Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Presents

স্বর্ণ ঋণপত্র (গোল্ড বন্ড)

কাগুজে সোনায় লগ্নি করতে আগ্রহী? এসেছে গোল্ড বন্ড। আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। আসুন তার বৈশিষ্ট্যগুলি জেনে নিই

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ০১:০৩
Share: Save:

কাগুজে সোনায় লগ্নি করতে আগ্রহী? এসেছে গোল্ড বন্ড। আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। আসুন তার বৈশিষ্ট্যগুলি জেনে নিই

সারকথা

• সরাসরি সোনা না-কিনে, এ ক্ষেত্রে ঘরে আনা যাবে কাগুজে সোনা। বন্ড বা ঋণপত্র কেনার মাধ্যমে।

• এই প্রকল্প শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং সংস্থার জন্য।

• প্রথম পর্যায়ে কেনার জন্য আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত।

• ইস্যু বাজারে আসবে ২৬ নভেম্বর।

• গোল্ড বন্ডের ক্ষেত্রে প্রথম পর্যায়ে প্রতি গ্রাম সোনার দাম ২,৬৮৪ টাকা ধার্য করা হয়েছে।

কী ভাবে কেনা?

• বন্ড বিক্রি হবে ব্যাঙ্ক ও ডাকঘরে।

• প্রথমে কেওয়াইসি জমা দিয়ে খুলতে হবে একটি সাধারণ ‘জিরো ব্যালান্স’ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। খোলা যাবে জয়েন্ট অ্যাকাউন্টও। নাবালকের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন অভিভাবক।

• একটি ফর্ম ভরে তা ওই ব্যাঙ্ক অথবা ডাকঘরে জমা দিতে হবে। সেখানেই কতটা সোনা আপনি কিনতে চান, তা-সহ বিভিন্ন তথ্য জানাতে হবে।

• কিনতে হবে কমপক্ষে ২ গ্রাম সোনা। তবে প্রতি অর্থবর্ষে সর্বোচ্চ সীমা ৫০০ গ্রাম।

• ওই অ্যাকাউন্টে বন্ড কেনার জন্য জমা দিতে হবে টাকাও।

• বন্ডের জন্য একটি হোল্ডিং সার্টিফিকেট মঞ্জুর করা হবে।

• শেয়ার বাজারে ওই বন্ড লেনদেন করতে চাইলে, তা নিতে হবে ডি-ম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে।

• ডি-ম্যাটে বন্ড নিতে চাইলে প্রথমেই তা জানিয়ে দিতে হবে। বন্ড সার্টিফিকেট হাতে পাওয়ার পরেও তা ডি-ম্যাট করা যেতে পারে।

• এ জন্য যে কোনও জিপজিটরি পার্টিসিপেন্ট (ডিপি)-এর কাছে ডি-ম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে।

মেয়াদ কত?

আট বছর। তবে ৫ বছর পর থেকেই তা ভাঙানোর সুযোগ থাকবে।

সুদ ও সুবিধা

• সুদ বছরে ২.৭৫%।

• এই ঋণপত্র এক্সচেঞ্জে লেনদেন হবে। ফলে ভাঙানোর সময়ে তার দাম বাড়লে, সেই লাভ গ্রাহকের।

• বন্ড কেনা ও বেচা— দু’ক্ষেত্রেই আগের সপ্তাহের সোম থেকে শুক্র, এই পাঁচ দিনের গড় সোনার দরের ভিত্তিতে বন্ডের দাম ঠিক হবে। এ ক্ষেত্রে গ্রাহ্য হবে ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ঘোষিত দাম।

• সোনা কিনে বাড়িতে রাখার ঝুঁকি বা লকারে রাখার ঝক্কি এখানে নেই।

• ব্যাঙ্কের কাছে এই বন্ড বন্ধক রেখে নেওয়া যাবে ঋণও।

করছাড়?

গোল্ড বন্ডে পাওয়া সুদ করযোগ্য। বন্ড বেচার সময়ে সোনার দাম বাড়লে, দিতে হবে মূলধনী লাভ-করও।

জমিই হোক বা সঞ্চয়। আপনার যে কোনও বিষয়-সমস্যা নিয়ে
বিশেষজ্ঞের পরামর্শের জন্য লিখুন।
ঠিকানা ও ফোন নম্বর জানাতে ভুলবেন না।
‘বিষয়’, ব্যবসা বিভাগ,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা, পিন-৭০০০০১।


ই-মেল: bishoy@abp.in

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE