Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মধুরের টোটা-কাহিনি

আবার বলিউডে টোটা রায়চৌধুরী। এ বার মধুর ভান্ডারকর-এর ছবির মেল লিড রোলে। খবর দিচ্ছেন সায়ন আচার্য।তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন, সেই পরিচালকদের লিস্টটা বেশ লম্বা। ঋতুপর্ণ ঘোষ, সুজয় ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সন্দীপ রায়, প্রভাত রায়... এবং, সেই তালিকায় এ বার যোগ হচ্ছে আরেকটা নাম। মধুর ভান্ডারকর।

ছবি: সুব্রত কুমার মণ্ডল

ছবি: সুব্রত কুমার মণ্ডল

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন, সেই পরিচালকদের লিস্টটা বেশ লম্বা।

ঋতুপর্ণ ঘোষ, সুজয় ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সন্দীপ রায়, প্রভাত রায়...

এবং, সেই তালিকায় এ বার যোগ হচ্ছে আরেকটা নাম। মধুর ভান্ডারকর।

নতুন ছবি ‘ইন্দু সরকার’য়ে মধুর এমন একজনকে কাস্ট করেছেন, যাঁকে টালিগঞ্জ চেনে টোটা রায়চৌধুরী নামে।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। টলিউডের গণ্ডি পেরিয়ে, টোটা এ বার মধুরের ছবির মেল লিড রোলে। ‘পিঙ্ক’ খ্যাত কীর্তি কুলহারি-র বিপরীতে।

‘‘এই ছবির গল্পই যেহেতু একজন বাঙালিকে কেন্দ্র করে, আমরা এমন একজনকে খুঁজছিলাম যে ওই সময়টাকে ফুটিয়ে তুলতে পারবে সাবলীল ভাবে।
টোটা ফিটস দ্য বিল,’’ মুম্বই থেকে আনন্দplus-কে বলছিলেন মধুর স্বয়ং।

ছবির পটভূমিকায় দেশের জরুরি অবস্থা, আর তারই মধ্যে কথা বলার আড়ষ্টতা নিয়ে এক গৃহবধূর কবিতা লেখা। এবং সেই গল্পের মূল চরিত্র ইন্দু সরকার-এর স্বামী নবীন সরকারের ভূমিকাতে দেখা যাবে টোটাকে। ‘‘মধুরের ছবির আমি বড় ফ্যান। ওঁর মতো পরিচালকের ছবিতে কাজ করা একটা বড় ব্যাপার,’’ বলছিলেন টোটা।

অবশ্য এটাই তাঁর প্রথম হিন্দি ছবি নয়। গত বছর সুজয় ঘোষের শর্ট ফিল্ম ‘অহল্যা’ করেছিলেন। ইউটিউবে যা প্রবল জনপ্রিয় হয়। এবং, এ বছরের শুরুতে যখন কাজ করেছিলেন সুজয়ের ‘কহানি ২’তে, তখনও টোটা জানতেন না যে, বছরের শেষটাও হবে হিন্দি ছবি দিয়ে।

মাসখানেক আগে যখন কাস্টিং ডিরেক্টর ভিকি সিদানা তাঁকে ফোন করে বলেন যে, মধুর তাঁকে কাস্ট করতে চান, প্রথমে বিশ্বাস হয়নি।

চমকে দিয়ে বলিউডের অন্যতম খ্যাতনামা কাস্টিং ডিরেক্টর জানান যে, ‘ইন্দু সরকার’য়ে তাঁর হয়ে সুপারিশ করেছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র পরিচালক নীরজ পাণ্ডে। “পরে শুনলাম, ‘অহল্যা’ দেখে নীরজ আমার নাম সাজেস্ট করেছিল,” বলেছিলেন টোটা।

কাজ করেছেন ঋতুপর্ণ-র ‘চোখের বালি’তে। তবু টোটা মনে করেন গত বছর ‘অহল্যা’ই দুম করে পাল্টে দিয়েছে তাঁর জীবন। তবে এত কিছুর মাঝেও তিনি যেন অভিমানী। ‘‘শুধু ভাল কাজ করে বাংলায় কিছু হয় না। এই যে নীরজ আমার কথা মধুরকে বলল, এটা তো আমরা টালিগঞ্জে ভাবতেই পারি না।” তবু, স্বপ্ন দেখেন টোটা। মনে করেন শিরদাঁড়া সোজা রেখেও ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায়। ডিসেম্বরের শুরু থেকে দিল্লি, মুম্বই ও পুণেতে শ্যুটিং। আপাতত সেই নিয়েই ব্যস্ত টোটা। নিজেই বলছিলেন, ক’দিন আগে টিভিতে ‘পেজ থ্রি’ দেখতে দেখতে ভাবছিলেন, যদি কোনও দিন মধুরের সঙ্গে কাজ করা যেত! আর আজ...

স্বপ্ন এভাবেই সত্যি হয় তাহলে!

‌শুভ জন্মদিন ব্যোমকেশ

নিজের জন্মদিনে মেয়ের জন্য রিটার্ন গিফট কিনলেন আবীর চট্টোপাধ্যায়। ছবি: সুব্রত কুমার মণ্ডল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tota Roy Chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE