Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাঙালি পরিচালকের ছবিতে পরিণীতি

ঋভু পরিচালিত এই ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ঋভুর আগের ছবি ‘তিন’-এ ছিলেন অমিতাভ বচ্চন।

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ০০:০১
Share: Save:

হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর অফিশিয়াল রিমেক হচ্ছে হিন্দিতে। পরিচালক ঋভু দাশগুপ্ত। মুখ্য চরিত্রে থাকছেন পরিণীতি চোপড়া। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন। মূল ছবিতে এমিলি ব্লান্ট অভিনীত চরিত্রটি করছেন পরিণীতি।

‘কেশরি’তে ছোট চরিত্রে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এমনিতে এখন তাঁর হাতে একাধিক ছবি। ‘সন্দীপ অওর পিঙ্কি ফরার’, ‘জবরিয়া জোড়ি’ এবং সাইনা নেহওয়ালের বায়োপিক। ঋভু পরিচালিত এই ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ঋভুর আগের ছবি ‘তিন’-এ ছিলেন অমিতাভ বচ্চন। এর আগে নাসিরুদ্দিন শাহকে নিয়েও ছবি করেছেন পরিচালক।

বিদেশি ছবির অফিশিয়াল রিমেক এখন নতুন কিছু নয়। কিছু দিন আগে সুজয় ঘোষ ‘বদলা’ করেছিলেন। পলা হকিন্সের উপন্যাস থেকে ২০১৬ সালে তৈরি হয়েছিল থ্রিলার ড্রামা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। বক্স অফিসের পাশাপাশি সে ছবি জিতে নিয়েছিল একাধিক পুরস্কারও। দেখা যাক, পরিণীতি অভিনীত এই থ্রিলার কতটা সফল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE