Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লিপ সিঙ্ক নিয়ে কী বলছেন শহরের শিল্পীরা

তাঁর কনসার্টের শুরু থেকেই ছিল বিতর্ক। শেষ হয়েও শেষ হল না সেই বিতর্কের ট্রেন্ড। ফ্যানেদের মনে রয়ে গেল কিছু প্রশ্ন, একরাশ হতাশা ও অনেকটা বিরক্তি। মুম্বইয়ে জাস্টিন বিবারের কনসার্টে দশর্ক ছিল ৪০ হাজারেরও বেশি।

শাকিরা

শাকিরা

মধুমন্তী পৈত চৌধুরী
শেষ আপডেট: ১৫ মে ২০১৭ ১০:৩০
Share: Save:

তাঁর কনসার্টের শুরু থেকেই ছিল বিতর্ক। শেষ হয়েও শেষ হল না সেই বিতর্কের ট্রেন্ড। ফ্যানেদের মনে রয়ে গেল কিছু প্রশ্ন, একরাশ হতাশা ও অনেকটা বিরক্তি। মুম্বইয়ে জাস্টিন বিবারের কনসার্টে দশর্ক ছিল ৪০ হাজারেরও বেশি। টিকিটের দাম ছুঁয়েছিল ৭৫ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত। এত তোড়জোড়-আয়োজন করার পরেও এই কনসার্ট ঘিরেই উঠেছে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। সেলিব্রিটি থেকে টিনএজার বিবার-প্রেমী, টুইটারে উগরে দিয়েছেন নিজেদের ক্ষোভ। তবে বিলিবারদের সবচেয়ে বড় আক্ষেপ, বেশির ভাগ গানেই নাকি ওই দিন লিপ সিঙ্ক করেছেন তাঁদের প্রিয় পপ তারকা।

অভিযোগটি নতুন নয়। এর আগে ব্রিটেনে ভি ফেস্টিভ্যালের সময় জাস্টিন নিজেই দর্শকদের সামনে স্বীকার করেছিলেন লিপ সিঙ্কের কথা। বলেছিলেন, আগের রাতের পার্টি-হ্যাংওভার না কাটায় তিনি লিপ সিঙ্ক করতে বাধ্য হন।

বিদেশে এই ধারা খুব স্বাভাবিক হলেও কলকাতায় তেমন কখনও হয়নি বলেই দাবি করলেন গায়ক-সুরকার অনুপম রায়। যে কোনও বড় লাইভ কনসার্ট যেখানে হাজার হাজার দর্শকের ভিড়, সেখানে সাধারণত শিল্পীরা লিপ সিঙ্ক করেন বলেই মত তাঁর। অনুপমের সঙ্গে যদি কোনও শিল্পী একই মঞ্চে পারফর্ম করতে গিয়ে লিপ সিঙ্ক করেন, তবে তা নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি। কিন্তু এমন পরিস্থিতি দাঁড়ালে প্রতিবাদ জানাতে পিছপা হবেন না বলে জানালেন ‘ফসিল’এর রূপম ইসলাম। জাস্টিনের লিপ সিঙ্ক প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘জাস্টিনের মতো পপ তারকারা বেশির ভাগ ক্ষেত্রেই লিপ সিঙ্ক করে থাকেন। যাঁরা অনেক টাকা দিয়ে টিকিট কেটে জাস্টিনের লাইভ পারফরম্যান্স শুনতে গিয়েছিলেন, তাঁদের একটু পড়াশোনা করে যাওয়া উচিত ছিল।’’

সুরজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘কলকাতায় অনস্টেজ পারফর্ম করতে গিয়ে কখনও কাউকে লিপ সিঙ্ক করতে দেখিনি। তবে ইউটিউবে ইন্টারন্যাশনাল স্টার যাঁদের এখন গাইতে দেখি, তাঁদের পুরো শো-টাই নাটকের মতো মনে হয়। শুরু থেকে শেষ এক লেবেলের এনার্জি ধরে রাখা হিউম্যানলি নট পসিবল।’’ গায়ক শিলাজিতের মতে, ‘‘এই ধরনের স্টার, যাঁদের কনসার্টের জন্য এত এত টাকা ঢালা হয়, তাঁরা যদি এমন কাজ করে থাকেন, এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’’ তবে কলকাতায় বা বাইরে পারফর্ম করতে গিয়ে তিনি কখনও এমন অভিজ্ঞতার মুখে পড়েননি বলেই জানালেন শিলাজিৎ।

শাকিরা: দক্ষিণ আফ্রিকায় ফিফা ওয়ার্ল্ড কাপের কনসার্টে শাকিরার বিরুদ্ধে লিপ সিঙ্কের অভিযোগ ওঠে। এমনকী তিনি স্টেজে ওঠার আগেই রেকর্ডটি বাজতে শুরু হয়ে গিয়েছিল!

মারিয়া ক্যারে: ২০১৬-র নিউ ইয়ার ইভের এক অনুষ্ঠানে তাঁর লিপ সিঙ্ক নিয়ে খুব আলোচনা হয়েছিল সংবাদমাধ্যমে।

বেয়ন্সে: বারাক ওবামার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের দিনে শোনা যায়, জাতীয় সংগীতে নাকি লিপ সিঙ্ক করেছিলেন বেয়ন্সে।

ব্রিটনি স্পিয়ার্স: ২০১৬-র এমটিভি ভিএমএস-এ ব্রিটনির বিরুদ্ধে উঠেছিল লিপ সিঙ্কের অভিযোগ।

মাইকেল জ্যাকসন: পপ দুনিয়ার সম্রাট বলা হয় তাঁকে। তবে বিভিন্ন অনুষ্ঠানে একাধিক বার তাঁর বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lip sync Justin Bieber
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE