Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঘরের প্রাণ আপহোলস্টারি

বাড়ির ড্রয়িং রুম হোক বা বেডরুম, আপহোলস্টারির ধারণা না থাকলে কিন্তু ঘরের সৌন্দর্য খুলবে না। কুশনের পাশাপাশি গাড়ির সিট, টেব্‌লও সাজিয়ে তুলতে পারেন মনের মতো আপহোলস্টারি দিয়েবাড়ির ড্রয়িং রুম হোক বা বেডরুম, আপহোলস্টারির ধারণা না থাকলে কিন্তু ঘরের সৌন্দর্য খুলবে না। কুশনের পাশাপাশি গাড়ির সিট, টেব্‌লও সাজিয়ে তুলতে পারেন মনের মতো আপহোলস্টারি দিয়ে

মধুমন্তী পৈত চৌধুরী
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১৩:৪০
Share: Save:

আপনি কি ঘর সাজাতে ভালবাসেন? তা হলে নিশ্চয়ই ‘আপহোলস্টারি’ শব্দটি আপনার অপরিচিত নয়! আপহোলস্টারি হল, ঘরের আসবাবপত্র বিশেষত আসন জাতীয় জায়গা প্যাডিং, স্প্রিং আর ওয়েবিং দিয়ে সাজিয়ে তোলা। আর ওই আসনের উপরের কভারটা হয় ফ্যাব্রিক বা লেদারের। ঘরের কোনও জায়গা ন্যাড়া ন্যাড়া লাগলে, বুদ্ধিদীপ্ত ও শৌখিন আপহোলস্টারির ছোঁয়ায় নতুন প্রাণ পেতে পারে। এক ইন্টিরিয়ার ডিজাইনারের কথায়, ‘‘আপহোলস্টারির উদ্দেশ্য, মায়ার জাল সৃষ্টি করা। হয়তো একটা ছিমছাম সোফা বিভিন্ন রঙের কুশন দিয়ে সাজিয়ে দিলে পুরো ঘরটার রূপ পালটে যাবে।’’

ফ্যাব্রিক না লেদার

আপহোলস্টারির ক্ষেত্রে এই দু’টোর চল খুব বেশি। তবে আসল লেদার যেহেতু খুব দামি, তাই এখন বেশির ভাগ জায়গায় লেদারাইট ব্যবহার করা হয়। ব্যবহারিক দিক থেকেও লেদারাইট অনেক বেশি সহজ। দাগ লাগলে এক বারেই মুছে দেওয়া যায়। কিন্তু ফ্যাব্রিকে আবার সে সুবিধা নেই। তাই ফ্যাব্রিক ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হয়। তবে ফ্যাব্রিকের আব্রু আসবাবপত্রে অন্য রকম ঔজ্জ্বল্য দান করে, যা আবার লেদারাইটে পাওয়া যাবে না।

আপহোলস্টারি বাছার ক্ষেত্রে কী কী নজরে রাখবেন

ঘরের দেওয়ালের রং হবে আপনার বিবেচনার প্রথম বিষয়। তার পরই আসবে আসবাবপত্র কী ধরনের। মানে‌ পুরনো দিনের কারুকার্য করা না কি আধুনিক ছিমছাম আসবাবপত্র? দু’টোর সঙ্গে মিলিয়ে কিন্তু আপহোলস্টারির ধরন বদলাবে। যেমন, আধুনিক ডিজাইনের চেয়ার, সোফা, বিছানার ক্ষেত্রে এক রঙের কুশন কভার বেশি চলছে। আবার যদি আসবাবপত্র একটু সেকেলে হয়, সে ক্ষেত্রে কভারে কোনও মোটিফ বা কারুকাজ চলতে পারে। জামা-জুতোর ক্ষেত্রে যেমন মোটিফের ব্যবহার বেড়েছে, তেমনই আপহোলস্টারির ঘরানায় মোটিফের কারুকার্যের চল হালফিলে বেশ বেড়েছে।

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপহোলস্টারি করার আগে আপনাকে জানতে হবে। যেমন, বাড়িতে ছোটরা আছে কি না, পোষ্য প্রাণী আছে কি না। তাদের দৌরাত্ম্যের হাত থেকে আসবাবপত্র বাঁচাতে ফ্যাব্রিকের চেয়ে লেদারাইট ব্যবহার করাই শ্রেয়।

ঋতুভেদে আপহোলস্টারি

আমাদের দেশে যেহেতু গরমের স্থায়িত্ব বেশি, তাই লেদারাইটের চেয়ে বেশি আরামদায়ক ফ্যাব্রিক। কিন্তু বর্ষাকালে কী করবেন? সে জন্য গাড়ির সিটের ক্ষেত্রে লেদারাইট নির্বাচন বুদ্ধিমত্তার পরিচায়ক। আবার বাড়িতে যদি বৃদ্ধ সদস্য থাকেন, তাঁদের সুবিধের কথা ভেবে হালকা ফ্যাব্রিকের কভার খোঁজাই ভাল।

আপহোলস্টারির খরচ-খরচা

শৌখিন আপহোলস্টারি করা সব সময়ই ব্যয়বহুল। মেটিরিয়ালের মান যত উন্নত হবে, দাম বাড়বে হুড়মুড়িয়ে। কিন্তু আপহোলস্টারি আপনার বাজেটের বাইরে নয়। বিভিন্ন অনলাইন বিপণন সাইটগুলিতে নজর রাখলে, আপহোলস্টারির বৈচিত্র আপনার চোখে পড়বে। দামও সাধ্যের মধ্যেই। শুধু নজর রাখতে হবে লেটেস্ট ডিজাইন আর ঘরের যে অংশটা সাজাতে চাইছেন তার সঙ্গে ওই আপহোলস্টারি মানাচ্ছে কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE