Advertisement
১৬ এপ্রিল ২০২৪

যব দিল টুটতা হ্যায়

হৃদয় ভেঙে যাওয়ার যন্ত্রণা থেকে তৈরি হয় গান। এমন কিছু গানের হদিশ দিল আনন্দ প্লাসকে বলে শুধু বাঙালি ছেলেই প্রেম ভেঙে গেলে কবিতা লেখে! হিন্দি গান তো বটেই, অনেক ইংরেজি গানেরও জন্ম হয়েছে হৃদয় ভেঙে যাওয়ার ব্যথা থেকে...

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০১:১৩
Share: Save:

কে বলে শুধু বাঙালি ছেলেই প্রেম ভেঙে গেলে কবিতা লেখে! হিন্দি গান তো বটেই, অনেক ইংরেজি গানেরও জন্ম হয়েছে হৃদয় ভেঙে যাওয়ার ব্যথা থেকে...

সেলেনা গোমেজ

২০১২ পর্যন্ত সেলেনা গোমেজের লাভলাইফ একেবারে রোলার কোস্টারের উপরে চড়ার মতো। জাস্টিন বিবারের সঙ্গে প্রেমপর্ব চলছিল চুটিয়ে। মিনিটে মিনিটে সোশ্যাল মিডিয়ায় দু’জনের অন্তরঙ্গ ছবি আপলোড। ফ্যানদের চোখের মণি ‘জেলেনা’। আর তার পরেই ব্রেকআপ। শোক সামলাতে পারেননি চব্বিশ বছরের মেয়ে। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ডিপ্রেশন... ব্রেকআপের দু’বছরের মধ্যে ভর্তি হতে হয় অ্যারিজোনার এক রিহ্যাবে। সুস্থ হয়ে ফিরলেনও তিনি। আর যাকে বলে রিটার্ন উইথ আ ব্যাং, ‘দ্য হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস’ গান নিয়ে। নিজে যদিও কোথাও স্বীকার করেননি, এটা ভাঙা হৃদয় থেকেই বেরোনো। তবে ফ্যানদের কাছে লুকোতে পারেননি সেলেনা। লুকোবেন কেমন করে, বিচ্ছেদ যন্ত্রণা যে গানের ছত্রে ছত্রে! ‘তোমার মিথ্যেগুলো বুলেটের মতো’। আর সাদাকালো মিউজিক ভিডিয়োতে যে সারাক্ষণ কেঁদেই গেলেন সেলেনা।

জাস্টিন বিবার

জাস্টিন বিবার জানতেন সেলেনার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ তিনি। বছর কয়েক সেটা কাউকে বুঝতে দেননি বটে। কিন্তু ভাঙা হৃদয়ের যন্ত্রণা কি লুকানো যায়? বিবারও পারেননি। উপলব্ধি করেন নিজের ভুল। ঘনিষ্ঠ অনেককে বলেওছিলেন সে কথা। ২০১৫ সালে সেলেনার জন্য লেখেন ‘সরি’। প্রথমে বিবারও স্বীকার করছিলেন না, এ গান সেলেনার উদ্দেশেই। তবে গত বছর এক টিভি শোয়ে এসে মেনে নেন, এ গান প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজের জন্যই লেখা।

টেলর সুইফ্ট

নিজে ‘ব্ল্যাঙ্ক স্পেস’ গানটা নিয়ে টুইটারে অনেক মজা করেছেন। কিন্তু ফ্যানদের বুঝতে বাকি নেই, টেলর সুইফ্টের এ গানের উৎস গায়ক হ্যারি স্টাইল্‌সের সঙ্গে তাঁর বিচ্ছেদ। ব্রেকআপ কখনওই মধুর হয় না। তাঁদের ক্ষেত্রেও হয়নি। হলিউডের গুজব, একসঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন দু’জনে। সেখানেই হ্যারির ফোনে টেলর দেখতে পান অন্য এক মেয়ের সঙ্গে তাঁর প্রেমিকের অন্তরঙ্গ ছবি। এটা সকলের জানা, ছুটি থেকে দু’জনে আলাদা আলাদাই ফিরেছিলেন। গানের লিরিক্‌স তো বটেই, এমনকী গানের কভারেও বেশ বিষণ্ণ মুখে গায়িকার ছবি। আর হাতে লেখা, ‘ছেলেরা যন্ত্রণায় বিদ্ধ করে ভালবাসা চায়’। আগেও একবার বিচ্ছেদের পর সম্পর্ক জোড়া লাগে দু’জনের। কিন্তু দ্বিতীয় বারের পর আর সে সম্ভাবনা দেখা যায়নি।

জাস্টিন টিম্বারলেক

তাঁদের যে বিচ্ছেদ হতে পারে, এ স্বপ্নেও ভাবেনি ফ্যানরা। জাস্টিন টিম্বারলেক আর ব্রিটনি স্পিয়ার্সের তিন বছরের সম্পর্ক তখন আধুনিক সম্পর্কের পোস্টার। হঠাৎই ব্রেকআপ। এবং জাস্টিনের গান ‘ক্রাই মি আ রিভার’। না, এ গান তাঁদের ভাল সময়ের কথা মাথায় রেখে লেখা নয়। বরং ব্রিটনির যে ছবি তুলে ধরেছিলেন গানের মাধ্যমে, তা নিয়ে শোরগোল পড়ে যায় হলিউডে। গানের ভাষ্য অনুযায়ী, মেয়েটি ‘চিট’ করে ছেলেটাকে। পরে আবার ফেরত আসতে চায়। তাই ছেলেটি বলে, কেঁদে নদী তৈরি করলেও এ সম্পর্ক আর জোড়া লাগবে না। তবে ব্রিটনিও হাত গুটিয়ে বসে থাকেননি। পরে তিনিও লেখেন আর একটা গান, ‘লায়ার’!

মাইলি সাইরাস

লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে মাইলি সাইরাসের সম্পর্ক কোনও দিনই মসৃণ ছিল না। দু’-দু’বার এনগেজমেন্ট ভেঙে গিয়েছে। আবার জোড়াও লেগেছে সম্পর্ক। কিন্তু শেষে মাইলি সিদ্ধান্ত নেন, এ সম্পর্ক আর তিনি চালিয়ে যাবেন না। আর সে কথাই প্রকাশ করেছেন ‘লাস্ট গুডবাই’ গানের মাধ্যমে। গানটা রিলিজ হওয়ার আগেই ইউটিউবে মাত্র কিছু সময়ের জন্য ভুল করে আপলোড হয়ে যায়। আর সেখানেই বেশ যন্ত্রণাবিদ্ধ মাইলিকে দেখতে পেয়েছেন ফ্যানরা। গানের কথাগুলোও লিয়ামকে উদ্দেশ করেই। ‘‘মনে হচ্ছে আমরা ভেতর ভেতর মরে যাচ্ছি। কেউই আমাদের বাঁচাতে পারবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE