• Shilajit
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

শিলাজিতের কাণ্ড

Shilajit
শিলাজিৎ
  • Shilajit

Advertisement

ভরদুপুরে শহরের একটি নামকরা রেস্তরাঁয় লাঞ্চ করতে গিয়ে কাণ্ড ঘটালেন শিলাজিৎ। বৃহস্পতিবার, গোটা রেস্তরাঁয় তখন দুপুরের খাওয়ার জন্য ভিড় জমিয়েছেন মানুষ। তাঁদের সামনেই হঠাৎ ফাঁকা টেবিলে উঠে সটান শুয়ে পড়লেন তিনি। আশপাশের সকলে অবাক! কিন্তু শিলাজিতের ভ্রুক্ষেপ নেই। এক ব্যক্তি সেই ছবি তুলে ফেসবুকে পোস্টও করেছিলেন। তাতে সমালোচনার বন্যা বয়ে যায়। সেই ব্যক্তি ফেসবুকে এটাও লেখেন , ‘‘সেলেব্রিটি হঠাৎ আমাদের দিকে পা তুলে টেবিলে শুয়ে পড়েন। দুঃখিত, এই দৃশ্যের পরে খাওয়া শেষ করা গেল না!’’ আর এক জন ঠাট্টা করে মন্তব্য করেন, ‘‘ঘুম পেয়েছে, বাড়ি যা!’’ কেউ লিখেছেন, ‘‘বাজারদর নেই! তাই এ সব করছেন।’’ কিন্তু শিলাজিৎ কী বলছেন? ‘‘আমি তো আমার নতুন ছবির প্রচার করছিলাম,’’ বক্তব্য তাঁর।

সবাই যা পড়ছেন

Advertisement

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন