Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রসেনজিতের রিহার্সাল

রিহার্সালে ব্যস্ত প্রসেনজিৎ জানালেন, ‘‘আমি ‘মনের মানুষ’-এ প্রায় ২২টা গানে লিপ দিয়েছি। সেটা বড় চ্যালেঞ্জ ছিল। এ বার একজন গায়কের বডি ল্যাঙ্গোয়েজ তুলে ধরতেই রিহার্সাল করলাম। ব্যান্ডের সমস্ত মিউজিশিয়ানের সঙ্গে কমফর্ট জোন তৈরির দায়িত্বটাও তো আমারই।’’

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০৮:৩০
Share: Save:

সামনেই রাজস্থানে শুটিং শুরু হবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কিশোরকুমার জুনিয়র’-এর। ছবিতে এক কিশোরকণ্ঠী গায়কের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতিও। ছবিতে অনেক গান থাকছে। যেখানে পারফর্ম করবেন প্রসেনজিৎ। বিভিন্ন শোয়ে গানের সুবাদে বাস্তবেও গায়ক হিসেবে সুনাম রয়েছে তাঁর। রিহার্সালে ব্যস্ত প্রসেনজিৎ জানালেন, ‘‘আমি ‘মনের মানুষ’-এ প্রায় ২২টা গানে লিপ দিয়েছি। সেটা বড় চ্যালেঞ্জ ছিল। এ বার একজন গায়কের বডি ল্যাঙ্গোয়েজ তুলে ধরতেই রিহার্সাল করলাম। ব্যান্ডের সমস্ত মিউজিশিয়ানের সঙ্গে কমফর্ট জোন তৈরির দায়িত্বটাও তো আমারই।’’ পরিচালকও আপস করতে রাজি নন। বললেন, ‘‘অধিকাংশ সিনেমাতেই স্টেজ পারফরম্যান্স দায়সারা ভাবে শুট করা হয়। কিন্তু রিহার্সালের ফলে মিউজিশিয়ানরা জানবেন ক’টা মাত্রার পরে গানটা শুরু হচ্ছে।’’ জোরকদমেই চলছে ছবির প্রস্তুতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE