Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Drisantyar

হঠাৎ অন্ধকার

পর দিন জানতে পারে, উপরের ফ্ল্যাটের মেয়েটি খুন হয়েছে। সেখান থেকে রহস্য জট পাকাতে থাকে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে।

শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ২০:৪১
Share: Save:

থিয়েটার ও খুন... এই দুই নিয়েই আবর্তিত হয়েছে রানা বন্দ্যেপাধ্যায় পরিচালিত ‘দৃশ্যান্তর’। শ্রাবন্তী ছবিতে অভিনয় করছেন এক নায়িকার ভূমিকায় (রূপসা) যে, এক নামী থিয়েটার পরিচালকের (দেবশঙ্কর হালদার) অনুরোধে থিয়েটারে অভিনয় করতে রাজি হয়। রূপসাকে কেন্দ্র করে আবর্তিত হয় ছবির গল্প। বহু দিন পর শ্রাবন্তী নায়িকাকেন্দ্রিক একটি ছবি করছেন। অভিনেত্রীও মানলেন সে কথা। স্টেজে রিহার্সালের সময়ে রূপসা এক দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু তার ফলে দেখা যায়, খুব বেশি চিন্তিত হলে বা ভয় পেলে সে কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি হারাত। সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে যায়। একদিন ঝড়জলের রাতে উপরের ফ্ল্যাটে প্রচণ্ড চেঁচামেচি শুনতে পায় রূপসা। সে প্রচণ্ড ভয় পায় এবং আবার সাময়িক ভাবে দৃষ্টিশক্তি হারায়। সে যখন হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসে, তখন মুখোমুখি হয় এক জনের সঙ্গে। কিন্তু তাকে দেখতে পায় না। পর দিন জানতে পারে, উপরের ফ্ল্যাটের মেয়েটি খুন হয়েছে। সেখান থেকে রহস্য জট পাকাতে থাকে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

দৃশ্যান্তর Drisantyar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE