Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মৌলিক প্রেমের ছবি

‘প্রেম আমার ২’ দেখে প্রথম ছবিটার কথা মনে হবেই। যদিও এই ছবি আগের ছবির সিকুয়েল নয়। মৌলিক গল্প থেকেই তৈরি ছবি।

ছবির দৃশ্য

ছবির দৃশ্য

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৮
Share: Save:

দশ বছর পর আসছে ‘প্রেম আমার ২’। যদিও ২০০৯-এ ‘প্রেম আমার’-এর সঙ্গে এ ছবির গল্পের কোনও মিল নেই। দুটো ছবি আলাদা হলেও নাম ধার করতে হল কেন? এ প্রশ্নের উত্তরে পরিচালক বিদুলা ভট্টাচার্য বললেন, ‘‘একটা নস্ট্যালজিয়া জড়িয়ে আছে ‘প্রেম আমার’ নামের সঙ্গে। ‘প্রেম আমার ২’ দেখে প্রথম ছবিটার কথা মনে হবেই। যদিও এই ছবি আগের ছবির সিকুয়েল নয়। মৌলিক গল্প থেকেই তৈরি ছবি।

সময়টা বদলে গিয়েছে, কিন্তু ভালবাসা একই খাতে বইছে। এটাই ছবির প্রধান বিষয়।’’ ‘প্রেম আমার’-এর পরিচালক এবং এ ছবির প্রযোজক রাজ চক্রবর্তী চেয়েছিলেন, আদৃত ও পূজাকেই নায়ক-নায়িকা হিসেবে। এই জুটির প্রথম ছবি ছিল ‘নূর জাহান’।

পর্দার বাইরে কিন্তু আদৃত এবং পূজার সম্পর্ক বেশ অম্লমধুর। কখনও ঝগড়া, তো কখনও অভিমান, কখনও বা একে-অপরকে চোখে হারানো... রসায়ন এমনটাই! বাংলাদেশের সিলেটে ছবির গানের দৃশ্যের শুটিং চলাকালীন প্রযোজক রাজ জোঁকের কবলে পড়েছিলেন। পূজাও ছিলেন তাঁর সঙ্গী। সে ঘটনার কথা নায়ক আদৃতের মনে পড়লে এখনও হেসে ওঠেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prem Amar 2 Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE