Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তব কুন্তলছায়া জুড়ে

আজ চতুর্থী। সারা পাড়া সেজে উঠেছে আলোয় গাঁথা মালায়। একটা উৎসবের আমেজে ছেয়ে আছে মন। ঠাকুর দেখা অবশ্য শুরু হয়ে গিয়েছে... সন্ধে ঘনায়, সাজের বহরও বাড়ে পাল্লা দিয়ে। পোশাক, মেকআপ তো আছেই, কিন্তু হেয়ারস্টাইলটিও যদি তার সঙ্গে যোগ্য সঙ্গত না করে, তা হলে কি সাজ পরিপূর্ণতা পায়? তাই রইল পুজো স্পেশ্যাল চুল বাঁধার কয়েকটি কায়দা। তার কোনওটি শাড়ি, চুড়িদারের সঙ্গে মানানসই, তো কোনওটি ফিউশন বা ওয়েস্টার্নের সঙ্গেরইল পুজো স্পেশ্যাল চুল বাঁধার কয়েকটি কায়দা। তার কোনওটি শাড়ি, চুড়িদারের সঙ্গে মানানসই, তো কোনওটি ফিউশন বা ওয়েস্টার্নের সঙ্গে

কমললতা

কমললতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ০০:১০
Share: Save:

কমললতা

এই ধরনের হেয়ারস্টাইলে পশ্চিমি পোশাকের সঙ্গে যেমন আপনাকে স্টাইলিশ লাগবে, তেমনই চুড়িদারের সঙ্গেও দিব্যি মানিয়ে যাবে। চুল পড়ার সমস্যা তো এখন কমবেশি সকলেরই আছে। এই ভাবে চুল বাঁধার বিশেষত্ব হল, আপনার চুলের ঘনত্ব যে কমছে, তা বোঝা যাবে না। প্রথমে চুলে হালকা করে মুজ় লাগিয়ে নিন। তার পর চুল ভাগ ভাগ করে নিন। সামনের একটা অংশ ধরে দু’আঙুলে চুল জড়িয়ে নিন (ঠিক যে ভাবে রোল খোঁপা করা হয়)। এ ভাবে দুটি ভাগের চুল পেঁচিয়ে নেওয়ার পর ক্লিপ দিয়ে আটকে রাখুন। এ বার সামনের চুল মিডল পার্ট করে নিন। সামনের অংশের চুল দুটো সেকশন করুন। এক-একটি সেকশনে খেজুর বেণি (একটি অংশ ধরে অন্য অংশ দিয়ে জড়িয়ে নিন) বাঁধুন। চাইলে অবশ্য একটি বেণিও বাঁধতে পারেন। বেণির নীচের অংশ ফুলের মতো ফুলিয়ে একটি খোঁপা করুন, যাতে ক্লিপগুলো ঢাকা পড়ে যায়।

মুকুটমণি

খুব স্টাইলিশ এই হেয়ারস্টাইল দেখে যতটা জটিল মনে হয়, আদতে তা করাটা কিন্তু খুব একটা কঠিন নয়। হালকা জেল বা মুজ় দিয়ে, ঠিক সামনের অংশে একটু ভলিউম দিন, উপরে তুলে ক্লিপ করুন। দু’ পাশের চুল জেল দিয়ে চেপে দিন। তার পর চুল সেকশন করে এক দিকে পেঁচিয়ে নিয়ে ক্লিপ করুন। বাদবাকি চুল পিছনে নিয়ে পনি করুন। এ বার তাকে ব্যাককুম্ব করে ফুলিয়ে দিন। চুল ভলিউম পাবে। চুড়িদার তো বটেই, ফিউশন ড্রেস কিংবা স্টাইলিশ কুর্তির সঙ্গেও স্বচ্ছন্দে এ ভাবে চুল বাঁধতে পারেন।

পুষ্পবেণি

এই হেয়ারস্টাইলকে আপনি মেসি ব্রেডও বলতে পারেন। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কৃতী শ্যানন, অনেক নায়িকাকেই হয়তো পর্দায় দেখেছেন এ হেন বেণি বাঁধতে। এ বার আপনার পালা। ক্যাজুয়াল ওয়েস্টার্ন, ফিউশন থেকে শুরু করে শাড়ি, চুড়িদার যে কোনও পোশাকের সঙ্গেই মানিয়ে যায় এই পুষ্পবেণি। তবে এটি করতে গেলে চুলের দৈর্ঘ্য বেশি হতে হবে। যাই হোক, মুজ় বা সেরাম দিয়ে চুল সাইড পার্টিং করে নিন। বেণি করুন, তবে খুব টাইট করে নয়। এ বার দু’হাত দিয়ে বেণি ছাড়িয়ে-ছাড়িয়ে দিন, যাতে তা চওড়া ও আনইভন লাগে। কপালের উপরের চুল আড়াআড়ি ভাবে কার্ভ করুন। দেখতে ভাল লাগবে।

কবরীমালা

সাইড পার্ট করে চুলে জেল লাগিয়ে নিন। তার পর চুল মাথার উপরে তুলে দশ মিনিট আটকে রাখুন। পিছনের চুল সাইডে এনে রাবারব্যান্ড লাগিয়ে পনি করুন। পনি উলটো দিক থেকে ব্রাশ (ব্যাককুম্বিং) করুন। ফুলে থাকা চুলে ঘাড়ের পাশে খোঁপা করে নিন। এ বার যে চুল ক্লিপ দিয়ে আটকানো ছিল, তা আড়াআড়ি ভাবে আঁচড়ে খোপার উপর এনে ক্লিপ করুন। শাড়ির সঙ্গে এ হেন খোঁপায় আপনার গ্ল্যামকোশেন্ট আরও বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hair style
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE