Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Presents

হাতে আর চার দিন

সামনেই ৩১ অগস্ট। রিটার্ন জমার শেষ দিন। তার আগেও ধন্দ আর ধোঁয়াশার যেন শেষ নেই আয়কর রিটার্নের নতুন ফর্ম আর নিয়ম ঘিরে। ফের প্রশ্ন অনেক। উত্তর যতটা সম্ভব। যাতে সকলের কাজে লাগেসামনেই ৩১ অগস্ট। রিটার্ন জমার শেষ দিন। তার আগেও ধন্দ আর ধোঁয়াশার যেন শেষ নেই আয়কর রিটার্নের নতুন ফর্ম আর নিয়ম ঘিরে। ফের প্রশ্ন অনেক। উত্তর যতটা সম্ভব। যাতে সকলের কাজে লাগে

অমিতাভ গুহ সরকার
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০০:৪২
Share: Save:

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্বামী-স্ত্রী দু’জনের নামেই। প্রথম নাম স্ত্রীয়ের। সে ক্ষেত্রে স্ত্রীয়ের যদি আয় না-থাকে এবং সঞ্চয়ের ওই টাকা যদি স্বামীর কাছে উপহার হিসেবে পান, তা হলেও তাঁর ক্ষেত্রে কর প্রযোজ্য হবে?

বাজেটে ৮০ বছরের বেশি বয়স্কদের জন্য স্বাস্থ্য খাতে খরচ বাবদ ৩০ হাজার টাকা করছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি না-হয়ে করা নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষাও কি এই সুবিধার আওতায় পড়বে?

মহীতোষ মজুমদার

স্বামী যদি উপহার বাবদ অর্থ স্ত্রীকে দেন, তবে তা থেকে হওয়া আয় স্বামীর রোজগারের সঙ্গে যুক্ত করা হতে পারে। অর্থাৎ তার উপর করের দায় স্বামীর উপর বর্তাতে পারে। স্বামী ও স্ত্রীয়ের মধ্যে আয় এবং কর সংক্রান্ত সমীকরণ হল, টাকা যাঁর, আয়ও তাঁর। এবং করের দায় অবশ্যই তাঁর।

বাবা-মায়ের অসুখ প্রতিরোধমূলক (প্রিভেন্টিভ) স্বাস্থ্য পরীক্ষা খরচ বাবদ বছরে ৩০,০০০ টাকা পর্যন্ত ৮০ডি ধারায় করছাড় যোগ্য।

আমি অবসরপ্রাপ্ত নাগরিক। এলআইসি-র জীবন সুরক্ষা পলিসি প্লেন করেছিলাম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পেনশন প্রকল্পে রূপান্তরিত করেছি। প্রকল্পটি থেকে মাসে মাসে পাওয়া ওই পেনশন কি করযোগ্য?

এ কে সাহা

জীবন সুরক্ষা পলিসি থেকে প্রাপ্ত পেনশন বেতনের মতোই করযোগ্য।

আগের সংখ্যায় মেয়াদি জমার বিষয়ে জানানো হয়েছিল যে, সুদ ১০ হাজার টাকার বেশি হলে, তা করযোগ্য। আবার ওই দিনই অন্য প্রশ্নের উত্তরে লেখা হয়, ২৮,০০,০০০ টাকার মেয়াদি জমার উপর সুদে কোনও কর দিতে হবে না। কোনটি ঠিক?

শিবব্রত ঘোষ

দুটোই ঠিক। সেভিংস অ্যাকাউন্টে প্রাপ্ত ১০,০০০ টাকা পর্যন্ত সুদ আয়কর আইনের ৮০ টিটিএ ধারা অনুযায়ী করমুক্ত। মেয়াদি জমায় বাৎসরিক সুদ ১০ হাজার টাকার কম হলে তা থেকে উৎসে কোনও কর (টিডিএস) কাটা হয় না। কোনও ব্যক্তির যদি ২৮,০০,০০০ টাকা মেয়াদি জমা হিসেবে থাকে এবং তা থেকে বাৎসরিক আয় ৩ লক্ষের কম হয় (প্রবীণ নাগরিকের ক্ষেত্রে) এবং সংশ্লিষ্ট ব্যক্তির যদি অন্য কোনও সূত্র থেকে আয় না থাকে, তবে ওই মেয়াদি জমার সুদে কর ধার্য হবে না। কারণ ৩ লক্ষ পর্যন্ত আয় প্রবীণ নাগরিকের ক্ষেত্রে করমুক্ত।

আমার দু’টি প্রশ্ন—

ক) ২০১৪-’১৫ আর্থিক বছরে আমি ৩ লক্ষ টাকা লগ্নি করেছি সিনিয়র সিটিজেন স্কিমে। আমি কি ১.৫ লক্ষ পর্যন্ত টাকার পুরোটা আয়কর আইনের ৮০ সি ধারায় ছাড় পাব?

খ) ২০১৫-’১৬ আর্থিক বছরে ২ লক্ষ টাকা লগ্নি করেছি এলআইসি-র বরিষ্ঠ বিমা যোজনায়। এখানেও কি ১.৫ লক্ষ পর্যন্ত টাকার পুরোটা ৮০ সি ধারায় কর ছাড় পাব?

মিহির কুমার গঙ্গোপাধ্যায়

২০১৪-’১৫ অর্থবর্ষে যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৩ লক্ষ টাকা রেখে থাকেন, তা হলে ৮০সি ধারায় সর্বাধিক ১.৫ লক্ষ টাকার উপর করছাড় পাবেন। তবে বরিষ্ঠ বিমা যোজনায় লগ্নিতে ৮০ সি ধারায় কর ছাড় পাওয়া যায় না।

২০১৪-’১৫ আর্থিক বছরের আয়কর রিটার্ন জমা দিয়েছি। আমার প্রশ্ন ২০১৫-’১৬ আর্থিক বছরের জন্য।

৬০ বছরের বেশি বয়সের অবসরপ্রাপ্ত নাগরিক আমি। মাসে ২,১০৯ টাকা পেনশন পাই। ৬০ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা রেখেছি ৮.৮৫% সুদে। এ ছাড়া অন্য আয় নেই।

সুতরাং, প্রতি আর্থিক বছরে ব্যাঙ্কের সুদ থেকে আমার আয় ৫,৩১,০০০ টাকা। পেনশন থেকে ২৫,৩০৮ টাকা। সব মিলিয়ে ২০১৫-’১৬ আর্থিক বছরে মোট আয় ৫,৫৬,৩০৮ টাকা। প্রশ্ন হল—

ক) আমার কি ১৫এইচ ফর্ম জমা দেওয়ার পরে ৫,৩১,০০০ টাকা ব্যাঙ্ক সুদের উপর ১০% হারে কর দেওয়া উচিত? নাকি মোট আয় ৫,৫৬,৩০৮ টাকার উপর ১০% কর হিসাব হবে?

খ) উপরের হিসাব অনুযায়ী আমার করযোগ্য আয় ৫,৫৬,৩০৮ টাকা। ৩ লক্ষ টাকা পর্যন্ত করছাড়। তারপর ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ১০% করের হিসেব দাঁড়াচ্ছে ২০,০০০ টাকা। ৫ লক্ষ থেকে ৫,৫৬,৩০৮ টাকা পর্যন্ত ২০% হিসেবে করের হিসাব ১১,২৬২ টাকা। যোগ করলে ৩১,২৬২ টাকা। এর উপর ৩% সেস হিসাব করলে হয় ৯৩৮ টাকা। ৮০সি/৮০ডি-র আওতায় কোনও সঞ্চয় হিসাব না-করে এই হিসাবে করের পরিমাণ হচ্ছে ৩২,২০০ (৩১,২৬২+৯৩৮) টাকা। আমার প্রশ্ন, কর হিসাবে আমাকে কত টাকা জমা দিতে হবে? ৫৫,৬৩০.৮০ (মোট টাকার ১০%) নাকি ৩২,২০০?

স্বরূপ কুমার দাস

আপনার আয় করযোগ্য। তাই ১৫ এইচ ফর্ম দাখিল করার কথা নয়।

সুদ বাবদ বছরে আয় ১০,০০০ টাকার বেশি হওয়ায় ব্যাঙ্ক উৎসে সুদ থেকে কর বাবদ ১০% অর্থাৎ ৫৩,১০০ টাকা কেটে নেবে। হিসেব মতো আপনার মোট কর দাঁড়ায় ৩২,২০০ টাকা। করের অঙ্ক কমতে পারে ৮০ সি/৮০ ডি ধারায় সঞ্চয় করলে। ব্যাঙ্ক যদি কর বাবদ ৫৩,১০০ টাকা কেটে নেয় এবং কর বাবদ নিট দায় যদি তার থেকে কম হয়, তবে কেটে নেওয়া অতিরিক্ত কর আপনাকে ফেরত পেতে হবে রিটার্ন দাখিল করে।

২০০৮-’০৯ হিসাব বর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি করতাম এবং দিল্লিতে ছিলাম। বেতন থেকে আয়কর কেটে নেওয়া হয়েছিল। ৪৮,২০০ টাকা টি়ডিএস দেখিয়ে ব্যাঙ্কই ফর্ম-১৬ ইস্যু করেছিল। সম্প্রতি আমি ২৬এএস যাচাই করতে গিয়ে দেখি আমার প্যানে ২২,৫০০ টাকা জমা করা হয়েছে। আবার আয়কর অফিসার একটি ডিমান্ড নোটিস পাঠিয়ে জানিয়েছেন প্যানে জমা হয়েছে মাত্র ১৫,০০০ টাকা। তিনি আরও ৪১,৩০০ টাকা জমা করার নির্দেশ দিয়েছেন। অথচ ব্যাঙ্ক তো তখন আমার থেকে ৪৮,২০০ টাকাই কেটে নিয়েছিল। আমি এখন অবসর নিয়েছি। কলকাতায় থাকি।

অরবিন্দ কুমার রায়

তথ্যপ্রমাণ-সহ পুরো ঘটনাটি জানিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চি‌ঠি লিখুন এবং তা জমা করে রসিদ নিন। রসিদ-সহ পুরো তথ্যপ্রমাণ আয়কর দফতরকে জানান। সংশ্লিষ্ট আই টি ও-র সঙ্গে সাক্ষাৎ করে পুরো তথ্য জানাতে পারেন। সাহায্য নিতে পারেন আয়কর বিশেষজ্ঞেরও।

আমার মেয়ে একটি ভারতীয় সংস্থায় কর্মরত। এ বছরের ৮ মার্চ থেকে ৩১ মার্চ সে ডেপুটেশনে দক্ষিণ আফ্রিকায় কাজ করে। সেই দেশের মুদ্রায় বেতন ও বসবাস ভাতা পায়। আর সেই আয় থেকে দক্ষিণ আফ্রিকা সরকার কর কেটে নেয়। ভারতে আয় বাবদ সংশ্লিষ্ট সংস্থা তাকে ফর্ম-১৬ ইস্যু করেছে। আমার মেয়ে ২০১৪-’১৫ অর্থবর্ষের জন্য আইটিআর-১ ফর্মে রিটার্ন ফাইল করেছে। এই ফর্মে রিটার্ন ফাইল করা ঠিক হয়েছে তো?

এস কে নাথ

আপনার মেয়ে ২৪ দিন দক্ষিণ আফ্রিকায় কাজ করেছেন এবং সেই বাবদ আয় করেছেন। ওই দেশে করও কেটে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ‘ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স’ চুক্তি আছে। তাই সেই আয়ের উপর ফের কর দিতে হবে না।

বিদেশের আয় আইটিআর-১ ফর্মে দেখানোর জায়গা নেই। তা দেখানো যায় আইটিআর-২ ফর্মে। বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে, তার তথ্যও জানাতে হবে। রিভাইজড রিটার্ন ফাইল করতে হতে পারে।



আমি তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে দু’টির তথ্য জানিয়ে রিটার্ন জমা দিয়েছি। এখন তিন নম্বর অ্যাকাউন্টের তথ্য কী ভাবে জানাব?

সিদ্ধার্থ বিশ্বাস

আপনার তিন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানানোর সুযোগ রয়েছে। আপনাকে রিভাইজড (সংশোধিত) রিটার্ন ফাইল করতে হবে।

প্রফেশনাল ট্যাক্স দেওয়ার পরে আমার মোট আয় দাঁড়ায় ৩,২৩,০০০ টাকা। ৮০ সি ধারায় কর সাশ্রয়কারী সঞ্চয় ১,৪১,০০০ টাকা। ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ২,০০,০০০ টাকার এবং হিসাব মতো তার থেকে সুদ পাওয়ার কথা ১৬,০০০ টাকা।

ব্যাঙ্ক যাতে টিডিএস না-কাটে সে জন্য আমার কি ১৫ জি ফর্ম জমা দেওয়া উচিত?

অসিত কর্মকার

আপনার দেওয়া তথ্য খুব পরিষ্কার নয়। আপনি নিজের বয়স জানাননি। ধরে নিচ্ছি আপনি প্রবীণ নাগরিক নন। অর্থাৎ আপনার করমুক্ত আয়ের সীমা ২.৫০ লক্ষ টাকা। আপনি লিখেছেন মোট আয় ৩,২৩,০০০ টাকা। এর মধ্যে সুদ বাবদ ১৬,০০০ টাকা ঢুকে আছে কি না, তা পরিষ্কার নয়। যদি না ঢুকে থাকে, তবে আপনার মোট আয় ৩,৩৯,০০০ টাকা। ৮০ সি ধারায় ১,৪১,০০০ টাকা সঞ্চয় করে থাকলে আপনার নিট আয় দাঁড়ায় ১,৯৮,০০০ টাকা যা করমুক্ত আয়ের মধ্যেই থাকবে। অর্থাৎ, সে ক্ষেত্রে আপনি ফর্ম ১৫ জি জমা করতেই পারেন।

আমি একটি সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। প্রত্যেক বছর একজন আয়কর বিশেষজ্ঞের মাধ্যমে কলকাতার আয়কর অফিসে সরাসরি রিটার্ন জমা করি। আমার প্রশ্ন—

ক) আয়কর রিটার্ন জমার পরে অনলাইনে কী করে স্টেটাস দেখব?

খ) নিজের জন্য কী ‌‌ভাবে ফর্ম-১৬ পার্ট-এ ডাউনলোড করব?

সরোজ কুমার মজুমদার

রিটার্ন ই-ফাইলিং পদ্ধতিতে দাখিল করা না-হলে, অনলাইনে স্টেটাস দেখার সুযোগ পাওয়া যায় না।

আপনি আয়কর দফতরের ওয়েবসাইট থেকে সরাসরি ফর্ম ১৬-এ ডাউনলোড করতে পারবেন না। তা শুধুমাত্র করতে পারেন আপনার নিয়োগকর্তা। নিয়োগকর্তা সকলের ফর্ম ডাউনলোড করে প্রত্যেক কর্মীকে নিজের-নিজের ফর্ম দেখার এবং প্রিন্ট নেওয়ার সুযোগ করে দিতে পারেন।

আমি একটি উচ্চ মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক এবং বেতন বছরে প্রায় ৭,০০,০০০ টাকা। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি মেয়াদি জমা থেকেও সুদ পেয়েছি। আমার প্রশ্ন—

ক) মেয়াদ উত্তীর্ণ হলে ওই মেয়াদি জমা থেকে যে টাকা পাব, তা সেভিংস অ্যাকাউন্টে জমা পড়ার আগেই কি ব্যাঙ্ক কর কাটবে?

খ) যদি ব্যাঙ্ক তা করে, তবে কি ওদের কাছ থেকে টিডিএস সার্টিফিকেট নিতে হবে?

গ) চলতি আর্থিক বছরের (২০১৫-’১৬) প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকে অফিস ভুলবশত আমার বেতন থেকে কোনও আয়কর কাটেনি। অগস্ট থেকে তা কাটা হয়েছে। আমাকে কি সে জন্য সুদ-সহ জরিমানা দিতে হবে?

নিরঞ্জন রায়চৌধুরী

ব্যাঙ্কের মেয়াদি জমায় যদি বার্ষিক সুদ ১০,০০০ টাকার বেশি হয়, তবে ব্যাঙ্ক বাৎসরিক ভিত্তিতে কর কেটে নেবে এবং আপনাকে টিডিএস সার্টিফিকেট ইস্যু করবে। আপনাকে প্রতি বছর রিটার্নে এই টিডিএস-এর তথ্য দেখিয়ে যেতে হবে। মেয়াদ শেষে ব্যাঙ্ক সুদ বাবদ বেড়ে ওঠা টাকা থেকে মোট টিডিএস বাদ দিয়ে নিট অঙ্ক সেভিংস অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।

হ্যাঁ। প্রতি বছর ব্যাঙ্ক থেকে আপনাকে টিডিএস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

না। আপনার কোনও সুদ বা জরিমানা দেওয়ার কথা নয়। উৎসে কর কেটে জমা দেওয়ার দায়িত্ব আপনার নিয়োগকর্তার। তা-না করা হলে তার দায় আপনার উপর বর্তানোর কথা নয়।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় পিপিএফ অ্যাকাউন্ট খুলেছি। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় কোন তথ্যের ফোটোকপি জমা দিতে হবে?

সত্যজিৎ মণ্ডল

আয়কর রিটার্নের সঙ্গে এখন অতিরিক্ত কোনও কাগজ দাখিল করতে হয় না। সংশ্লিষ্ট সব কাগজ নিজের ফাইলে রাখুন। যাতে চাইলে দেখানো যায়।

কেন্দ্রীয় সরকারি কর্মী। অর্ডন্যান্স ফ্যাক্টরিতে কাজ করি। যে-অংশ সরকার এনপিএসে (জাতীয় পেনশন ব্যবস্থা) জমা করে, মাসিক বেতনের স্লিপে সেটা আয় হিসেবে দেখানো হয়। যদিও বার্ষিক আয়কর কাটার নথিতে ওই টাকা বার্ষিক আয়ের মধ্যে ধরা হয় না। এনপিএসের যে-অংশটি আমি নিজে দিই, সেটি এবং VI-এ ধারার আওতাভুক্ত অন্য বিষয়গুলি যোগ করে (মোট ১,৫০,০০০ টাকা) তার ভিত্তিতে আমার অফিস টিডিএস তৈরি করে করছাড়ের জন্য। কিন্তু ওই হিসাবের মধ্যে এনপিএসে সরকারের দেওয়া টাকা ধরে না।

আয়কর রিটার্নে (সহজ আইটিআর-১) আমি কি সরকারের দেওয়া অংশ ৮০সিসিডি (কর্মীর দেওয়া টাকা) ধারায় কর ছাড় হিসাবে দাবি করতে পারব? এবং ফেরত পাব?

অভীক দে

প্রভিডেন্ট ফান্ডের মতোই এনপিএস অ্যাকাউন্টে সরকারের জমা করা টাকার উপর আপনি কোনও করছাড়ের সুবিধা পাবেন না। করছাড় পাওয়া যায় শুধুমাত্র নিজের জমা করা টাকার উপর।

কাজেই, আপনার আয়কর রিটার্নে করছাড় পাওয়ার জন্য এনপিএস অ্যাকাউন্টে সরকারের জমা করা টাকা দেখাতে পারেন না।

লেখক বিনিয়োগ বিশেষজ্ঞ
(মতামত ব্যক্তিগত)

জমিই হোক বা সঞ্চয়। আপনার যে কোনও বিষয়-সমস্যা নিয়ে বিশেষজ্ঞের পরামর্শের জন্য লিখুন। ঠিকানা ও ফোন নম্বর জানাতে ভুলবেন না। ‘বিষয়’, ব্যবসা বিভাগ, আনন্দবাজার পত্রিকা, ৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা, পিন-৭০০০০১। ই-মেল: bishoy@abp.in

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE