Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Presents

আপনাদের প্রশ্ন

আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরি করি। বিবাহিত, বয়স ২৬। বেতন ৩৭,৮০০ টাকা। সংসার খরচ ও বাড়ি ভাড়া দিয়ে মাস গেলে হাতে ১২,০০০ টাকা থাকে।

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০০:৪৯
Share: Save:

• আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরি করি। বিবাহিত, বয়স ২৬। বেতন ৩৭,৮০০ টাকা। সংসার খরচ ও বাড়ি ভাড়া দিয়ে মাস গেলে হাতে ১২,০০০ টাকা থাকে। এর মধ্যে বাড়িতে ৫,০০০ টাকা পাঠাতে হয়। এর পর গাড়ি ও ফ্ল্যাট কিনতে চাই। এ জন্য কী ভাবে সঞ্চয় করব?

মহম্মদ সেলিম, বর্ধমান

আমাদের অনেকের মধ্যেই প্রবণতা দেখা যায় চাকরি জীবন শুরুর পর পরই বাড়ি বা গাড়িতে লগ্নি করার। কিন্তু আমরা ভুলে যাই যে, এ ছাড়াও জীবনে অনেক লক্ষ্যপূরণ বাকি রয়েছে। তাই আপনাকেও বলব প্রথমে নিজের অবসরের সঞ্চয়, চিকিৎসা বিমা, ভবিষ্যতে সন্তানের পরিকল্পনা থাকলে তার জন্য সঞ্চয়ের চিন্তা করে নিন। তারপর বরং ফ্ল্যাট ও গাড়ি কেনার পথে পা বাড়ান।

প্রথমেই চেষ্টা করুন এ জন্য একটি সময় স্থির করে নিতে। অর্থাৎ, ৫ বছর পরে কিনবেন, নাকি ১০ বছর পরে। এ বার সেই অনুসারে হাতে থাকা ৭,০০০ টাকা রেকারিং ডিপোজিট বা মিউচুয়াল ফান্ড এসআইপি-তে লগ্নির মাধ্যমে তহবিল গড়ে তুলুন। চাইলে সাহায্য নিতে পারেন দু’টি প্রকল্পেরই। দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে নিজের সাধ্য মতো লগ্নি করে যান। দেখবেন সেই টাকা যেন অন্য কোথাও খরচ না-হয়। আর তহবিল যত বেশি হবে, ঋণের পরিমাণ ততই কমবে। একই হারে কমবে মাসিক কিস্তিও।

তবে কোনও ক্ষেত্রেই তাড়াহুড়ো করবেন না এবং নিজের সাধ্যের বাইরে গিয়ে লগ্নি করবেন না। তাতে আখেরে ক্ষতি হবে আপনারই। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে লগ্নির অঙ্ক বাড়াতে থাকুন। তবে দেখবেন, বাড়ি কেনার জন্য যে-টাকা রেখেছেন, তা যেন গাড়ি কিনতে ব্যবহার না-হয়। আপনার আগে প্রয়োজন ফ্ল্যাটের। তাই সেটার জন্যই প্রথমে সঞ্চয় শুরু করলে ভাল হবে বলে আমার ধারণা।

পরামর্শদাতা: শৈবাল বিশ্বাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

financial planning readers question bisoy ashoy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE