Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লিঙ্গ বৈষম্য দূর করতে

সময়ের সঙ্গে টিভির বিষয়বস্তু বদলালেও যশের মতে, ‘‘ভারতীয় দর্শক বাঁধা গতের জিনিস দেখতে পছন্দ করেন। একটু অন্য ধরনের কিছু দিলে তাঁরা দেখতে চান না। মহাভারতের গল্প ভাবুন। এত বছর পরেও দর্শক সেই একই উৎসাহ নিয়ে দেখেন।’’

সিরিয়ালে যশের লুক

সিরিয়ালে যশের লুক

শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০০:০৬
Share: Save:

চিরাচরিত পৌরুষের ধারণা ভাঙতে এখনকার হিন্দি ছবি কিছুটা হলেও তাদের রূপ বদলেছে। ছোট পর্দা সেই ধারার বাইরে নয়। লিঙ্গ বৈষম্য দূরীকরণে নতুন ধারাবাহিক ‘রূপ: মর্দ কা নয়া স্বরূপ’ তেমনই একটি পদক্ষেপ। ধারাবাহিকে রূপের চরিত্রে অভিনয় করছে আট বছরের আফান খান। যাকে এর আগে বিতর্কিত ধারাবাহিক ‘পহেরেদার পিয়া কী’তে দেখা গিয়েছিল। আছে আরও কয়েক জন শিশুশিল্পী। শোয়ে রাগী বাবার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ যশ টঙ্ককে। বাবার চরিত্র করতে এখন আর আপত্তি নেই? ‘‘এখন তো চব্বিশ বছরের হতে পারব না। এই সিরিয়ালের শিশুশিল্পীদের মায়েরা আমাকে বলছিলেন, তাঁদের স্কুলে পড়ার সময়ে আমাকে তাঁরা টিভিতে দেখতেন। লুক সেটের সময়ে মেকআপ টিমকে বলেছিলাম, এমন সাজাচ্ছ যে একটু বেশি বয়স্ক লাগছে,’’ হাসতে হাসতে বলছেন যশ। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা টিভির কাজকে মনে করেন চাকরি। আর ছবি তাঁর কাছে বাইরে ঘুরতে যাওয়ার মতো।

সময়ের সঙ্গে টিভির বিষয়বস্তু বদলালেও যশের মতে, ‘‘ভারতীয় দর্শক বাঁধা গতের জিনিস দেখতে পছন্দ করেন। একটু অন্য ধরনের কিছু দিলে তাঁরা দেখতে চান না। মহাভারতের গল্প ভাবুন। এত বছর পরেও দর্শক সেই একই উৎসাহ নিয়ে দেখেন।’’

যশ জানাচ্ছেন, এই ধারাবাহিকে গল্প বলার কায়দা নতুন ধরনের। লিঙ্গ বৈষম্যের মতো স্পর্শকাতর বিষয়কে সহজ ভাবেই তুলে ধরা হয়েছে।

কড়া বাবা হওয়ায় যশ সেটে বাচ্চাদের সঙ্গে বিশেষ মজা করতে পারেননি বলেও জানালেন। তবে যশের বড় মেয়ে তাঁর সব ধারাবাহিক বেশ মন দিয়েই দেখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Roop - Mard Ka Naya Swaroop Indian television series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE