Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ত্বকের রক্ষাকবচ টোনার

এক দিকে ত্বক পরিষ্কার করে, আবার ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক করে তোলে সজীব। রইল টোনার ব্যবহারের টিপসমুখ ধোয়ার পরেই মুখটা কেমন যেন শুকনো লাগে। ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে তখন দরকার টোনার। ত্বকের ক্লেনজ়িং ও ময়শ্চারাইজ়িংয়ের ঠিক মাঝের সিঁড়িতে থাকে টোনার। অনেকেই হয়তো একে রূপচর্চার টিমে এক্সট্রা হিসেবে মাঠের বাইরে বসিয়ে রাখেন। আর সেখানেই সমস্যা শুরু। তাই টোনারকে দূরে না সরিয়ে বরং কাছে টেনে নিন।

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

মুখ ধোয়ার পরেই মুখটা কেমন যেন শুকনো লাগে। ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে তখন দরকার টোনার। ত্বকের ক্লেনজ়িং ও ময়শ্চারাইজ়িংয়ের ঠিক মাঝের সিঁড়িতে থাকে টোনার। অনেকেই হয়তো একে রূপচর্চার টিমে এক্সট্রা হিসেবে মাঠের বাইরে বসিয়ে রাখেন। আর সেখানেই সমস্যা শুরু। তাই টোনারকে দূরে না সরিয়ে বরং কাছে টেনে নিন।

টোনারের কাজ

ত্বকের পিএইচ ব্যালান্স রক্ষা করাই টোনারের প্রাথমিক কাজ। ত্বকের পিএইচ লেভেল শূন্য থেকে চোদ্দোর মধ্যেই ওঠানামা করে। এই লেভেল সাত থাকলে পিএইচ ব্যালান্স ঠিকঠাক। সঠিক পিএইচ ব্যালান্স অতিরিক্ত তৈলাক্ত ভাব কমিয়ে ত্বক সুস্থ রাখে।

ত্বকে যে কসমেটিক্‌স ব্যবহার করা হয়, তার কেমিক্যাল বা ধোঁয়াধুলোর কণা ত্বক থেকে সরিয়ে ফেলতে টোনারের জুড়ি নেই।

ত্বকের রোমকূপ টাইট রাখতেও সাহায্য করে। কারণ রোমকূপের মুখ বেশি বড় হলে তার মধ্যে ধুলোবালি জমে ত্বকে ব্রণর মতো সমস্যা তৈরি হয়। টোনার ত্বকে ইনফেকশনে বাধা দেয়।

ত্বকের আর্দ্রতা বজায় রাখাও এর কাজ। ফলে ত্বক পেলব থাকে। কিছু টোনারে ভিটামিন থাকে, যা ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।

কানের পিছনে, গলায় বা কনুইতেও তুলো দিয়ে টোনার লাগিয়ে নিতে পারেন। এতে ত্বকের সে সব জায়গাও বেশ পরিষ্কার ও সতেজ থাকবে।

টোনার কেনার আগে

ত্বকের ধরন বা সমস্যা অনুযায়ী যেমন ময়শ্চারাইজ়ার বা অন্যান্য স্কিন প্রডাক্ট বাছতে হয়, তেমনই টোনার কেনার সময়েও আপনার ত্বকের ধরন ও চাহিদা খেয়াল রাখবেন। টোনারে ব্যবহৃত বিভিন্ন এসেনশিয়াল অয়েল ত্বকের বিভিন্ন সমস্যায় কাজে দেয়। যেমন গোলাপজল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। টি ট্রি অয়েল ত্বকে জমে থাকা ব্যাকটিরিয়া সরিয়ে ত্বককে সুস্থ রাখে। কোনও অ্যালার্জি বা ইনফেকশন হলে অ্যালো ভেরা ত্বককে আরাম দেয়। যে সব টোনারে প্লান্ট স্টেম সেল ব্যবহার করা হয়, তা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ভাল কাজ করে। ত্বকের বয়স ধরে রাখে। ফলে টোনার কেনার আগে তাতে ব্যবহৃত উপকরণের তালিকায় অবশ্যই এক বার চোখ বুলিয়ে নেবেন।

ঘরোয়া টোনার

এক কাপ জলে এক টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে টোনারের মতো ব্যবহার করুন।

অ্যালো ভেরার পাতার মাঝের জেলটা বার করে নিন। এক কাপ ঠান্ডা জলে দুই টেবিল চামচ অ্যালো জেল মিশিয়ে মুখে লাগাতে পারেন। সানট্যান ও র‌্যাশ থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

শসা কুরিয়ে নিয়ে তার জলটা চেপে বার করে নিন। টোনার হিসেবে ভীষণ ভাল।

এক কাপ ঈষদুষ্ণ জলে দুই টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন।

টোনার লাগিয়েই রূপচর্চার পাঠ শেষ নয়। তার পরে অবশ্যই ময়শ্চারাইজ়ার লাগাবেন।

মডেল: রিয়া

ছবি: অমিত দাস

মেকআপ: অভিজিৎ পাল

হেয়ার: অভিজিৎ দাস

ফুড: মিসেস উইলসন্স ক্যাফে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wellness Skin Care Beauty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE