Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পরন সখা...

কাফতান। এক দিকে আরামদায়ক, অন্য দিকে কেতাদুরস্ত। পোশাকের জগতে কাফতানের আবেদন বাড়ছে ক্রমশ। হদিশ রইল পত্রিকায়কাফতান বেশ আলগোছে পরে নেওয়া যায়। এই পোশাকে দেখতেও বেশ ফ্যাশনেব্‌ল লাগে। কাফতান পরার অনেক সুবিধেও আছে...

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৬
Share: Save:

অলস উষ্ণ দুপুর বা ধরুন গুটিসুটি শীতের রাত, ঢিলেঢালা এই একটি পোশাকেই কাজ হাসিল। শুধু পোশাকের কাপড়টা পাল্টে নিলেই চলবে। গরমের দুপুরে সুতির, আর শীতের রাতে পশমের তৈরি। তুর্কি ‘কাপ টন’ থেকেই এই কাফতানের উৎপত্তি, যার মানে হল শরীর আবৃত রাখার বস্ত্র। সাধারণত সব বস্ত্রই শরীরের আবরণ। কিন্তু কাফতান বেশ আলগোছে পরে নেওয়া যায়। এই পোশাকে দেখতেও বেশ ফ্যাশনেব্‌ল লাগে। কাফতান পরার অনেক সুবিধেও আছে...

• রোজকার ব্যস্ত জীবনে সময়ের বড় অভাব। ফলে শারীরচর্চার সময় নেই। তাই বলে শরীরের গঠন বা খাঁজ নিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলারও দরকার নেই। কাফতানে শরীরের গঠন স্পষ্ট বোঝা যায় না। তাই যে কোনও আকারের শরীরের জন্যই এই বস্ত্র আদর্শ।

• ক্রান্তীয় অঞ্চলের বাসিন্দা হওয়ায়, এখানে বছরের মধ্যে দশ মাসই বেশ গরম। ফলে হালকা সুতির বা রেশমের কাফতান বেশ আরামদায়ক। কাফতানের গঠন এমনই, এর মধ্যে বায়ু সঞ্চালন খুব ভাল হয়। আরব বা পারস্য দেশের গরমে সেই জন্যই এই পোশাক বেছে নিয়েছে নারী-পুরুষ উভয়েই।

• গর্ভবতী অবস্থায় বা পোস্ট-প্রেগন্যান্সি পিরিয়ডেও এই পোশাক বাছতে পারেন স্বচ্ছন্দে।

• কোনও রকম সার্জারি হওয়ার পরে বা শরীর একটু খারাপ থাকলে আঁটোসাঁটো পোশাক পরতে কারই বা ভাল লাগে। তখনও বাছতে পারেন কাফতান।

কাফতানে কারিকুরি

কাফতান বলতে যদিও পা পর্যন্ত লম্বা ঝুলের পোশাকই বোঝায়, কিন্তু ফ্যাশন জগতে এই পোশাকেও ছুরি-কাঁচি চালিয়ে কেতাদুরস্ত করা হয়েছে।

• লং জ্যাকেট, শর্ট ড্রেস, লং ড্রেস, টপ ইত্যাদি বিভিন্ন কাটের পোশাকেই এই কাফতান স্টাইলকে কাজে লাগাচ্ছেন ডিজ়াইনাররা। ফলে স্থান অনুযায়ীও বাছতে পারেন বিভিন্ন রকমের কাফতান।

• সমুদ্রের সৈকতে বা পুলসাইডে বাছতে পারেন কাফতান স্টাইলের শর্ট ড্রেস।

• ঘুরতে গিয়ে বা শপিংয়ে জিন্‌সের উপরে পরতে পারেন কাফতান টপ।

• আর কাফতান জ্যাকেট তো যে কোনও টপ বা পোশাকের উপরে পরতেই পারেন।

• কাফতান স্টাইলের ব্লাউজ়ও এখন বেশ ট্রেন্ডি। তাই শাড়ির সঙ্গেও বেছে নিতে পারেন সুন্দর কাফতান ব্লাউজ়।

• আবার একই ভাবে শীতকালেও কাফতান পোশাক আরামদায়ক। এই পোশাকে শরীরের অনেকটা অংশই ঢাকা থাকে বলে শরীর গরম থাকে অনেক ক্ষণ। সে ক্ষেত্রে ফার বা পশমের কাফতান বেছে নিন।

শুধু খেয়াল রাখতে হবে, কোথায় যাচ্ছেন আর কোন সময়ে যাচ্ছেন সেটা ভেবেই নির্বাচন করতে হবে কাফতান পোশাক।

কাফতানের সঙ্গে চাই সাজ মানানসই

শুধু কাফতান পরলেই হল না, তার সঙ্গী অ্যাকসেসরিজ়ও কিন্তু সমান গুরুত্বপূর্ণ।

• কাফতান যেহেতু লম্বা ঝুলের, বিশেষত হাতার দিকেও ঝুল থাকে, তাই হাতে অনেক গয়না পরার দরকার নেই। তবে কাফতানের হাতার ঝুল ছোট হলে, হাতে গলিয়ে নিতে পারেন ব্যাঙ্গল। কানে রকমারি দুল পরতে পারেন কাফতানের সঙ্গে। কানে কিছু পরতে না চাইলে গলায় ভারী নেকলেস ভালই মানাবে।

• কাফতান লং ড্রেস পরলে অবশ্যই হিল পরার চেষ্টা করবেন। না হলে উচ্চতা খুব কম মনে হয়। কাফতান টপের সঙ্গে পালাজ়ো না পরে লেগিংস বা জিন্‌স পরলেই ভাল দেখাবে।

• কাফতানের সঙ্গে চুলের স্টাইলও করতে হবে ভেবেচিন্তে। দু’দিকে চুলের রাশি খুলে ফেলে রাখবেন না। কাফতানের সঙ্গে চুল বাঁধলে অনেক পরিষ্কার দেখায়। আর চুল খুলে রাখলেও এক দিকে বা দু’দিকে অবশ্যই ক্লিপ করবেন। সামনের চুলে টুইস্ট করে স্টাইল বদলাতেও পারেন। তবে চুল স্ট্রেট হলে সে সব কসরতের দরকার নেই।

কাফতান পরলেও খেয়াল রাখবেন, তার লম্বা ঝুল যেন মাটি ছুঁয়ে না যায়। তা হলে পোশাক তো নষ্ট হবেই, আর তা দৃষ্টিনন্দনও হবে না।

ঈপ্সিতা বসু ও নবনীতা দত্ত

মডেল: রিয়া বণিক, রিয়া ভট্টাচার্য, দ্যুতি; ছবি: দেবর্ষি সরকার, অমিত দাস (রিয়া ভট্টাচার্য); মেকআপ: ভাস্কর বিশ্বাস, উজ্জ্বল দত্ত (রিয়া ভট্টাচার্য); হেয়ার: অভিজিৎ দাস; স্টাইলিং: সুমিত সিংহ, পোশাক: সুমন নাথওয়ানি (রিয়া বণিক), আনোখি, ফোরাম মল (দ্যুতি), গ্লোবাল দেসি, ফোরাম মল (রিয়া ভট্টাচার্য ও দ্যুতি); গয়না: পূজা অগ্রবাল, লোকেশন: ভর্দে ভিস্তা ক্লাব, চকগড়িয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kaftan Dress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE