Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিনুনির বন্ধনে

কায়দার বিনুনি বাঁধতে হলে শুধু লম্বা চুলই যথেষ্ট নয়। তার সঙ্গে চাই শৈলীবোধও। খেয়াল রাখতে হবে পোশাক আর মেকআপের দিকেও। কায়দার বিনুনি বাঁধতে হলে শুধু লম্বা চুলই যথেষ্ট নয়। তার সঙ্গে চাই শৈলীবোধও। খেয়াল রাখতে হবে পোশাক আর মেকআপের দিকেও।

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০০:০০
Share: Save:

গরমে চুল খুলে রাখার হ্যাপা অনেক। আবার বাঁধলে মনে হয়, স্টাইল একটু কম হয়ে গেল না তো! সেই দুশ্চিন্তাকে দূরে রেখে মন খুলে ট্রাই করুন বিভিন্ন রকমের ব্রেড বা বিনুনি।

মেসি ব্রেড

পার্টি ওয়্যার বা লং গাউনের সঙ্গে এই ব্রেড পারফেক্ট।

মেসি ব্রেড করার তিনটি স্টেপ:

• প্রথমে চুল কার্ল করে নিতে হবে।

• তার পর সাইড পার্ট করে সামনের অংশের চুল নিয়ে খেজুর বিনুনি করুন (প্রথমে চুলকে দু’ভাগে ভাগ করুন। মানে ধরুন, ‘ক’ আর ‘খ’ দু’টি ভাগ। এ বার ক-এর শেষ থেকে একটি স্ট্রিং নিয়ে ‘খ’ এর সঙ্গে মেলান। একই ভাবে ‘খ’ এর শেষ থেকে একটি স্ট্রিং নিয়েও ‘ক’ এর সঙ্গে মেলান। এভাবে বেঁধে নিন খেজুর বেণী)।

• বাদবাকি চুলটাকে সাইডে নিয়ে একটা লম্বা খেজুর বিনুনি করুন।

টুইস্টেড ব্রেড

এই ব্রেডের সঙ্গে ক্যাজুয়ালটাই বেশি চলে। তাই জিন্‌স-টপ বা কুর্তি-স্কার্টের সঙ্গে এই কম্বো একেবারে ফাটাফাটি।

টুইস্টেড ব্রেড করার তিনটি স্টেপ:

• স্ট্রেট চুলেই এই ব্রেড বেশি ভাল বোঝা যায়। তাই চুল কার্লি হলে, স্ট্রেটনিং করিয়ে নিন।

• মিডল পার্ট করে বাঁ দিক থেকে চুল নিয়ে একেবারে শেষ পর্যন্ত খেজুর বিনুনি করুন। আবার একই ভাবে ডান দিকের চুল নিয়ে নীচ পর্যন্ত খেজুর বিনুনি করুন। ক্লিপ দিয়ে বিনুনিগুলো পিছনের দিকে সেট করে নিন।

• চুলের নীচের অংশে আউট কার্ল করতে পারেন। এতে চুলের ভলিউম বেশি দেখাবে।

ফিশটেল ব্রেড

সলিড কালারের গাউনের সঙ্গে এই ব্রেড বেস্ট চয়েস। দিনের অনুষ্ঠান বা রাতে, সবেতেই এই হেয়ারস্টাইল মানানসই। তবে এই ব্রেড করার জন্য চুল লম্বা হলে ভাল হয়।

ফিশটেল ব্রেড করার তিনটি স্টেপ:

• দু’দিক দিয়ে পার্টিং করে মাথার মাঝখানে মোহক বানান বা পাফও করতে পারেন।

• দু’দিকে কানের উপরের চুল নিয়ে খেজুর বিনুনি করুন।

• পিছনের লম্বা চুল ধরে শেষ পর্যন্ত একটা খেজুর বিনুনি করুন।

মধুমন্তী পৈত চৌধুরী

মডেল: সুপ্রীতি, অনিন্দিতা, পত্রালী

মেকআপ: অভিজিৎ পাল

পোশাক: লাইফস্টাইল, কোয়েস্ট

লোকেশন: হোয়াটস আপ কাফে

ছবি: শুভদীপ ধর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hair Care Summer Rainy Season বিনুনি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE