• Ayushmann Khurrana
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

স্বরার চিঠির জবাবে

Ayushmann Khurrana
আয়ুষ্মান
  • Ayushmann Khurrana

তাঁর ছবি ‘পদ্মাবত’-এ জহর ব্রত ও সতী হওয়াকে ‘মহিমান্বিত’ করার অভিযোগে সঞ্জয় লীলা ভন্সালীকে খোলা চিঠি লিখেছিলেন স্বরা ভাস্কর। তা ভাইরাল হওয়ার পরই ইন্ডাস্ট্রির অনেকে নিজের মতামত প্রকাশ করেছেন। কেউ কথা বলেছেন বাঁচিয়ে, কেউ বা সোজাসুজি। যেমন অভিনেতা আয়ুষ্মান খুরানার মতে, ‘‘শিল্প সব সময় সাবজেক্টিভ, অবজেক্টিভ নয়। তাই পরিচালকের যেমন গল্প বলার একটি দৃষ্টিভঙ্গি আছে, দর্শক ও সমালোচকদেরও নিজস্ব মতামত আছে।’’

আবার পরিচালক ইমতিয়াজ আলি বলেছেন, ‘‘এই ছবিতে এমন কিছু নেই যা নিয়ে প্রতিবাদ করতে হবে।’’ পরিচালক রোহিত শেট্টি বলছেন, ‘‘ছবি নিয়ে ইতিমধ্যে এত বিতর্ক হয়েছে যে, বেশি কিছু না বলাই ভাল।’’

তবে স্বরার অভিযোগের উত্তরে পরোক্ষে জবাব দিয়েছেন ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি বলেছেন, ‘‘এই ছবিতে জহর ব্রতকে গৌরবান্বিত করা হয়নি। আর এই কাজটাকে সেই সময়ের নিরিখে দেখতে হবে। তা হলেই বোঝা যাবে, রানি কোনও ভুল কাজ করেননি।’’

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন