Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাইমার প্রাক্তন প্রেমিক এখন বন্ধু

প্রেম, অপ্রেম, বিয়ে— কথা বললেন রাইমা সেন। সঙ্গে নিবেদিতা দে রাইমার সাক্ষাৎকার নিতে গিয়ে প্রথমেই একটু ধাক্কা। বালিগঞ্জ সার্কুলার রোডের ‘বেদান্ত’ ফ্ল্যাটের যে দরজা চিরকাল বন্ধ থেকেছে... অন্তঃপুরবাসিনীর রহস্যে মোড়া যে ঘরের অন্দর দেখার সৌভাগ্য হয়নি প্রায় কারওই, সুচিত্রা সেনের ড্রয়িংরুমের সেই দরজা আজ খোলা।

ছবি: সোমনাথ রায়

ছবি: সোমনাথ রায়

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০০:৩১
Share: Save:

রাইমার সাক্ষাৎকার নিতে গিয়ে প্রথমেই একটু ধাক্কা। বালিগঞ্জ সার্কুলার রোডের ‘বেদান্ত’ ফ্ল্যাটের যে দরজা চিরকাল বন্ধ থেকেছে... অন্তঃপুরবাসিনীর রহস্যে মোড়া যে ঘরের অন্দর দেখার সৌভাগ্য হয়নি প্রায় কারওই, সুচিত্রা সেনের ড্রয়িংরুমের সেই দরজা আজ খোলা। ‘মায়ের’ ছবি দিয়ে নতুন করে সাজিয়েছেন মুনমুন।

মুনমুন নিজেও বাড়ি ছিলেন। ধূসর টপ, নীল স্কার্ট, মেকআপবিহীন নাকছাবির হিরেতে উজ্জ্বল মুনমুন বললেন ‘‘আজ সকালে কোথাও বেরোনোর নেই’’, তার পর হেসে রাইমার দিকে তাকিয়ে, ‘‘যাও ডলু, ইন্টারভিউ দাও।’’ অন্য ঘরে দরজা টেনে শুরু হল কথা—

প্র: ব্যক্তিগত প্রশ্ন করব কিন্তু।

উ: কতটা? (হাসি)

প্রশ্ন: বিয়ে করছেন কবে?

উ: ডেস্টিনি (হাত উপর দিকে তুলে) ভগবান যে দিন চাইবেন... তবে বিয়ে নিয়ে এখন আমি রিসার্চ করছি। আমার অর্ধেক বন্ধু ডিভোর্সড, অনেক বন্ধু বাচ্চা নিয়ে আলাদা থাকে... ও গড...আমি তো ভাবছি বিয়ে করার আগে ভাল করে হোমওয়ার্ক করা উচিত।

প্র: কিন্তু গত বছর তো কলকাতার এক নামী হোটেল-মালিকের সঙ্গে আপনার বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল।

উত্তর: বিয়ের ঠিক হয়নি।

প্র: মানে, প্রেম চলছিল?

উ: হ্যাঁ, চলছিল।

প্র: তার পর? কী হল? ভেঙে গেল?

উ: কিচ্ছু ভেঙে যায় না। উই আর নাও ফ্রেন্ডস। সম্পর্কের শেপটা পালটেছে।

প্র: প্রেম তো ওয়ান ওয়ে ট্র্যাফিকের মতো। বন্ধুত্ব থেকে প্রেম হয়, কিন্তু প্রেম থেকে বন্ধুত্ব হয় নাকি?

উ: হ্যাঁ হয়।

প্র: একটু এক্সপ্লেন করবেন?

উ: তিন-চার বছর আগে একটা পার্টিতে ওর সঙ্গে আলাপ (নামটা লিখবেন না)।

প্র: লিখব না।

উ: তার পর যা হয়, প্রচুর ফোন, দেখা করা, একসঙ্গে সময় স্পেন্ড করা, কেউ কোথাও গেলেও চব্বিশ ঘণ্টা ফোনে যোগাযোগ...কথা আর কথা। অ্যাকচুয়ালি রিলেশনশিপ ইজ নাথিং বাট আ লং লং কনভারসেশন...কী আর বলব... যা হয় প্রেম করলে। (উদাস যেন একটু)

প্র: তার পর? বিয়েটা হল না কেন? সেই প্রেমিকের আগের বউয়ের সঙ্গে ডিভোর্সটা হল না বলে?

উ: সেটা বোধহয় কারণ নয়। আসলে কেমন যেন সব আলগা হয়ে গেল।

প্র: বিয়েটা হল না বলেই কি?

উ: বলতে পারব না। তবে এখন আমরা বন্ধু। শুধু বন্ধু।

প্র: এই দুটো সম্পর্কের পার্থক্যটা কী?

উ: এখন কোথাও দেখা হলে কথা হল, পার্টিতে গেলে গল্প হল, দরকার থাকলে ফোন হল, বা কোনও স্পেশ্যাল দিনে উইশ করা...এগুলো হয়... কিন্তু ...

প্র: বুঝতে পারছি। তা জীবনে ক’টা প্রেম হল?

উ: (খুব হেসে) অনেকগুলো। কিন্তু নাম্বারটা বলব না। (টিপিক্যাল রাইমা-সুলভ দুষ্টুমি নিয়ে)...শুধু প্রথম ক্রাশটা বলছি। খুব ছোট তখন... টেনিস ইন্সট্রাকটরের প্রেমে পড়ি। শুধু আমি না। রিয়া, আমি, আমার বন্ধুরা সব্বাই প্রেমে পড়ি। তার পর টেনিস ছেড়ে দিলাম। ক্রাশটাও কেটে গেল।

প্র: আচ্ছা ওই যে গত বছর বিয়েটা হতে হতেও হল না। ডিপ্রেশন হয়েছে?

উ: কোনও প্রেমেই দশ দিনের বেশি ডিপ্রেশন থাকে না আমার (হেসে)। আচ্ছা, এটা কী হচ্ছে? আমি কি শুধু প্রেমই করি, ফিল্ম করি না? কাজের কথা জিজ্ঞেস করুন।

প্র: কী কী ছবি করছেন?

উ: অনেকগুলো হিন্দি ছবি করলাম। এ বছরই রিলিজ করবে আশা করি। কুনাল রায় কপূরের সঙ্গে ‘থ্রি দেব’, মুকুল দেব-রাহুল দেব-ওম পুরীর সঙ্গে ‘বারাণসী’, কে কে মেননের সঙ্গে ‘ভডকা ডায়েরিস’, প্রতীক বব্বরের সঙ্গে ‘ইশক কভি করিও না’।

প্র: আর বাংলা ছবি?

উ: চারটে হিন্দি ছবি শেষ করলাম। এই মুহূর্তে কিচ্ছু নেই।

প্র: আচ্ছা, একটা ছোট্ট র‌্যাপিড ফায়ার দিয়ে শেষ করি?

উ: একদম।

প্র: মা না দিদিমা?

উ: —দু’জনেই।

প্র: দেব না জিৎ?

উ: —জিৎ।

প্র: রণবীর কপূর না রণবীর সিং?

উ: —কপূর। কপূর।

প্র: ঋতুপর্ণ ঘোষ না সৃজিত মুখোপাধ্যায়?

উ: —ঋতুপর্ণ।

প্র: দীপিকা না ক্যাটরিনা?

উ: —দীপিকা।

প্র: কলকাতা না মুম্বই?

উ: এমনিতে কলকাতা। কিন্তু কেন যেন আজকাল মনে হয় বিয়ে করে একটু অন্য শহরে থেকে সংসার করি।

প্র: শেষ প্রশ্ন, কেমন ছেলে বিয়ে করতে চান?

উ: গ্ল্যামারের জগতের বাইরের কোনও বিজনেসম্যান। খারাপ হবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raima Sen Celebrity Interview Actress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE