Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঝকমারি যখন বিজ্ঞাপন

বিতর্ক যেন তারকাদের পিছুই ছাড়ে না। লিখছেন নাসরিন খানপণ্যের বিজ্ঞাপনে সিনেমার তারকাদের হামেশাই দেখা যায়। তাঁরা তাঁদের ইমেজ দিয়ে যে কোনও পণ্যের ইমেজ তৈরি করেন। কিন্তু পণ্য আর তার বিজ্ঞাপন দুটোর মধ্যে কোনওটাই যদি মানুষের ভাল না লাগে তা হলে তারকারদের ভাবমূর্তিও নষ্ট হয়। সম্প্রতি তারকারা আছেন এমন কিছু বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০০:০১
Share: Save:

পণ্যের বিজ্ঞাপনে সিনেমার তারকাদের হামেশাই দেখা যায়।

তাঁরা তাঁদের ইমেজ দিয়ে যে কোনও পণ্যের ইমেজ তৈরি করেন। কিন্তু পণ্য আর তার বিজ্ঞাপন দুটোর মধ্যে কোনওটাই যদি মানুষের ভাল না লাগে তা হলে তারকারদের ভাবমূর্তিও নষ্ট হয়। সম্প্রতি তারকারা আছেন এমন কিছু বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

মাধুরী দীক্ষিত: নুডলসের বিজ্ঞাপন

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বেশি পরিমাণে সীসা এবং এমএসজি ( চাইনিজ খাবারে ব্যবহার হয় স্বাদবর্ধক মোনোসোডিয়াম গ্লুটামেট) পাওয়ায় খুব জনপ্রিয় এই নুডলসের ব্র্যান্ডটিকে আইনি পরোয়ানা পাঠিয়েছে। তার সঙ্গে মাধুরী দীক্ষিতকেও ওই ব্র্যান্ডটি প্রচার করেছেন বলে আইনি পরোয়ানা পাঠানো হয়েছে। এই বিতর্ক সদ্য সদ্য শুরু হয়েছে বলে ভবিষ্যতে কী ঘটবে তা জানা নেই। তবে জনসাধারণের মতে মাধুরীকে এই বিতর্কে টেনে আনার কোনও মানে নেই।

রণবীর সিংহ: গেঞ্জির বিজ্ঞাপন

বিতর্কে জড়িয়ে পড়াটা রণবীর সিংহের কাছে নতুন কিছু নয়। কন্ডোমের বিজ্ঞাপন করা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল কয়েক বছর আগে। কেউ কেউ বলেছিলেন নিরাপদ যৌনতার প্রচারের জন্য রণবীরের এই বিজ্ঞাপনটা বেশ কার্যকর। অনেকে আবার বলেছিলেন এই ধরনের বিজ্ঞাপনে রণবীর নিজেকে না দেখালেই পারতেন। সম্প্রতি গেঞ্জির বিজ্ঞাপনে দেখানো হয়েছিল একটি মেয়েকে বাঁচাবার জন্য রণবীর হাঙর মারছেন। আর তা দেখে পশুপ্রেমিকরা তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এই গেঞ্জি কোম্পানি ওই অভিযোগ শুনে ক্ষমাও চেয়েছিল। বলেছিল, এই বিজ্ঞাপনের মাধ্যমে কাউকে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না।

ঐশ্বর্যা রাই বচ্চন: গয়নার বিজ্ঞাপন

একটি গয়নার কোম্পানির বিজ্ঞাপনে ঐশ্বর্যা রানির মতো সেজে গয়না পরে বসে আছেন। আর একটি শ্যামবর্ণ ছেলে তাঁর মাথায় ছাতা ধরে আছে। জনগণের বক্তব্য এই বিজ্ঞাপনের মাধ্যমে বর্ণ-বৈষম্যকে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত, বাচ্চা ছেলেটির ছবি শিশুশ্রমকে প্রশ্রয় দিয়েছে। এই বিতর্কের পর ওই গয়না কোম্পানি বিজ্ঞাপনটিকে প্রচার মাধ্যম থেকে তুলে নেয়।

নিকোল কিডম্যান: বিমান কোম্পানির বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের একটি বিমান কোম্পানির বিজ্ঞাপন করার জন্য অস্ট্রেলীয় এই অভিনেত্রীর প্রচণ্ড সমালোচনা করেছে সেখানকার অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল ফ্লাইট অ্যাটেনডেন্স। এই সংগঠনের বক্তব্য ছিল, কেন সংযুক্ত আরব আমিরশাহির বিজ্ঞাপনে নিকোল কাজ করলেন। ওই দেশ মেয়েদের স্বাধীনতায় বাধা দেয়। মেয়েদের যথেষ্ট সম্মান করে না। এই অভিযোগের উত্তরে অবশ্য চুপচাপই থেকেছে বিমান কোম্পানিটি।

এ ছাড়া কিছু দিন আগে আরও বেশ কিছু বিজ্ঞাপনে সেলিব্রিটিদের নিয়ে বিতর্ক তৈরি হয়।

অমিতাভ বচ্চন: টফির বিজ্ঞাপন

এই বিজ্ঞাপনে দেখা যায় একটা আম গাছে ঢিল ছুড়ে আম পাড়ার চেষ্টা করছেন অমিতাভ বচ্চন। দ্য অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অব ইন্ডিয়া বলেছিল এই বিজ্ঞাপন দেখে বাচ্চারা অমিতাভ বচ্চনকে নকল করার চেষ্টা করবে এবং তাতে তাদের শরীরে আঘাত লাগতে পারে। সেই জন্য এই বিজ্ঞাপনটা দেখানো বন্ধ করে দেওয়া হয়।

অক্ষয় কুমার: জিনসের বিজ্ঞাপন

জিনসের ব্র্যান্ডের জন্য একটা ফ্যাশন শো-তে অক্ষয় কুমার ট্রাউজারের বোতাম খুলিয়েছিলেন তাঁর স্ত্রী টুইঙ্কল খন্নাকে দিয়ে। এই দৃশ্য দর্শকদের কাছে খুবই অশ্লীল মনে হয়। বিজ্ঞাপনেও এই রকম একটি দৃশ্য ছিল অক্ষয় কুমারের সঙ্গে অন্য এক মডেলের। অশ্লীলতার দায়ে ওই জিনস কোম্পানি-সহ অক্ষয়কুমার এবং তাঁর স্ত্রী দু’জনের বিরুদ্ধেই আদালতে মামলা দায়ের করে একজন সমাজসেবক।

শাহরুখ খান: ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন

ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করার জন্য শাহরুখের অনুরাগীরা বলেছিলেন এমন বিজ্ঞাপন শাহরুখের করা ঠিক হয়নি। ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে একটা অনলাইন প্রচারও হয়েছিল, ‘ডার্ক অ্যান্ড বিউটিফুল’ শিরোনামে। সাধারণ মানুষ তো বটেই, আমির খানের মতো স্টারও সমর্থন করেছিলেন এই ক্যাম্পেন। এত কিছুর পরও এই বিজ্ঞাপন এখনও চলছে। আর শাহরুখও এই ব্যাপারে চুপ।

কঙ্গনা রানাওত: জিনসের বিজ্ঞাপন

কঙ্গনাকে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার জন্য অনেক টাকা অফার করা হয়েছিল বহু বার। কঙ্গনা সেই প্রস্তাব না নিলেও একটা জিনসের বিজ্ঞাপন কিন্তু তাঁকে বিতর্কে নিয়ে এসেছিল। ‘স্টাক অন ইউ’ শিরোনামের সেই বিজ্ঞাপনে কঙ্গনাকে দেখা যায় একটা বিকিনি টপ আর জিন্সে। তিনি জড়িয়ে রয়েছেন নগ্নদেহের এক মডেলকে। এই বিজ্ঞাপনটি অবশ্য বেশি দিন চলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE