Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অনলাইনে লিক সিংহাসনের লড়াই

সংস্থার পক্ষ থেকে হ্যাকিংয়ের বিষয়ে সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষা শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম আর না হয়, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে। হ্যাকারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‘গেম অব থ্রোনস’-এর দৃশ্য

‘গেম অব থ্রোনস’-এর দৃশ্য

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১১:০০
Share: Save:

ড্রাগনদের সঙ্গে ল্যানিস্টারদের যুদ্ধ, জেমির জলে ডুবে যাওয়া অথবা হারিয়ে যাওয়া ভাই-বোনের সঙ্গে আরিয়া স্টার্কের পুনর্মিলন— এ রকমই চমকপ্রদ কিছু ঘটনা লুকিয়েছিল ‘গেম অব থ্রোনস’-এর আগামী এপিসোডে। কিন্তু টেলিভিশনে সম্প্রসারণের আগেই অনলাইনে ‘লিক’ হয়ে যায় সিরিজটির চলতি সিজনের চার নম্বর এপিসোড। সূত্রের খবর, এইচবিও-র কাছ থেকে প্রায় দেড় টেরাবাইট তথ্য হ্যাক হয়ে যায়। এর মধ্যে সিরিজের ওই এপিসোডটিও ছিল। আমেরিকায় সম্প্রচারের পরে এপিসোডগুলি ভারতে দেখানো হয়। পরে দর্শকেরা হটস্টারেও এটি দেখতে পান।

জানা গিয়েছে, গোটা এপিসোডেই ‘স্টার ইন্ডিয়া’-র ওয়াটারমার্ক ছিল। প্রসঙ্গত, ভারতে সিরিজটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে স্টার টিভি। সংস্থার পক্ষ থেকে হ্যাকিংয়ের বিষয়ে সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষা শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম আর না হয়, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে। হ্যাকারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিরিজটির জনপ্রিয়তা প্রথম সিজন থেকেই তুঙ্গে। ‘আয়রন থ্রোন’কে ঘিরে নানা প্রদেশের লড়াই, রাজনীতি, যৌনতা, হিংসা, ভালবাসা— কিছুরই কমতি নেই। তাই এপিসোডের আগাম ঝলক পেয়ে যাওয়ায় খারাপ লাগছে না ‘গেম অব থ্রোনস’-প্রেমীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE