
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
ভিকির আতঙ্ক

কর্ণ জোহর নিজের প্রযোজনায় নতুন হরর ফিল্মের ফ্র্যাঞ্চাইজ়ি বার করছেন, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন। প্রকাশ করা হল সেই ছবির পোস্টার, নাম। ‘ভূত— পার্ট ওয়ান দ্য হন্টেড শিপ’-এর পোস্টারে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে। জাহাজের জানালায় ভিকির আতঙ্কিত মুখ ধরে আছে বড় নখওয়ালা কঙ্কালসার হাত।
এই ছবির শুটিং করতে গিয়েই চোয়ালে গুরুতর আঘাত পেয়েছিলেন ভিকি। অভিনয় করছেন ভূমি পেডনেকরও। ২০০৩ সালে রামগোপাল বর্মার পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ভূত’ নামে আর একটি ছবি। যেখানে ছবির নাম নিয়ে বহু নির্মাতাদের মধ্যেই ঝামেলা বাধে, সেখানে এ ব্যাপারে রামগোপালকে দেখা গেল খুশিতেই!
টুইটারে নতুন ছবিটির পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন রামগোপাল।
- Tags
- Vicky Kaushal
- Karan Johar
আরও খবর
বাছাই খবর