Advertisement
১৮ এপ্রিল ২০২৪

এক হলেন দীপ-বীর

গত শনিবার ইটালির উদ্দেশে রওনা দেন দীপ-বীর। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। অতিথিদের হাতে লেখা চিঠি দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন বর ও কনে।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ০০:২৪
Share: Save:

পাত্র দিওয়ানা, পাত্রী মস্তানি! রাজযোটক জুটির প্রেমলীলা অবশেষে পরিণতি পেল। ইটালির লেক কোমোয় বুধবার কঙ্কনি রীতি মেনে বিয়ে করলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ক্যামেরার ঝলকানি রুখতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছিলেন পাত্র-পাত্রী। এমনকি অতিথিদের মোবাইল ফোনের ক্যামেরা স্টিকার দিয়ে আটকে দেওয়া হয়েছে বলেও শোনা গিয়েছে।

গত শনিবার ইটালির উদ্দেশে রওনা দেন দীপ-বীর। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। অতিথিদের হাতে লেখা চিঠি দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন বর ও কনে।

মঙ্গলবার অনুষ্ঠিত হয় মেহেন্দি ও বাগদানের অনুষ্ঠান। হাঁটু মুড়ে বসে রণবীর চেয়ে নেন দীপিকার হাত। বাগদানের পরে রণবীরের আবেগঘন বক্তব্য শুনে দীপিকার চোখ অশ্রুসজল হয়ে ওঠে। মেহন্দির অনুষ্ঠানেও নায়িকার চোখ বার বার ভিজতে দেখা যায়। বাগদানের পরে আয়োজন করা হয়েছিল নৈশভোজ ও ডান্স পার্টির।

লেক কোমোতে বিয়ের আসর

বুধবার সকাল থেকেই সাজো সাজো রব। পাত্রীর পছন্দের সাদা লিলি দিয়ে সাজানো হয়েছিল বিবাহবাসর। ১২ জন ফ্লোরিস্ট ছিলেন এই সাজসজ্জার তত্ত্বাবধানে। দীপিকার বোন অনিশা ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম বদলে রাখেন ‘লড়কিওয়ালে’। দীপ-বীরের ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁদের একটি ছবির জন্য। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ইতিউতি কয়েকটা ছবির দেখা মেলে। তবে ভক্তদের আশ মেটেনি।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই। কর্ণ জোহর লিখেছেন, ‘‘বধাই হো। কারও নজর যেন না লাগে এদের।’’ সিমি গ্রেওয়াল সবচেয়ে মজার কথাটি লিখেছেন, ‘‘নবদম্পতিকে অনেক শুভেচ্ছা... রণবীর, আর কিছু তোমার চাওয়ার নেই। রাজকন্যে এখন তোমার...।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marriage Ranveer Singh Deepika Padukone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE