Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাজ-সিমরন... বছর কুড়ি পর

২০ অক্টোবর... দু’দশক আগে এই দিনেই রিলিজ করেছিল ‘দিলওয়ালে দুলহনিয়া...’। ২০১৫তে সেই দিনেই শাহরুখ-কাজল আবার শ্যুটিং ফ্লোরে। হায়দরাবাদের সেটে সেই দৃশ্য দেখে এলেন ইন্দ্রনীল রায়।২০ অক্টোবর... দু’দশক আগে এই দিনেই রিলিজ করেছিল ‘দিলওয়ালে দুলহনিয়া...’। ২০১৫তে সেই দিনেই শাহরুখ-কাজল আবার শ্যুটিং ফ্লোরে। হায়দরাবাদের সেটে সেই দৃশ্য দেখে এলেন ইন্দ্রনীল রায়।

২০১৫

২০১৫

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৫ ০০:১৫
Share: Save:

মাঝখানে কুড়ি বছর।

এর মধ্যে মুম্বইয়ের মরাঠা মন্দিরেই ছবিটি চলেছে টানা ১৯ বছর।

কোটি কোটি মানুষ ‘‘বড়ে বড়ে শহরো মে অ্যায়সে ছোটি ছোটি বাতে…’’ ডায়লগটা এর মধ্যে আউরেছেন।

আশা ভোঁশলের গলায় ‘ঠান্ডি ঠান্ডি’ শব্দ দুটো বহু মানুষ টেপ রেকর্ডারের যুগে রিওয়াইন্ড করে শুনেছেন। সুইৎজারল্যান্ডে বেড়াতে গেলে যে রেল স্টেশনে রাজ ‘পালাট’ বলে সিমরনকে, সেটা দেখতে ট্যুর অপারেটরকে আলাদা করে অনুরোধ করেছেন ভারতীয় পর্যটকেরা।

আর আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটার পর থেকেই হিন্দি সিনেমায় সুপারস্টার ক্লাবে নিজের নামটা সারাজীবনের জন্য লিখে ফেলেছেন শাহরুখ খান।

ওহ, একটা গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়নি। শাহরুখ-কাজল জুটি নিয়ে সিনেমা-প্রেমিকদের চিরকালীন রোম্যান্সের শুরুও সেই ১৯৯৫ সালের ২০ অক্টোবর থেকে।

কাট টু ২০ অক্টোবর ২০১৫।

সপ্তমীর সকাল, হায়দরাবাদের রামোজি রাও স্টুডিও। একসঙ্গে শ্যুটিং করছেন শাহরুখ-কাজল। আবার। ছবির নাম ‘দিলওয়ালে’। পরিচালক রোহিত শেঠি।

শুধু শাহরুখ আর কাজলকে সেটে একসঙ্গে দেখার জন্যই রেড চিলিজ এন্টারটেনমেন্ট ভারতবর্ষের সব মিডিয়াকে আমন্ত্রণ করেছে নিজামের শহরে। সেই একই দিনে।

মাঝখানে ২০ বছর।

আজও সেই এক কেমিস্ট্রি

গ্যারেজের সেট। রোহিত শেঠির ছবি বলেই বোধহয় নানা ফ্যান্সি গাড়ি দাঁড়িয়ে। একটু দূরেই দাঁড়িয়ে শাহরুখের সেই বিখ্যাত ভ্যানিটি ভ্যান। তার পাশেই ৫৫৫ নম্বরের চেনা নীল বিএমডব্লিউ গাড়িটা। কুড়ি দিনের বেশি কোথাও শ্যুটিং করলে মুম্বই থেকে ভ্যানিটি ভ্যান এবং গাড়ি দু’টোই চলে যায় লোকেশনে — এমনটাই বলেছিলেন কিং খানের প্রচারের দায়িত্বে থাকা মান্ডভি শর্মা।

কিন্তু তাঁরা কোথায়?

মোবাইল ফোন বন্ধ করার সঙ্গে সঙ্গেই আবির্ভাব হল দু’জনের। ‘সিমরন’ বটল গ্রিন গাউন পরে সেটে একা একা ঘুরছেন। হাতে জলের গ্লাস। সঙ্গে স্টাইলিস্ট।

আর ‘রাজ মলহোত্র’ কই?

সেটের এক কোণে তখন জ্যাকেট আর গ্রে প্যান্ট পরে হাতে আইফোন সিক্স নিয়ে পায়চারি করছেন তিনি। কফি মাগ নিয়ে একজন তাঁর আশেপাশে ঘুরছেন। এর মধ্যেই আয়না ধরা হয়েছে সামনে। ফোনে কথা বলতে বলতে কোনও হেলদোল ছাড়াই চুলটা ঠিক করলেন কেকেআর-এর মালিক।

আলো ক্রমশ কমে আসছে তাই তড়িঘড়ি করে শুরু হল শ্যুটিং।

লাইটস, ক্যামেরা, অ্যাকশন... ‘দিলওয়ালে দুলহনিয়া...’ মুক্তি পাওয়ার কুড়িতম বর্ষপূর্তিতে সেই একই রকম কেমিস্ট্রি। শট ওভার। সে দিনের মতো প্যাক আপ। আলাদা করে কোনও ইন্টারভিউ হবে না তা আগেই বলে দেওয়া হয়েছিল। আধ ঘণ্টার মধ্যে মেক আপ তুলে ফের ঢুকলেন সেটে। সামনে মিডিয়া। অন্য দিকে রাজ-সিমরন।

আইসল্যান্ডে ওঁরা দু’জন

আড্ডার আগে অবশ্য অন্য প্ল্যান ছিল ‘টিম দিলওয়ালে’র। বিরাট টিভিতে ‘দিলওয়ালে’র শ্যুটিংয়ের কিছু অংশ ও গান দেখালেন পরিচালক রোহিত শেঠি। টিভির পাশে তখন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন শাহরুখ। কাজল বসে চেয়ারে। বুলগারিয়াতে ‘চেজ সিকোয়েন্স’, বরুণ ধবনের নাচ, প্রায় ১৪ মিনিটের ক্লিপ দেখানো হল।

শুধু এটুকু দেখাতে এত বড় প্রেস জাঙ্কেট? এই চিন্তাটা মাথায় আসব আসব করছে, এমন সময়ই মোক্ষম তাসটা বের করলেন শাহরুখ।

দেখানো হল কাজল-শাহরুখের আইসল্যান্ডের সেই গানটা।

সেই চিরাচরিত ভঙ্গিতে হাত দু’টো বের করে শাহরুখ, আইসল্যান্ডের কালো বালির বিচে শিফন শাড়িতে কাজল। সঙ্গে প্রীতমের সুরে গান।

‘সুরজ হুয়া মধ্যম’ না এই গানটা, ফার্স্টলুক বেরোনোর পর এই তর্ক শুরু হতে বাধ্য। গান দেখে মিডিয়া স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিয়ে ওঠার পর শুরু হল আড্ডা।

কাজলকে দিয়ে জোর করে কিছু করানো যায় না

জিজ্ঞেস করলাম শাহরুখকে, আগের বছর ‘হ্যাপি নিউ ইয়ার’, তার আগের বছর ‘চেন্নাই এক্সপ্রেস’... এ বছর ‘দিলওয়ালে’। প্রত্যেকবার আগের বছরের থেকে আরও ব়ড় ক্যানভাসের ছবি বানানোর পিছনে রসায়নটা কী কিং খানের?

সিগারেট ধরালেন শাহরুখ। বললেন, ‘‘আমি আসলে প্রত্যেক বছর নিজেকে চ্যালেঞ্জ জানাতে ভালবাসি। আমার কাছে দর্শকদের প্রত্যাশাটাও ক্রমশ বেড়ে চলেছে। ওরা আমার কাছে এই লার্জার দ্যান লাইফ ছবিগুলো চায়। তাই এইরকম ছবি বানাই।’’

কথায় কথায় এটাও জানান, তিনি নিজেই এই ছবির জন্য কাজলকে অনুরোধ জানিয়েছিলেন অভিনয় করার জন্য।

‘‘কাজলকে রিকোয়েস্ট করেছিলাম। কাজল এমন অভিনেত্রী, ওকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। ও যতক্ষণ না নিজে কনভিন্সড হচ্ছে ও কিচ্ছু করবে না। আমরা সবাই গ্রেটফুল ও এই ছবিটা করতে রাজি হয়েছে,’’ বললেন শাহরুখ। পাশে বসে শাহরুখের কথা শুনে তখন মিটিমিটি হাসছেন তনুজা-কন্যা।

‘ডিডিএলজে’র ২০তম বর্ষপূর্তি, সামনে রাজ-সিমরন—স্বাভাবিক ভাবেই চলে আসে সেই ছবির প্রসঙ্গ।

প্রশ্ন শুনেই হেসে ফেলেন দু’জন। আড়চোখে শাহরুখকে দেখেন কাজল। তার পর ‘কেয়ার করি না’ মেজাজে হাসতে হাসতে বলেন, ‘‘ডিডিএলজে-এ একটা ইতিহাস। আর আমার যেটা অদ্ভুত লাগছে, কুড়ি বছর পরে ঠিক সেই দিনটাতে আমি শাহরুখের সঙ্গেই অভিনয় করছি। এটা আমার কাছে একটা ব্লেসিং।’’

শাহরুখ একটুও বদলায়নি

শাহরুখ অবশ্য আরও এক ধাপ এগিয়ে। কাজলের কথার রেশ ধরেই তিনি বলেন, ‘‘এমন ছবি বানাব যা নিয়ে কুড়ি বছর পরেও মানুষ কথা বলবে এমনটা ভেবে কিন্তু আমরা ‘ডিডিএলজে’র শ্যুটিং করিনি। আমরা একটা ভাল ছবি বানাতে চেয়েছিলাম। আর যে ডায়লগগুলো লোকের মুখে মুখে ফেরে সেগুলো কিন্তু তখন বলার সময় কেউ বুঝিনি এমন ‘কাল্ট’ হয়ে যাবে। ‘ডিডিএলজে’ বানানো যায় না, ওটা হয়ে যায়।’’

কথা বলতে বলতে কাজলের সঙ্গে সমানে চলে খুনসুটি। বয়সে অনেক ছোট বরুণ ধবন তখন উচ্ছ্বসিত প্রশংসা করছেন শাহরুখস্যারের আর কাজলম্যামের। এর মধ্যেই নবাগত কৃতী শানন যে আগামী দিনের বড় স্টার সেটাও নিজে মুখে বলেন শাহরুখ।

তবে এত কিছুর পরেও কাজলকে নিয়ে একটা কমপ্লেন যে তাঁর রয়ে গিয়েছে, সেটা স্বীকার করেন শাহরুখ।

‘‘এত ট্যালেন্টেড অভিনেত্রী, কিন্তু ওকে নিয়ে আমার একটাই অভিযোগ, বড্ড কম কাজ করল কেরিয়ারে। আরও অনেক বেশি কাজ করতে পারত। দর্শকদের সেই অর্থে বঞ্চিত করল কাজল। এটা আমি অনেক দিন বলেছি ওকে,’’ বেশ হতাশার সঙ্গেই বলেন শাহরুখ।

কাজল অবশ্য এ সবের ধার ধারেন না। তাঁর মুখে শুধু শাহরুখের প্রশংসা। ‘‘শাহরুখ আর আমার টাইমিংটা এমন যে মনে হয় না আমরা অভিনয় করছি। আমি ঠিক বুঝতে পারি ও কী করতে চলেছে। আর একটা জিনিস এই কুড়ি বছরেও বদলায়নি, ‘ডিডিএলজে’র সময়ও যা এনার্জি ছিল ওর আজও ২০১৫তেও একই এনার্জি। শুধু একটু বয়স বেড়েছে বাকি কিছুই বদলায়নি,’’ হাসতে হাসতে বলেন কাজল।

সারা দিনের শ্যুটিংয়ের পর তখন বিদায়ের সময়। রাতে আবার পার্টি।

সবার সঙ্গে কথা বলে ধীরে ধীরে হোটেলের দিকে এগিয়ে যান দু’জনে। আজকে আর তাঁদের আটকানোর কেউ নেই। হেঁটে হেঁটে দু’জনে যাচ্ছেন — এই দৃশ্যটা দেখে হঠাৎ করে ‘ডিডিএলজে’র ক্লাইম্যাক্সে গম্ভীর গলায় অমরিশ পুরীর, ‘‘যা সিমরন যা, জি লে আপনি জিন্দেগি। ইস লড়কে সে জাদা প্যায়ার তুঝে কোই নেহি কর সকতা...’’ ডায়লগটিও মনে উঁকি মারে।

সত্যি কুড়ি বছর পরেও সেই একই রকম ম্যাজিক শাহরুখ-কাজলের।

ভুল লিখলাম।

রাজ-সিমরনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

abpnewsletters
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE