংসায় মহেশ

Mahesh-Tota
মহেশ-টোটা
  • Mahesh-Tota

টলিউডে থেকেও নিজের সহজাত অভিনয়ের সুবাদে বলিউডের নজর কেড়েছেন তিনি। বারবারই টোটা রায়চৌধুরী জানিয়েছেন সে কথা। ‘অহল্যা’, ‘ইন্দু সরকার’-এর পর ‘ইলা’য় কাজলের বিপরীতে রয়েছেন তিনি। তবে ‘ইলা’র শুটের ফাঁকেই ছবির পরিচালক প্রদীপ সরকার অভিনেতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন মহেশ ভট্টর। ‘অহল্যা’য় টোটার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন মহেশ। একান্ত আলাপচারিতায় উঠে এল সেই কথা। সংক্ষিপ্ত আড্ডার শেষে ছবিও তুললেন একসঙ্গে। স্বভাবতই উচ্ছ্বসিত টোটা। ‘‘আমার অভিনেতা হয়ে ওঠার পিছনে অন্যতম অনুপ্রেরণা মহেশজির ছবি। তিনিই যখন পিঠ চাপড়ে প্রশংসা করলেন এবং ‘ইলা’র কাজ শেষে দেখা করতে বললেন, ভাল তো লাগবেই,’’ খুশি উপচে পড়ল টোটার কণ্ঠে। হয়তো শীঘ্রই ভট্ট ক্যাম্পেও দেখা যেতে পারে তাঁকে, এমনটাই ইঙ্গিত দিলেন তিনি।

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন