Advertisement
২০ এপ্রিল ২০২৪

নতুন কাহিনিতে অপরাজিতা-শ্রাবন্তী

শিল্পীর জীবনে শিল্পই যে একমাত্র আশ্রয়, এ রকম একটি ভাবনাকে বাংলা সিনেমার মলাটে পরিবেশন করতে চলেছেন পরিচালক ভাস্কর চৌধুরী। তাঁর ছবির নাম ‘পয়লা বৈশাখ’। ছবিটি মূলত দুই বোনের গল্প নিয়ে, যাদের নিত্যসম্পর্কের মধ্যে নাচের ভূমিকা সবচেয়ে বেশি।

অপরাজিতা আঢ্য এবং শ্রাবন্তী।

অপরাজিতা আঢ্য এবং শ্রাবন্তী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ০০:৪৯
Share: Save:

শিল্পীর জীবনে শিল্পই যে একমাত্র আশ্রয়, এ রকম একটি ভাবনাকে বাংলা সিনেমার মলাটে পরিবেশন করতে চলেছেন পরিচালক ভাস্কর চৌধুরী। তাঁর ছবির নাম ‘পয়লা বৈশাখ’। ছবিটি মূলত দুই বোনের গল্প নিয়ে, যাদের নিত্যসম্পর্কের মধ্যে নাচের ভূমিকা সবচেয়ে বেশি।

ঝাড়খণ্ডের মধুপুরে এক বাগানঘেরা বাড়িতে নাচের দল চালায় দুই বোন। অহনা এবং আনন্দী। অহনার স্বামীর নাম পলাশ। এই দুই বোনের ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য এবং শ্রাবন্তী। ভিনরাজ্যে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা দুই বোনের। এক পয়লা বৈশাখে কলকাতায় অনুষ্ঠানের আমন্ত্রণ পায় তারা। প্রাণ ঢেলে তার প্রস্তুতি নিতে থাকে দুই বোন। এমন সময়ে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে বিপর্যস্ত হয় তাদের সব কিছু। একটি মৃত্যুরহস্যকে ঘিরে থ্রিলারের আঙ্গিকেই এই ছবির বুনোট, তবু তাতে শিল্প ও শিল্পীর বিনিময়কে কেন্দ্রে রেখেও এগিয়েছে ছবির গল্প।

ছবিতে অপরাজিতার স্বামী পলাশের ভূমিকায় রয়েছেন সুজন মুখোপাধ্যায়। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়কেও। তবে তা নিয়ে এখনই বিস্তারিত বলছেন না পরিচালক। ছবিতে আছেন শান্তিলাল মুখোপাধ্যায়ও। সামনেই শুরু হবে ছবির শুটিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE